ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক। বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? জানতে চাইলে ট্রাম্প ওই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সত্যি বলতে শত শত বছর ধরে এ নিয়ে কাছ চলছে, এ নিয়ে পড়ছিলাম আমি। আমি বাংলাদেশ (এ বিষয়ে উত্তর দিতে) মোদির ওপর ছেড়ে দেব।’ 

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ বিষয়ে কোনো জবাব দেননি। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করেন।

ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। 

এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি, মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?

জবাবে ট্রাম্প বলেন, ‌‘এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না।’ 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গুজরাটের প্রথম জয়ে মুম্বাইর দ্বিতীয় হার

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের আরও একটি মৌসুম শুরু করলো পর পর দুই ম্যাচ হেরে। শনিবার (২৯ মার্চ) রাতে গুজরাট টাইটান্স নিজেদের প্রথম জয় তুলে নিয়ে মুম্বাইকে টানা দ্বিতীয় হারের স্বাদ দেয়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি করতে পারেনি মুম্বাই।

ব্যাট হাতে মুম্বাইর দুইজন ব্যাটসম্যান বলার মতো রান পান। তার মধ্যে সূর্যকুমার যাদব ২৮ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪৮ রান করেন। তিলক ভার্মা ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৩৯ রান। তৃতীয় উইকেটে তাদের ৬২ রানের জুটিতে স্বপ্ন দেখছিল মুম্বাই। কিন্তু তারা দুজন আউট হওয়ার পর জয়ের পথ থেকে ছিটকে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

শেষদিকে মিচেল স্যান্টনার ৯ বলে ২ ছক্কা ও ১ চারে অপরাজিত ১৮ ও নামান ধীর ১১ বলে ৩ চারে অপরাজিত ১৮ রান করে পরাজয়ের ব্যবধান কমান মাত্র।

বল হাতে গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণা ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২টি উইকেট নেন। আর মোহাম্মদ সিরাজ ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ২টি উইকেট।

তার আগে ১৯৬ রানের লড়াকু সংগ্রহ পেতে গুজরাটকে সহায়তা করেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। তার মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান সাই সুদর্শন ৪১ বলে ৪টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬৩ রান করেন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ও অধিনায়ক শুভমান গিল ২৭ বলে ৪টি চার ও ১ ছক্কায় করেন ৩৮ রান। আর ওয়ান ডাউনে নামা জস বাটলার ২৪ বলে ৫টি চার ও ১ ছক্কায় করেন ৩৯ রান। এর বাইরে ১১ বলে ২ ছক্কায় ১৮ রান করেন শেরফেন রাদারফোর্ড।

বল হাতে মুম্বাইর হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, মুজিব উর রহমান ও সত্যনারায়ণ রাজু।

১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণা।

এই জয়ে ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে গুজরাট অবস্থান নিয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। আর দুই ম্যাচ খেলে কোনো জয় না পাওয়া মুম্বাই আছে টেবিলের নবম স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ