হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর এক পিতা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার আতিকপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩০) এবং তার দুই কন্যা খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আব্দুর রউফ ব্যবসায় লোকসান খেয়ে হতাশায় ভুগছিলেন। ঋণের টাকা পরিশোধ নিয়ে প্রায়ই তার স্ত্রী হাফিজা আক্তারের সঙ্গে ঝগড়া হতো। এরই একপর্যায়ে স্ত্রী এক সন্তানকে নিয়ে ঢাকায় এক আত্মীয়ের বাসায় চলে যান। এতে অভিমান করে আব্দুর রউফ তার দুই কন্যাকে বিষ খাইয়ে হত্যা করেন এবং পরে নিজেও বিষপান করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, আব্দুর রউফ ব্যবসায় লোকসানের কারণে পৈতৃক জমিজমা বিক্রি করেন এবং ধার-দেনা করে পরিবার চালাতেন। দীর্ঘদিনের আর্থিক সংকট ও পারিবারিক কলহ তাকে চরম হতাশার দিকে ঠেলে দেয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন। 

অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়।

অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোন সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/আসাদ/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ