আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সেইসঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং শনিবার পবিত্র শবে বরাতের ছুটি হওয়ায় কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। 

গত বৃহস্পতিবার বিকাল থেকেই সৈকতে পর্যটকের আগমন ঘটতে থাকে। 

সরেজমিনে দেখা যায়, প্রকৃতিতে শীতের তীব্রতা কমতে শুরু করেছে। বসন্তের হিমেল পরশে পর্যটকদের আনন্দ-উম্মাদনায় সৈকতজুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। অনেকে প্রিয়জন, পরিবার নিয়ে সমুদ্রে নামছেন।  ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার কাটছেন। অনেকে সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন। অনেকে আবার প্রিয়জনের হাত ধরে ঘুরে দেখছেন সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন তীরে আছড়ে পড়া ছোট বড় ঢেউ। 

এদিকে লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী, শুঁটকী পল্লী, ফিশ ফ্রাইপল্লী ও আলীপুর-মহিপুর মৎস্যবন্দরেও রয়েছে পর্যটকদের উপস্থিতি। কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেলেও ভিড় লক্ষ্য করা গেছে। বিক্রি বেড়েছে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। 

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আসা পর্যটক নবদম্পত্তি ফরিদ হোসেন-ইয়াসমিন বলেন, ‘‘আমাদের তিন মাস আগে বিয়ে হয়েছে। তাই পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কুয়াকাটা বেড়াতে এসেছি। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যে আমরা মুগ্ধ! তবে হোটেল ভাড়াটা একটু বেশি মনে হয়েছে।’’

ঢাকার মিরপুর-১১ থেকে আসা পর্যটক সোলায়মান হোসেন বলেন, ‘‘বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উপলক্ষে আমরা ৫ বন্ধু কয়াকাটা এসেছি। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটা এক অন্যরকম অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সমুদ্রের ঢেউ ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে!’’

পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘‘আমাদের একটা টিম সব সময়ই কুয়াকাটায় অবস্থান করে। আজ বিশেষ দিন উপলক্ষে আমাদের পেট্রোল টিম কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। যে কোন ধরনের ঘটনা এড়াতে ট্যুরিষ্ট পুলিশের পাশাপাশি আমরা তৎপর রয়েছি।’’

ইমরান//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র স কত র

এছাড়াও পড়ুন:

ঈদ উপলক্ষে ২০০ মেগাপিক্সেলের নতুন স্মার্টফোন আনল শাওমি

বাংলাদেশে ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরাযুক্ত ‘রেডমি নোট ১৪ প্রো’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে শাওমি বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ঈদ উইথ মি’ শীর্ষক এক অনুষ্ঠানে রেডমি নোট ১৪ প্রোসহ রেডমি এ৫ মডেলের নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে জিয়াউদ্দিন চৌধুরী বলেন, নতুন ফোন দুটিতে অত্যাধুনিক সব সুবিধা থাকায় এই ঈদে আরও ভালোভাবে নিজেদের আনন্দময় মুহূর্তগুলো ধারণ করতে পারবেন শাওমিপ্রেমীরা। শাওমি সব সময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী উচ্চ মানসম্পন্ন ফোন তৈরি করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার উন্নত ক্যামেরাপ্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি-সুবিধার রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫ মডেলের ফোন দুটি উন্মোচন করা হয়েছে।

আরও পড়ুন২৫ বছর পর নতুন রূপে এল নকিয়া ৩২১০১২ মার্চ ২০২৫

অনুষ্ঠানে জানানো হয়, ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামোলেড কার্ভড পর্দার রেডমি নোট ১৪ প্রো মডেলের ফোনটির পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ২০০ মেগাপিক্সেলের ক্যামেরাসহ সামনে ৩২ মেগাপিক্সেলের শক্তিশালী সেলফি ক্যামেরা রয়েছে। ফলে ফোনটির মাধ্যমে সহজেই কাছে বা দূরের উন্নত রেজল্যুশনের ছবি তোলা যায়।

মিডিয়াটেকের হেলিও জি-১০০ আলট্রা প্রসেসরে চলা ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা যায়। ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার ফোনটিতে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তিও রয়েছে। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা সম্ভব। ফোনটিতে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস থাকায় সহজে পর্দায় দাগ পড়ে না। শুধু তা-ই নয়, ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুনপাতলা স্মার্টফোন তৈরির দৌড়ে অ্যাপল ও স্যামসাংকে পেছনে ফেলল যে প্রতিষ্ঠান০৬ মার্চ ২০২৫নতুন স্মার্টফোন হাতে জিয়াউদ্দিন চৌধুরী (বাঁয়ে)

সম্পর্কিত নিবন্ধ

  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ
  • বিশ্ব পানি দিবসে ওয়ালটন বাজারে আনল অত্যাধুনিক প্রযুক্তির ওয়াটার পিউরিফায়ার 
  • ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, আওতার বাইরে যাঁরা
  • ঈদে যানচলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির বিশেষ নির্দেশনা
  • পাকিস্তানে ঈদ উপলক্ষে ট্রেনের ভাড়া কমল ২০ শতাংশ
  • ঈদের আগে ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক,লরি, কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা
  • ‘এক দামের’ নামে ক্রেতা ঠকানোর ফাঁদ
  • এবার ছেঁড়াফাটা ময়লা নোটেই কি বাচ্চাদের ঈদ সালামি
  • ওয়ালটনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে নাটোরে শোভাযাত্রা
  • ঈদ উপলক্ষে ২০০ মেগাপিক্সেলের নতুন স্মার্টফোন আনল শাওমি