নোয়াখালীতে অবৈধ ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ সময় ইটভাটা গুলোর মালিককে ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে অভিযান পরিচালনা করে ১৩টি ইটভাটা বন্ধ করা হয়। এ সময় ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে হাতিয়া উপজেলায় ৩টি ইটভাটার চিমনি ও চুলা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সুবর্ণচর উপজেলায় ৩টি ইটভাটা বন্ধ করে পাঁচ লাখ টাকা, কবিরহাট উপজেলায় ২টি ইটভাটা বন্ধ করে এক লাখ টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় ২টি ইটভাটা বন্ধ করে দুই লাখ টাকা, বেগমগঞ্জ উপজেলায় ১টি ইটভাটা বন্ধ করে পঞ্চাশ হাজার টাকা এবং সেনবাগ উপজেলায় ২টি ইটভাটা বন্ধ করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.

ইয়াছিন বলেন, ‘‘আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা গুলো পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটা গুলো গুড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন। বন্ধ ঘোষণার পাশাপাশি ইটভাটা গুলোর মালিককে ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’

ঢাকা/সুজন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল খ ৩০ হ জ র ট ক উপজ ল য় ইটভ ট

এছাড়াও পড়ুন:

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। 

গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি। 
 

সম্পর্কিত নিবন্ধ