গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরু হয়েছে বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মধ্য দিয়ে। ইজতেমার এই পর্বে অংশগ্রহণ করছেন নিজামুদ্দিন মারকাজের তাবলীগের সাথীরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। বেলা দেড়টায় ইজতেমা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম জুমার জামাত। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো.

সায়েম বলেন, ‘‘ইজতেমা ময়দানে সারা দেশ থেকে মুসল্লিরা এসেছেন। এছাড়া, বিদেশ থেকেও অনেকে এসেছেন। বেলা দেড়টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম জুমার জামাত। আজ বাদ আসর বয়ান করবেন হাফেজ মনজুর সাহেব। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জামশেদ সাহেব।’’

এক মুসল্লির মৃত্যু: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে অসুস্থ হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম দিদার তরফদার। বাড়ি খুলনার বাঙ্গালগলি গ্রামে।

জানা গেছে, গত রাত ১টা ১০মিনিটে দিদার তরফদার শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘‘ইজতেমা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, জেলা ও নগর প্রশাসনের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। পাঁচ স্তরের নিরাপত্তার অধীনে পুলিশের ৬ হাজার ৮০০ সদস্যের পাশাপাশি স্বেচ্ছাসেবী মুসল্লিরাও দায়িত্ব পালন করছেন।’’

উল্লেখ্য, বৃহস্পতিবার বাদ আসর শুরু হওয়া তিন দিনব্যাপী নিজামুদ্দিন মারকাজ তথা ওই মারকাজের শীর্ষ মুরুব্বি সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ঢাকা/রেজাউল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইজত ম র

এছাড়াও পড়ুন:

জাহাজ থেকে চাঁদা তোলার অপবাদ দিয়ে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ 

বরিশালের হিজলা উপজেলায় শরীফ তরফদার নামক এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শাহীন পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত শরিফের বন্ধু সোহাগ বলেন, ‘ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজ থেকে চাঁদা তোলার অপবাদ দিয়ে শরিফের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা হলো- আল আমিন, বাবুল, রাজিব, নোমান, মাইদুল। চিৎকার শুনে আমি ও আরফান এগিয়ে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে স্থানীয় বাসিন্দা শাহীন আকনের বাড়িতে আশ্রয় নেয় শরীফ। সেখানে গিয়েও হামলা করা হয়। শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।’ 

হিজলা থানার ওসি নুর আমিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাজ থেকে চাঁদা তোলার অপবাদ দিয়ে জেলেকে পিটিয়ে হত্যা
  • জাহাজ থেকে চাঁদা তোলার অপবাদ দিয়ে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ