Prothomalo:
2025-04-25@16:02:05 GMT

মেলায় লেগেছে বসন্তের রং

Published: 14th, February 2025 GMT

গণ-অভ্যুত্থানের এই মহানগরে অনেক রক্ত, অশ্রু, শোক, বেদনার প্রহর পেরিয়ে আজ প্রাণের উত্তাপ নিয়ে, প্রেমের বারতা বয়ে আনল বসন্ত। তবে অমর একুশের বইমেলায় বসন্তের রঙের ছোঁয়া লেগেছিল গতকালই। বেলা তিনটায় মেলার দ্বার খোলার পর থেকেই দলে দলে সুসজ্জিত নারী–পুরুষ আসতে থাকেন মেলা প্রাঙ্গণে। কিশোরী, তরুণী থেকে গৃহিণী—অধিকাংশ নারীর পরনেই ছিল বাসন্তী রঙের শাড়ি। মেলায় প্রবেশপথের সামনেই সারি দিয়ে বসেছে গাঁদা-গোলাপসহ মৌসুমি ফুলের পসরা। সেখান থেকে মালা বা ফুলের রিং কিনে তাঁরা বসন্তের সাজ পূর্ণ করেছেন রঙিন ফুলে ফুলে। পুরুষদের পরনেও ছিল সঙ্গিনীর সঙ্গে মানানসই পাঞ্জাবি বা উজ্জ্বল রঙের পোশাক। তাতেই বসন্তের রঙিন আভাস ছড়িয়ে পড়েছিল বইমেলায়।

রূপ নারানের কূলে আহমাদ মোস্তফা কামাল কথা প্রকাশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বসন ত র

এছাড়াও পড়ুন:

বাড়িতেই বানাতে পারেন ওরিও কুকিজ আইসক্রিম, দেখুন রেসিপি

ছবি: সুমন ইউসুফ

সম্পর্কিত নিবন্ধ