ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিকস ছেড়ে আয়ারল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব শার্মক রোভার্সে যোগ দেন ১৬ বছর বয়সী মাইকেল নোনান। এটা তাঁর প্রথম পেশাদার চুক্তি। ক্লাবটির হয়ে গতকাল রাতে তাঁর অভিষেকটাও হলো স্বপ্নের মতো।

কনফারেন্স লিগ নকআউট রাউন্ড প্লে-অফ প্রথম লেগে নরওয়ের ক্লাব মোলদের মুখোমুখি হয়েছিল শার্মক। অর্থাৎ শুধু ক্লাবের হয়ে অভিষেক নয়, ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও নোনানের অভিষেক ম্যাচ ছিল এটি। সেখানে ৪২ মিনিটে মলদের ১০ জনে পরিণত হওয়ার কারণ যেমন নোনান, তেমনি শার্মকের জয়ের নায়কও এ সেন্টার ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে তাঁকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোলদের সেন্টারব্যাক ভালদেমার লুন্ড। এরপর ৫৭ মিনিটে ডিলান ওয়াটসের ক্রস থেকে গোলও করেন নোনান। শেষ পর্যন্ত এই গোলেই জয় পেয়েছে শার্মক (১-০)।

আরও পড়ুনঅমীমাংসিত আর্জেন্টিনা–ব্রাজিল লড়াই, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ২ ঘণ্টা আগে

গোলের কারণেও শিরোনাম হয়েছেন নোনান। ২০২১ সালে শুরু হওয়া কনফারেন্স লিগে নোনানই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ১৬ বছর ১৯৭ দিনে গোলটি করে পেছনে ফেলেন স্কটিশ ফরোয়ার্ড জেমস উইলসনের রেকর্ডকে। গত ডিসেম্বরে স্কটিশ ক্লাব হার্ট অব মিডলোথিয়ানের হয়ে মলদোভার ক্লাব পেত্রোকাবের বিপক্ষে ১৭ বছর ২৮৮ দিনে গোল করেন উইলসন।

গোল করে ইতিহাসই গড়লেন নোনান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নাট্য পরিচালকদের নেতৃত্বে শহীদুজ্জামান সেলিম-ফরিদুল হাসান

নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে ২৭১ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে রাত পৌনে ৯ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৪৪৬ জন ভোটার।

সহ-সভাপতি পদে রাশেদা আক্তার নাজুক (২৮৬), ফিরোজ খান (২৭৪) ও সকাল আহমেদ ( নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ পদে তুহিন হোসেন (২৫৬) ও দীন মোহাম্মাদ মন্টু নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে জুয়েল হাসান (২৫৩), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন (২২৬), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি (২৫৩), প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ (২৬৮), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া (২২৩), আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত (২২১) ও দপ্তর সম্পাদক সাইদ রহমান (২৯৫) নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন-সাগর জাহান (২৮৪), চয়নিকা চৌধুরী (২৬৯), মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪), গীতালি হাসান (২৩৯), লিটু করিম (২২৮), শিহাব শাহীন (২২৮), হাসান রেজাউল (২২৩)।

আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তাঁরা।

সম্পর্কিত নিবন্ধ