শুরুটা সব সময় সহজ হয় না। অর্থহীন, ক্রিপ্টিক ফেইট, আর্টসেল, নেমেসিস, শিরোনামহীন—প্রায় প্রতিটি ব্যান্ডের ঝুলিতেই আছে আনন্দ–বেদনার গল্প। জনপ্রিয় এসব ব্যান্ড যাত্রা শুরু করে নব্বই থেকে শূন্য দশকে। গান দিয়ে এই সময়ে ব্যান্ডগুলোকে যেমন নিজেদের পরিচয় উপস্থাপন করতে হয়েছে, তেমনিভাবে শ্রোতা তৈরির দিকেও মনোনিবেশ করতে হয়েছে। এদিক থেকে বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নব্বইয়ের দশক খুব গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে ‘মিক্সড অ্যালবাম’–এর কথাও উল্লেখ করা জরুরি। ‘মিক্সড অ্যালবাম’ বা ‘মিশ্র অ্যালবাম’ হচ্ছে অনেকগুলো ব্যান্ডের সম্মিলিত অ্যালবাম। ওই সময়ে নিজস্ব অ্যালবাম বের করার আগে ব্যান্ডগুলো এক হয়ে ‘মিক্সড অ্যালবাম’ বের করত। এক অ্যালবামে বেশ কয়েকটি ব্যান্ডের গান পাওয়ায় শ্রোতারাও আকৃষ্ট হতেন।

আর্টসেলের প্রথম গান ‘অদেখা স্বর্গ’ও তাঁরা করেছিলেন মিক্সড অ্যালবাম ‘ছাড়পত্রে’র (২০০১) জন্য। তারপর তরুণদের মুখে মুখে ফেরা ‘তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা?’ গানটিও ছিল মিক্সড অ্যালবাম ‘অনুশীলন’–এ (২০০২)।

এই গান লেখার পাশাপাশি গেয়েছেন লিংকন নিজেই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমলাপাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে আমলাপাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নগরীর হোসিয়ারী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমলাপাড়া আমাদের নিজস্ব এলাকা। এই এলাকাকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। এখানে থাকবে না কোন চাঁদাবাজ, কোন মাদক ব্যবসায়ী, কোন ছিনতাইকারী বা ভূমিদস্য। এলাকার যুবকদের প্রতি আমার আহবান থাকবে তোমরা খেলাধুলার প্রতি মনোযোগী হও। এতে করে শরীর ও মন দুটোই ভালো থাকে।

এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা। 

এছাড়াও সার্বিক পরিচালনা আরও উপস্থিত ছিলেন, মোঃ বাহার, মোঃ অনিক, মোঃ রাহাত, জয়,মোঃ অহিদ, ইমন, নাঈম, মাসুম, শাহাদাত, সামির হোসেন ও মোঃ বাঁধন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

সম্পর্কিত নিবন্ধ