শান্তি চুক্তি নিয়ে হুঁশিয়ারির পর মিউনিখে জেলেনস্কি, দেখা হতে পারে ভ্যান্সের সঙ্গে
Published: 14th, February 2025 GMT
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলন হবে। এর আগে ভ্যান্স ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সঙ্গে জেলেনস্কির দেখা হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন। এরপরই জেলেনস্কির এই সাক্ষাতের কথা জানা গেল। এর আগে আলোচনায় নিজেদের সম্পৃক্ততা না থাকলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত শান্তি চুক্তিতে ইউক্রেন রাজি হবে না বলে সতর্কতা দেন জেলেনস্কি।
মিউনিখের নিরাপত্তা সম্মেলনে রাজনৈতিক নেতা, সামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা অংশ নেন। পুতিনের সঙ্গে ফোনালাপের পর শান্তি আলোচনা নিয়ে ট্রাম্পের ঘোষণায় ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন। তাদের আশঙ্কা ট্রাম্প রাশিয়ার প্রতি পক্ষপাত দেখাতে পারেন। ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা হুমকিতে পড়তে পারে।
ট্রাম্প বুধবার পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান। এরপর ফোনালাপে তিনি জেলেনস্কিকে পুরো বিষয় বিস্তারিত জানান।
বিবিসির খবর বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনায় নিজেদের সম্পৃক্ততা না থাকলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত শান্তি চুক্তিতে রাজি হবে না ইউক্রেন। জেলেনস্কি হুঁশিয়ারি বলেন, ‘স্বাধীন দেশ হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না।’
ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, মার্কিন ও রুশ কর্মকর্তারা মিউনিখে শুক্রবার সাক্ষাৎ করবেন। ইউক্রেনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কিয়েভ বলেছে, মিউনিখে রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা হবে বলে তারা আশা করছে না।
মিউনিখে তিন দিনের সম্মেলনে রাশিয়ার কোনো কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এই সম্মেলন মিউনিখের কেন্দ্রে অনুষ্ঠিত হয়। তবে এখানে সম্মেলন হলেও অন্য কোথাও অন্য সভা হতে পারে।
বিবিসির খবর বলছে, গত বুধবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জেলেনস্কি বলেছেন, নিরাপত্তা নিশ্চিত হওয়ার বিষয়টি তাঁর অগ্রাধিকারের জায়গা, যা যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।
আরও পড়ুননিরাপত্তার নিশ্চয়তা পেলেই আলোচনায় রাজি জেলেনস্কি১০ ফেব্রুয়ারি ২০২৫জেলেনস্কি বলেছেন, আলোচনার টেবিল থেকে তাঁদের বাদ রাখা হলে তাঁরা কোনো ধরনের চুক্তিতে সম্মত হবেন না। জেলেনস্কি মনে করেন, আলোচনার টেবিলে ইউরোপীয় প্রতিনিধিদেরও থাকা প্রয়োজন।
আলাদা এক বক্তব্যে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হলে তা জোটের অন্য সদস্যদেশগুলোর জন্য লাভজনক হবে। তবে এ ব্যাপারে জেলেনস্কি বিস্তারিত কিছু বলেননি।
যুদ্ধ বন্ধে প্রস্তুত থাকার বিষয়ে পুতিন যে দাবি করেছেন, তা বিশ্বাস না করার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্টের নতুন কমিটি
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ইভান তাহসীব ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের শামসুল আলম মারুফ।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার ১৩তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি ইভান তাহসীব বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও সাধারণ সম্পাদক শামসুল আলম আইন বিভাগের শিক্ষার্থী।
কমিটিতে সহসভাপতি হয়েছেন খাদিজা তুল কুবরা, সাংগঠনিক সম্পাদক আপেল আহমেদ, দপ্তর সম্পাদক তৌকির আহমেদ, অর্থ সম্পাদক সিদ্ধার্থ কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক খিজির আল সিফাত, স্কুলবিষয়ক সম্পাদক পল্লব কুমার, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জুনায়েদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাজু আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক দীপংকর রায়, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আহাম্মদ নাঈম। কার্যকরী সদস্য ফারিহা তাসনিম, মিশকাতুল জামান, তাজুল ইসলাম, সৌরভ আহমেদ, তাজওয়ার ইসলাম, নাজিব মাহমুদ ও রিয়াদ সরকার।
কাউন্সিলের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
কাউন্সিলে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক দীপা মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ।