অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে গত পাঁচদিনে ৫৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার হয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। 

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে চারজন, বেগমগঞ্জ থানা থেকে দুইজন, কবিরহাট থানা থেকে একজন, চরজব্বর থানা থেকে একজন, হাতিয়া থানা থেকে একজন, চাটখিল থানা থেকে দুইজন ও সেনবাগ থানা থেকে দুইজনকে গ্রেপ্তার করে। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ একযোগে কাজ করছে। 

গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সদস্য মো.

ইমতিয়াজ সুমন (২৯), মো. হৃদয় (২৪), মো. হাসান (১৯), আমজাদ হোসেন বাপ্পি (২৫), মঞ্জুরুল রহমন ইকন (২৩),  ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান মিজান (৪২), তমরুদ্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন (২৮), চাটখিল পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. একরাম উল্লাহ ফরিদ (৪০), খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নোমান হোসেন (৩৩), যুবলীগ সদস্য মো. আরিফুল ইসলাম (৩৩), মো. নাসির (৩১), চৌমুহনী পৌরসভার ৬ নং ওয়ার্ড সাবেক যুবলীগ সভাপতি মো. আখতারুজ্জামান (৪৫) ও এখলাশপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুর রহমান জনি (২৮)।

মোহাম্মদ ইব্রাহীম  বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও গত পাঁচ দিনে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে। 

সুজন//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর য বল গ

এছাড়াও পড়ুন:

বিয়ে নিয়ে কথা কাটাকাটি, এজলাসের সামনে প্রেমিকার বিষপান

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনে কলি নামের এক নারী বিষপান করেছেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারী নগরীর আলকরণ এক নম্বর গলি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, বিষপান করা ওই নারীর সঙ্গে আদালতে কর্মরত হেফাজত নামের একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বেশকিছু দিন ধরে তাদের মধ্যে বিয়ে করা না করা নিয়ে কথা কাটাকাটি চলছিল। এর জেরে আজ বুধবার আদালত এলাকায় একপর্যায়ে বিষপান করেন ওই নারী। 

ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জানান, বিভিন্নজনের মাধ্যমে জেনেছি, ওই নারীর সঙ্গে আদালতে কর্মরত একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে করা না করা নিয়ে ওই নারী সিএমএম কোর্টের এজলাসের সামনে বিষপান করেছেন। পরে নারী পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত হেফাজতের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় বলে জানা গেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সচিবালয়ে প্রবেশের নতুন নীতিমালা
  • প্রতিবাদ চলছে, প্রক্টরের পদত্যাগ ও ছাত্রীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি
  • ‘সবকিছু দিচ্ছে, কিন্তু চাল কেন দিচ্ছে না’
  • তরুণেরা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা
  • উত্তরার সাহসী নারী ও সরকারের  ‘শয়তান ধরা অভিযান’
  • বইমেলায় এসেছে রুহুল আমিনের ‘মোহ কাঠের নৌকা’
  • একুশে বইমেলায় ফাল্গুনী তানিয়া`র তিন বই
  • বিকেলে বৈষম্যবিরোধীর কমিটি ঘোষণা, রাতে ১৬০ জনের পদত্যাগ
  • নতুন দলের ঘোষণা হতে পারে ২৬ ফেব্রুয়ারি
  • বিয়ে নিয়ে কথা কাটাকাটি, এজলাসের সামনে প্রেমিকার বিষপান