কারিনার সঙ্গে ভালোবাসা দিবস উদ্যাপন করবেন, আমিশার কাছে ছুটি চেয়েছিলেন সাইফ
Published: 14th, February 2025 GMT
‘তাশান’ সিনেমার সেটেই মন দেওয়া-নেওয়া। সে সময় শহীদ কাপুরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর নতুন করে শুরুর চেষ্টা করছিলেন কারিনা কাপুর। তখনই সাইফের আগমন, এরপর তো শুরু হলো রাজকীয় এক প্রেমকাহিনি। ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। ভালোবাসা দিবস সাইফ কীভাবে উদ্যাপন করেন, তা নিয়ে সম্প্রতি কথা বলেছেন আমিশা প্যাটেল। তাঁর কথায় উঠে এসেছে সাইফ-কারিনার প্রেমজীবনের দিনগুলোর স্মৃতি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
কারিনার সঙ্গে ভালোবাসা দিবস কাটাবেন বলে একবার শুটিং থেকে ছুটি নিয়েছিলেন সাইফ।
কারিনা কাপুর খান ও সাইফ আলী খান। এএনআই.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তেলেগু অভিনেতা কৃষ্ণা মুরালি গ্রেপ্তার
তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে নিজের আবাসন থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানায়, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যে ঘটনায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল।
মুরালিকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য। জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, গ্রেপ্তারের আগে এই অভিনেতা নিজেকে অসুস্থ বলে দাবি করেন। পাশাপাশি তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান। কিন্তু পুলিশ তাকে সহযোগীতা করতে বলে বাড়ি থেকে বের করে হেফাজতে নিয়ে যায়।
‘ক্র্যাক’, ‘টেম্পার’, ’জেমিনি’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা মুরালি। মূলত, কমেডি চরিত্রে অভিনয় করেই অধিক খ্যাতি কুড়ান। অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।