মেট্রোরেলের ১০টি স্টেশনে জ্যাকেট ক্যাশ রিসিভিং মেশিন (সিআরএম) স্থাপনের লক্ষে সোনালী ব্যাংক পিএলসি ও ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মধ্যে এক চুক্তি হয়েছে। 

বুধবার রাজধানীর উত্তরায় টিএমডিসিল কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহনাজ বেগম ও ডিএমটিসিএলের কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবীর। অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামিম উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার নাঈমা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অত্যাধুনিক এই সিআরএমের মাধ্যমে মেট্রোরেলের যাত্রীরা সহজেই অর্থ উত্তোলন ও জমা করতে পারবেন।

শান্ত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কান উৎসবের মনোনয়নে চমক

ঘোষণা করা হলো ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত সিনেমাগুলোর তালিকা। গতকাল বৃহস্পতিবার রাতে প্যারিসে এক সংবাদ সম্মেলনে এবারের উৎসবে মনোনীত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করেন উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোখ ও আর্টিস্টিক পরিচালক ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো। খবর এএফপির
সংবাদ সম্মেলনে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ ছাড়াও যৌন নিপীড়ন নিয়ে ফ্রান্স সরকারের কঠোর অবস্থান তুলে ধরা হয়। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা কীভাবে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা, এর মধ্যে মাত্র ছয়টির পরিচালক নারী। তবে সবচেয়ে বড় চমক মূল প্রতিযোগিতা বিভাগে কোনো কোরীয় সিনেমা না থাকা। ২০১৩ সালের পর এই প্রথম স্বর্ণপামের লড়াইয়ে নেই কোনো কোরীয় সিনেমা।

৭৮তম কান উৎসব অবশ্য অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। উৎসবে ক্যামেরার সামনে ও পেছনে দুই ভূমিকাতেই পাওয়া যাবে।

স্কারলেট জোহানসন

সম্পর্কিত নিবন্ধ