‘চার বছরের প্রেম, সাত বছরের বিবাহিত জীবন’
Published: 14th, February 2025 GMT
ভালোবাসা দিবসে যুগলদের মনের এই উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে একসঙ্গে সময় কাটান। এ ক্ষেত্রে পিছিয়ে নেই তারাকারা। অভিনয় কিংবা গানে বিশেষ কিছু নিয়ে দর্শকের সমানে হাজির হন তারা। ভালোবাসার গল্প পর্দায় তুলে ধরলেও ব্যক্তিগত জীবনে এই বিষয়টি নিয়ে সবার মত থাকে নানা কথা।
তৌসিফ মাহবুব সমকালকে বলেন, ‘বিয়ের আগের ভালোবাসা দিবস বেশি উৎযাপন করা হত। কারণ, তখন তো এই দিবসটি মিস করা যাবে না। বিয়ের পর প্রতিদিন আমাদের ভালোবাসা দিবস। এই দিবসে আমাদের নানা ধরণের পাগলামি আমার প্রাক্তন প্রেমিকা অর্থাৎ বর্তমানে যে আমার স্ত্রী তার কাছ থেকেই পেয়ে আসছি। সেই গল্প বলে শেষ করা যাবে না।’
ভালোবাসার মাসেই বিয়ে করেছেন তৌসিফ মাহবুব। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করে জান্নাতুল ফেরদৌস জারাকে। গেল ৯ ফেব্রুয়ারি ছিল তাঁদের বিবাহবার্ষিকী।
এদিন তৌসিফ বলেন, ‘৪ বছরের প্রেম, এরপর ৭ বছরের বিবাহিত জীবন। বাকি জীবনে এবং পরকালেও শুধু তোমাকেই চাই প্রিয়। আমার থাকার কারণ, আমার বিশৃঙ্খলার মধ্যে শান্তি, যে শক্তি আমাকে আমার সমগ্র সংগ্রাম জুড়ে বহন করে। আমি তোমাকে এখন এবং চিরকাল ভালোবাসি।’
এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে তৌসিফের কয়েকটি নাটক। এর মধ্যে নির্মাতা ইফফাত জাহান মম নির্মিত ভালোবাসার গল্পের নাটক ‘ব্যথার বাগান’। ভালোবাসা ও বন্ধুত্বের গল্প বলবে নাটকটি। এতে তৌসিফের সঙ্গে অভিনয় করছেন আইশা খান। ‘প্রথম প্রথম প্রেম’ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে ‘মনেরি রঙে রাঙিয়ে’ নাটকে প্রথমবারের মত তৌসিফের সঙ্গে জুটি হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী।
২০১০ সালে মিডিয়াতে এলেও ২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় উঠে আসেন তৌসিফ। বর্তমানে নাটক ও বিজ্ঞাপনে দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বছর র
এছাড়াও পড়ুন:
৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভা
ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় ৫০ বছরে পদার্পণ উপলক্ষ্যে সুবর্ন জয়ন্তী উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় বিদ্যালয়ের হল রুমে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় আগামী ২০২৬ সালে বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উদযাপনে ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জের একটি স্বনামধন্য বিদ্যাপিঠ। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাদানে ব্যাপক ভুমিকা রেখে আসছে। ১৯৭৬ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা করা হয় বিদ্যালয়টি।
বর্তমানে বিদ্যালয়ে ৩ হাজারের অধিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন। ২০০২৫ সালে হহিরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি হবে।
এ উপলক্ষ্যে গতকাল বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভার আহ্বান করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ লুৎফুন্নেছাসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীও উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিষয়ে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শতাধিক শিক্ষার্থী করনীয় বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন। সর্বশেষে সুবর্ন জয়ন্তী উদযাপনে হাবিবুর রহমান লিটনকে আহ্বায়ক ও দিলীপ কুমার মন্ডলকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি সর্ব সম্মতিক্রমে ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটি পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি করে রজত জয়ন্তীর ব্যাপারে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানানো হয়।