ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিকস ছেড়ে আয়ারল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব শার্মক রোভার্সে যোগ দেন ১৬ বছর বয়সী মাইকেল নোনান। এটা তাঁর প্রথম পেশাদার চুক্তি। ক্লাবটির হয়ে গতকাল রাতে তাঁর অভিষেকটাও হলো স্বপ্নের মতো।

কনফারেন্স লিগ নকআউট রাউন্ড প্লে-অফ প্রথম লেগে নরওয়ের ক্লাব মোলদের মুখোমুখি হয়েছিল শার্মক। অর্থাৎ শুধু ক্লাবের হয়ে অভিষেক নয়, ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও নোনানের অভিষেক ম্যাচ ছিল এটি। সেখানে ৪২ মিনিটে মলদের ১০ জনে পরিণত হওয়ার কারণ যেমন নোনান, তেমনি শার্মকের জয়ের নায়কও এ সেন্টার ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে তাঁকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোলদের সেন্টারব্যাক ভালদেমার লুন্ড। এরপর ৫৭ মিনিটে ডিলান ওয়াটসের ক্রস থেকে গোলও করেন নোনান। শেষ পর্যন্ত এই গোলেই জয় পেয়েছে শার্মক (১-০)।

আরও পড়ুনঅমীমাংসিত আর্জেন্টিনা–ব্রাজিল লড়াই, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ২ ঘণ্টা আগে

গোলের কারণেও শিরোনাম হয়েছেন নোনান। ২০২১ সালে শুরু হওয়া কনফারেন্স লিগে নোনানই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ১৬ বছর ১৯৭ দিনে গোলটি করে পেছনে ফেলেন স্কটিশ ফরোয়ার্ড জেমস উইলসনের রেকর্ডকে। গত ডিসেম্বরে স্কটিশ ক্লাব হার্ট অব মিডলোথিয়ানের হয়ে মলদোভার ক্লাব পেত্রোকাবের বিপক্ষে ১৭ বছর ২৮৮ দিনে গোল করেন উইলসন।

গোল করে ইতিহাসই গড়লেন নোনান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধ’ স্লোগান, আটক ৩

স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধ’ স্লোগান দিয়ে ‘পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার’ অভিযোগে তিনজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ বুধবার সকাল ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচট সোহেল পারভেজ (৪১)।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান কয়েকজন। এ সময় তারা হাতে লাল পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে ওই তিনজনকে আটক করে। 

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, উস্কানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল কয়েকজন। এ সময় তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সম্পর্কিত নিবন্ধ