আরবি বর্ষপঞ্জি অনুসারে শাবান মাসের পরেই আসে রমজান মাস। পবিত্র শবে বরাত তাই মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে। শবে বরাতের রাত থেকে রমজানের প্রস্তুতিও শুরু হয়ে যায় পুরোদমে।

শবে বরাত মুসলমানদের জন্য একটি আচরণীয় ধর্মীয় দিবস। আরবি শাবান মাসের পঞ্চদশ রাতে এটি পালিত হয়। শবে বরাত পালিতহয় প্রধানত সৌভাগ্য রজনী হিসেবে। শবে বরাত পালনের বিশেষ তাৎপর্য আছে। মুসলমানদের ধারণা, এ রাতে পরবর্তী বছরের ভাগ্য লিপিবদ্ধ হয়। সারা রাত জেগে ইবাদত-বন্দেগি এবং আল্লাহর থেকে ক্ষমা প্রার্থনা করলে গুনাহ মাফ হয় বলে আশা করা হয়। এই উপমহাদেশের মানুষেরা পবিত্র শবে বরাতে সন্ধ্যার পর অনেকে কবরস্থানে যান। আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

আরও পড়ুনসুরার অর্থ বুঝে পড়লে নামাজে অন্য চিন্তা আসবে না ০৯ ফেব্রুয়ারি ২০২৪

পবিত্র শবে বরাতে নফল ইবাদতের আলাদা গুরুত্ব ও বৈশিষ্ট্য রয়েছে। একে হাদিসের ভাষায় বলা হয়েছে, ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা ‘অর্ধ শাবানের রাত’। হাদিসে আছে, যারা শিরক করেন ও হিংসুক, তাদের ছাড়া এ রাতে আল্লাহ তাঁর সব সৃষ্টিকে ক্ষমা করে দেন। এ রাতে তাই মুসলমানরা সৃষ্টিকর্তার কাছে ক্ষমাপ্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য তাঁর অনুগ্রহ কামনা করেন।মুসলমানদের কাছে শবে বরাত ভাগ্য নির্ধারণের রাত হিসেবেও পরিচিত। কারণ, হাদিসে এ রাতে ক্ষমাপ্রার্থনার পাশাপাশি রিজিক দান, সুস্থতা দান, বিপদ থেকে পরিত্রাণের বিষয়ও গুরুত্ব পেয়েছে। এ জন্য এ রাতের আগে ও পরে অনেকে রোজা রাখেন।

ধর্মপ্রাণ মুসলিমরা সারা বছর এ রাতের জন্য অপেক্ষা করেন। নফল ইবাদতের পাশাপাশি কিছু আনুষ্ঠানিকতাও পালন করেন। যার মাধ্যমে সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় হয়। শবে বরাতের দুই সপ্তাহ পর শুরু হয় রোজা। ফলে শবে বরাতের মধ্য দিয়ে শুরু হয়ে যায় সিয়াম সাধনার প্রস্তুতিও।

আরও পড়ুনসাহসী সাহাবি হজরত যুবাইর (রা.

)১১ ফেব্রুয়ারি ২০২৪আল্লাহর অনুগ্রহের রাত

ফারসি ভাষায় ‘শব’ শব্দের অর্থ ‘রাত’। আর ‘বরাত’ শব্দের অর্থ ‘সৌভাগ্য’। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, অর্থাৎ সৌভাগ্যের রাত। হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহ এই রাতে তাঁর বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। পবিত্র এই রাতে তাই ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ-অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার সময়ও এটি। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অনেকেই এ দিন রোজা রাখেন এবং দান-খয়রাত করে থাকেন। অনেকে এই রাতে তাঁদের বিগত নিকটাত্মীয়দের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রার্থনার আয়োজন করেন। রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা আত্মীয়, প্রতিবেশী ও দুস্থদের মধ্যে নানা রকমের খাদ্য বিতরণ করে থাকেন। মসজিদ ও কবরস্থানে গিয়ে প্রার্থনা করেন।

আরও পড়ুনসুরা কাহাফের প্রথম ১০ আয়াতের গুরুত্ব১৮ অক্টোবর ২০২৩ভাষাভেদে ভিন্ন নাম

স্থানভেদে ভাষা অনুযায়ী এই দিবস ভিন্ন ভিন্ন নামে পরিচিত। ইরান ও আফগানিস্তানে নিম শাবান, তুরস্কে বিরাত কান্দিলি, ভারতীয় উপমহাদেশে শবে বরাত বা নিফসু শাবান। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই দিনটি পালন করা হয় দক্ষিণ ও মধ্য এশিয়া জুড়ে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, তুরস্ক, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমিনিস্তান, কিরগিজস্তান শবে বরাতের উৎসব পালন করে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম সলম ন বর ত র র জন য আল ল হ

এছাড়াও পড়ুন:

অসহায়দের মাঝে মানবিক ডিসি জাহিদুল ইসলামের ইফতার বিতরণ 

মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলার নবাগত মানবিক জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার ( ২৭শে মার্চ ) বাদ আছর মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে শত শত অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণ শেষে মানবিক ডিসি গণমাধ্যমে জানান, আমাদের এই সামান্য ইফতার উপহারে সহায়তায় অনেক অসহায় ও দুঃস্থ সাধারণ মানুষের ভাগ্যের উত্থান হবে না। কিন্তু অন্তত একবেলা পবিত্র ইফতারে কিছুটা ভালো খাবার খেতে পারবে।

অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও এই অসহায় মানুষগুলো ভালো ইফতার খেতে পারে না। তাই আমাদের জেলা প্রশাসনের পক্ষ হতে অসহায় ও দুঃস্থ সাধারণ মানুষের মাঝে সামান্য এই ইফতার উপহার।

সম্পর্কিত নিবন্ধ

  • অসহায়দের মাঝে মানবিক ডিসি জাহিদুল ইসলামের ইফতার বিতরণ