এ বছরের ডিসেম্বরের শেষার্ধে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনও ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি শুরু হয়েছে।

তবে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন চাইলেও জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয়। তারা চায় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হোক। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি ডিসেম্বরে জাতীয় নির্বাচন নয়, গণপরিষদ নির্বাচন চায়।

এ অবস্থায় আগামীকাল শনিবার থেকে ছয়টি কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে অন্তর্বর্তী সরকার। এই আলোচনা কত দিন চলবে, তা এখনো পরিষ্কার নয়। এ আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন নিয়ে একটি পথনকশা আসবে বলে মনে করা হচ্ছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তাদের অন্যতম লক্ষ্য দেশের বিভিন্ন খাতে সংস্কার আনা। এ জন্য ১১টি সংস্কার কমিশনও গঠন করা হয়েছে। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের প্রস্তাব জমা দিয়েছে। এসব প্রস্তাব নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘জাতীয় ঐকমত্য কমিশনের’ সঙ্গে আলোচনা শুরু হবে আগামীকাল থেকে।

বিএনপি সূত্র জানায়, মূলত নির্বাচন প্রশ্নে যাতে দলগুলো অভিন্ন অবস্থান নেয়, সে লক্ষ্যে এসব আলোচনা চলছে। পাশাপাশি নির্বাচনে আসন সমঝোতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সংস্কারে জোর দিলেও বিভিন্ন খাতে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার না এলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে, এমন আশঙ্কার কথাও আলোচনা হচ্ছে। ইতিমধ্যে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের দাবি জোরালো হতে শুরু করেছে।

গত ১৬ ডিসেম্বর জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় এসে নির্বাচনের জন্য চাপ বাড়তে শুরু করেছে। এখন সরকার আগামী ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন আয়োজন করার কথা ভাবছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিও আছে কোনো কোনো পক্ষের। এ বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পর অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তাঁর সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এ বছরের ডিসেম্বরে তা হতে পারে। পরে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠানের আশা করছেন। তারপরও আরও কিছু সংস্কারের জন্য যদি সময় নেওয়া হয়, তাহলে সেটা আগামী বছরের তিন মাস হতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা আমাদের সরকারের সময়সীমা। তারপর ১৬ বছরের মধ্যে একটি যথাযথ নির্বাচন—একটি বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান করে আমরা সন্তুষ্ট হব। জনগণ এটা উদ্‌যাপন করবে এবং আমাদের দায়িত্ব শেষ হবে।’

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে প্রথম থেকেই দুটো সময়সীমার কথা বলে আসছিলেন। একটা হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে, আরেকটা হচ্ছে ২০২৬-এর জুনের মধ্যে। প্রধান উপদেষ্টার কথা শুনে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, সরকারের প্রথম লক্ষ্য থাকবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলা এবং তার আগে অবশ্যই কিছু মৌলিক সংস্কার সাধন করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে। কোনো কারণে যদি এই ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব না হয়, তাহলে দু–এক মাস বা তিন মাস পেছানো; কিন্তু এটা জুনের আগে হবেই।’

একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু সংস্কার হোক। পরবর্তী সংস্কারগুলো একটি নির্বাচিত সরকারকে অবশ্যই করতে হবে। অধ্যাপক মাহবুব উল্লাহ, রাজনৈতিক বিশ্লেষকনির্বাচন কমিশনের প্রস্তুতি

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে ইতিমধ্যে একাধিকবার বলা হয়েছে, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে তারা প্রস্তুতি নিচ্ছে। ইসি সূত্র জানায়, তারা মনে করছে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। নির্বাচনের আগে মোটাদাগে বড় প্রস্তুতির মধ্যে আছে ভোটার তালিকা হালনাগাদ, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন এবং প্রয়োজনীয় কেনাকাটার মতো কাজগুলো শেষ করা। এগুলোর জন্য একটু লম্বা সময় প্রয়োজন হয়। এর বাইরে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ, ব্যালট পেপার তৈরির মতো কাজগুলো নির্বাচনের তফসিল ঘোষণার পর শুরু করা হয়।

ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। আগামী জুনের মধ্যে এ কাজ শেষ হবে। তবে এই হালনাগাদের তথ্য ভোটার তালিকায় যুক্ত হবে আগামী বছরের মার্চে। এর আগে নির্বাচন হলে এবং হালনাগাদে যাঁরা ভোটার হচ্ছেন, তাঁদের ভোটাধিকার দিতে হলে আইনে কিছুটা সংশোধনী আনার প্রয়োজন হতে পারে।

ইসি সূত্র জানায়, সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধনের মতো কাজগুলো এখনই ইসি শুরু করতে পারছে না। কারণ, এসব বিষয় নিয়ে সংস্কার কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব আছে। সেগুলো বাস্তবায়ন করতে হলে আইন ও বিধির সংশোধন প্রয়োজন। এ ছাড়া নির্বাচন-সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশেও অনেকগুলো সংশোধনী প্রস্তাব করেছে সংস্কার কমিশন। তারা এখন মূলত এসব বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত হলে অধ্যাদেশ করে আইন পরিবর্তন করে পরবর্তী কার্যক্রম শুরু করবে ইসি। অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য ইতিমধ্যে ২ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি।

রাজনৈতিক অঙ্গনেও চলছে প্রস্তুতি

বিএনপি দ্রুত নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরির চেষ্টার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিও নিচ্ছে। নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ কিছু দাবিতে গত বুধবার থেকে কর্মসূচি শুরু করেছে দলটি। পাশাপাশি সমমনা বিভিন্ন রাজনৈতিক দল এবং জামায়াতে ইসলামীর বাইরে ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গেও বিএনপির আলোচনা চলছে। বিএনপি সূত্র জানায়, মূলত নির্বাচন প্রশ্নে যাতে দলগুলো অভিন্ন অবস্থান নেয়, সে লক্ষ্যে এসব আলোচনা চলছে। পাশাপাশি নির্বাচনে আসন সমঝোতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপি সূত্র জানায়, ওই বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে কাজ করছে। এতে স্থায়ী কমিটি আশাবাদী হয়েছে। তবে তারা নির্বাচনের রূপরেখা ঘোষণা না হওয়া পর্যন্ত পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না।

গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, ততই রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচনটা হওয়া দ্রুত দরকার দুটি কারণে। একটি হচ্ছে বাংলাদেশে স্থিতিশীলতা নিয়ে আসা, অন্যটি সুশাসন চালু করা।

বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামীও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। তারা ইতিমধ্যে ৩০০ আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। স্থানীয়ভাবে কিছু আসনের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। তবে তারা বিএনপির মতো নির্বাচনের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয়। গতকাল জামায়াতের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ২৩ দফা দাবি জানায়।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, তাঁরা পরিষ্কারভাবে বলেছেন, ‘নো ইলেকশন উইদাউট রিফর্মস’। তিনি বলেন, অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান ও বিভাগ জড়িত, সেগুলোর সংস্কার করেই জাতীয় সংসদের নির্বাচন করতে হবে। তা না হলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। গত তিনটি নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেনি, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে।

অন্যদিকে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা এখনো পরিষ্কার নয়। তিনটি বিতর্কিত ও সাজানো নির্বাচনের মাধ্যমে ১৫ বছর ক্ষমতায় থেকে গুম-খুন করে এই দল স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল—এমন অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে দূরে রাখার দাবি আছে রাজনৈতিক অঙ্গনে।

রাজনৈতিক কিছুটা মতভিন্নতা থাকলেও সংস্কার ও নির্বাচনকে একসঙ্গে এগিয়ে নেওয়া উচিত বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচন নিজেই সংস্কারের অংশ। তবে নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন। আর সংবিধানসহ কিছু কাঠামোগত সংস্কারের জন্য নির্বাচন প্রয়োজন।

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নেও বিএনপি ও জামায়াতের মধ্যে মতভিন্নতা আছে। গতকাল ইসির সঙ্গে বৈঠকের পর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণ চায়, স্থানীয় নির্বাচন আগে হোক।

এর প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াকে রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়।

রাজনৈতিক কিছুটা মতভিন্নতা থাকলেও সংস্কার ও নির্বাচনকে একসঙ্গে এগিয়ে নেওয়া উচিত বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচন নিজেই সংস্কারের অংশ। তবে নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন। আর সংবিধানসহ কিছু কাঠামোগত সংস্কারের জন্য নির্বাচন প্রয়োজন।

নাগরিক কমিটির অবস্থান ভিন্ন

গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠন করছেন। চলতি মাসের মধ্যে এই দল আত্মপ্রকাশ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা এই দলের নেতৃত্বে থাকছেন। তাঁরা নির্বাচনের আগে সংস্কারের পক্ষে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে সংস্কারের আগে সংসদ নির্বাচন না দেওয়ার কথা বলে আসছে। তারা মনে করছে, দেশে সংস্কার আনতে হলে সবার আগে সংবিধান সংস্কার প্রয়োজন। সংবিধান সংস্কার না করে জাতীয় নির্বাচন করা হলে সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে। তাই আগে গণপরিষদ নির্বাচন করে সংবিধান সংস্কার করতে হবে। এরপর নতুন সংবিধানের আলোকে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গতকাল প্রথম আলোকে বলেন, ‘সংস্কার না করে সংসদ নির্বাচন দিলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যাবে। এ ছাড়া বর্তমান সংবিধান বহাল রেখে জাতীয় নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই নতুন সংবিধান প্রণয়নের জন্য আগে গণপরিষদের নির্বাচন হতে হবে। আমরা আগামী ডিসেম্বরে গণপরিষদ নির্বাচন চাই।’

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ প্রথম আলোকে বলেন, তাঁর ব্যক্তিগত মত হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু সংস্কার হোক। পরবর্তী সংস্কারগুলো একটি নির্বাচিত সরকারকে অবশ্যই করতে হবে। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও এমন বক্তব্য আসছে। এখানে আশার কথা হলো, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ, আলোচনা হচ্ছে।

সংস্কার না করে সংসদ নির্বাচন দিলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যাবে। এ ছাড়া বর্তমান সংবিধান বহাল রেখে জাতীয় নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই নতুন সংবিধান প্রণয়নের জন্য আগে গণপরিষদের নির্বাচন হতে হবে। আমরা আগামী ডিসেম্বরে গণপরিষদ নির্বাচন চাই।জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক ব স স ক র কর ড স ম বর র র ড স ম বর পর স থ ত সরক র র সরক র ন ব এনপ র অবস থ ন ঐকমত য সময়স ম ইসল ম সময় র বছর র গতক ল

এছাড়াও পড়ুন:

বন্দির স্মৃতিতে বাংলাদেশের গোপন কারাগার

তড়িঘড়ি করে তৈরি করা দেয়ালটি তদন্তকারীরা ভেঙে ফেলার পরই বেরিয়ে আসে গোপন বন্দিশালার কয়েকটি কক্ষ। পেছনের লুকিয়ে রাখা অংশটি আড়াল করতেই ইট দিয়ে ঢেকে দেয়া হয়েছিল এই প্রবেশপথ। ভেতরের সরু করিডোরের দুই পাশে ছিল ছোট ছোট ঘর। একেবারে ঘুটঘুটে অন্ধকার।

ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অল্প দূরেই এই গোপন কারাগার। মীর আহমদ বিন কাসেমসহ কয়েকজনের স্মৃতি ছাড়া তদন্তকারী দল হয়তো কখনোই এটা খুঁজে পেত না। বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেতার সমালোচক কাসেম সেখানে আট বছর বন্দি ছিলেন।

কারাগারে থাকাকালীন বেশিরভাগ সময়ই তার চোখ বাঁধা থাকতো। তাই স্মৃতিতে থাকা শব্দের ওপরই তাকে নির্ভর করতে হয়েছে। সেখানে বিমান অবতরণের শব্দ তিনি স্পষ্টভাবে মনে করতে পারেন।

আর এটাই তদন্তকারীদের বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিতে থাকা একটি গোপন বন্দিশালা খুঁজে পেতে সাহায্য করেছে। ঘাঁটির মূল ভবনের পেছনে কড়া পাহারায় থাকা জানালাবিহীন ইট ও কংক্রিটের তৈরি ছোট একটি ভবন তারা খুঁজে পায়, যেখানে বন্দিদের রাখা হতো।

সবার চোখের সামনে থাকলেও এটি মূলত দৃষ্টির আড়ালে ছিল।

গত আগস্টে ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর গোপন কারাগারে থাকা বন্দিদের ছেড়ে দেয়া হলে মীর আহমদ বিন কাসেমের মতো শত শত ভুক্তভোগীর সঙ্গে তদন্তকারীরা কথা বলেন। এছাড়াও আরও অনেককে অবৈধভাবে হত্যা করার অভিযোগ রয়েছে।

তদন্তকারীরা বলছেন, ঢাকার বিমানবন্দর সড়কের ওপারে থাকা বন্দিশালাসহ এসব গোপন কারাগার চালাতো সন্ত্রাসবিরোধী এলিট বাহিনী – র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), যারা সরাসরি শেখ হাসিনার নির্দেশে কাজ করত।

‘সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজে গুমের সব ঘটনার অনুমোদন, অনুমতি বা নির্দেশ দিয়েছে,’ বিবিসিকে বলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।

শেখ হাসিনার দলের দাবি, তাদের অজ্ঞাতসারে সংঘটিত হওয়ায় এসব ঘটনায় তাদের কোনো দায় নেই, সামরিক বাহিনী এককভাবে এসব করেছে – যদিও সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।

তবে কাসেমসহ অন্যদের বন্দি রাখা ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। ফলে মুক্তির সাত মাস পরও তারা আতঙ্কিত।

কাসেম জানান, তিনি কখনোই টুপি ও মাস্ক ছাড়া বাড়ি থেকে বের হন না।

‘বাইরে বের হলে আমাকে সবসময় সতর্ক থাকতে হয়’।

তাকে কোথায় রাখা হয়েছিল তা বিবিসিকে দেখাতে মীর আহমদ বিন কাসেম ধীরে ধীরে কংক্রিটের সিঁড়ি বেয়ে উপরে ওঠেন। একটি ভারী ধাতব দরজা ঠেলে মাথা নিচু করে আরেকটি সরু দরজার ভেতর দিয়ে তিনি "তার" ঘরে ঢুকলেন।

এখানে তাকে আট বছর বন্দি করে রাখা হয়।

"মনে হতো বাইরের জগত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে জীবন্ত কবর দেয়া হয়েছে," বিবিসিকে বলেন তিনি। ঘরটিতে প্রাকৃতিক আলো ঢোকার কোনো উপায় ছিল না। ভেতরে থাকার সময় তিনি দিন আর রাতের পার্থক্য করতে পারতেন না।

চল্লিশের কোঠায় থাকা আইনজীবী কাসেম এর আগেও কিছু সাক্ষাৎকার দিয়েছেন, তবে এবারই প্রথম তিনি কোনো গণমাধ্যমকে নিয়ে তাকে এত বছর ধরে আটকে রাখা সেই ক্ষুদ্র সেলের ভেতরে গেলেন।

টর্চের আলোয় দেখা যায় ঘরটি এতটাই ছোট যে একজন গড় উচ্চতার মানুষও সেখানে ঠিকমতো দাঁড়াতে পারবে না। ভেতরটায় একটা স্যাঁতসেঁতে গন্ধ। কয়েকটা দেয়াল ভাঙা আর মেঝেতে ছড়িয়ে আছে ইট ও কংক্রিটের টুকরো – মনে হয় যেন অভিযুক্তরা তাদের অপরাধের প্রমাণ ধ্বংসের শেষ চেষ্টা করেছে।

‘এটা তো মাত্র একটা ডিটেনশন সেন্টার। সারা দেশে আমরা এমন ৫০০, ৬০০, এমনকি ৭০০-এর বেশি সেল খুঁজে পেয়েছি। এ থেকেই বোঝা যায় যে এটা কতটা ব্যাপক এবং সুশৃঙ্খল ব্যবস্থা ছিল,’ বলেন প্রসিকিউটর ইসলাম। বিবিসির সঙ্গে তিনিও কারাগার পরিদর্শনে গিয়েছিলেন।

কাসেম তার সেলের হালকা নীল টাইলস স্পষ্টভাবে মনে করতে পারেন, যা এখন ভেঙে মেঝেতে পড়ে আছে। এগুলোই তদন্তকারীদের এই ঘরটি পর্যন্ত নিয়ে আসে।

নিচতলার সেলগুলোর তুলনায় এটি তুলনামূলক বড় – প্রায় ১০ বাই ১৪ ফুট (৩ মিটার বাই ৪.৩ মিটার)। পাশে একটি নিচু টয়লেটও রয়েছে।

ঘরটির ভেতরে হাঁটতে হাঁটতে বন্দিজীবনে কাসেম কীভাবে সময় কাটিয়েছেন তার দুঃসহ বর্ণনা দেন।

গ্রীষ্মকালে ঘরটা অসহনীয়ভাবে গরম হয়ে থাকতো। কুঁজো হয়ে মেঝেতে বসে দরজার নিচের ফাঁকের কাছে মুখ নিয়ে গিয়ে কিছুটা বাতাস পাওয়ার চেষ্টা করতেন তিনি।

"এটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল," বলেন তিনি।

এই দুঃসহ জায়গায় ফিরে আসা তার কাছে যেন আবারও সেই শাস্তি অনুভব করা। তবু সেখানে কী ঘটেছিল তা বিশ্বকে দেখানো জরুরি বলেই মনে করেন কাসেম।

‘উচ্চপদস্থ যেসব কর্মকর্তা এই ফ্যাসিবাদী শাসনকে সাহায্য করেছে, উসকেছে, সুবিধা করে দিয়েছে – তারা এখনও ক্ষমতায় আসীন,’ বলেন তিনি।

‘আমাদের গল্প বিশ্বকে জানাতে হবে। যারা আর ফিরে আসেনি, তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে, আর যারা বেঁচে আছে তাদের পুনর্বাসনের জন্য আমাদের যা সম্ভব করতে হবে।"

এর আগের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, তাকে ঢাকার গোয়েন্দা সদরদপ্তরের ভেতরে কুখ্যাত "আয়নাঘরে" আটকে রাখা হয়েছিল। তবে তদন্তকারীরা এখন মনে করেন এমন একাধিক কেন্দ্র ছিল।

বিবিসিকে কাসেম বলেন, প্রথম ১৬ দিন ছাড়া তিনি বন্দিজীবনের পুরোটা সময় র‍্যাবের ঘাঁটিতেই ছিলেন। তদন্তকারীদের ধারণা, প্রথমে তাকে ঢাকার গোয়েন্দা পুলিশের কোনো কার্যালয়ে নেয়া হয়েছিল।

কাসেম বিশ্বাস করেন, তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে গুম করা হয়।

২০১৬ সালে তিনি তার বাবার পক্ষে আইনজীবী হিসেবে লড়েছিলেন। তার বাবা ছিলেন দেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মীর কাসেম আলী। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সেসময় তার বিচার চলছিল এবং পরে তাকে ফাঁসি দেওয়া হয়।

'ভেবেছিলাম কখনও বের হতে পারব না'
বিবিসির সঙ্গে কথা বলা আরও পাঁচজন একই অভিজ্ঞতা বর্ণনা করে বলেন– কীভাবে তাদের চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং কংক্রিটের অন্ধকার সেলে আটকে রাখা হয়েছিল যেখানে বাইরের জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। অনেকেই বলেছেন, তাদের নির্যাতন ও মারধর করা হতো।

বিবিসি স্বাধীনভাবে তাদের বক্তব্য যাচাই করতে না পারলেও প্রায় সবাই বলেছেন, তারা কোনো দিন রাস্তায় বা বাসে হঠাৎ তাদের নির্যাতকের মুখোমুখি হওয়ার আতঙ্কে ভোগেন।

"এখনও যখন গাড়িতে উঠি বা একা বাড়িতে থাকি, কোথায় ছিলাম তা ভেবেই ভয় লাগে", বলেন ৩৫ বছর বয়সী আতিকুর রহমান রাসেল।

"আমি ভাবি, কীভাবে বেঁচে গেলাম, আদৌ কি আমার বেঁচে থাকার কথা ছিল?"

তিনি বলেন, তার নাক ভেঙে গেছে আর হাতে এখনও ব্যথা। "তারা আমাকে হাতকড়া পরিয়ে প্রচুর মারধর করেছিল।"

রাসেল জানান, গত জুলাইয়ে সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় পুরান ঢাকার একটি মসজিদের বাইরে কিছু লোক তার কাছে আসে। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে তাকে তাদের সঙ্গে যেতে বলে।

পর মুহূর্তেই তাকে ধূসররঙা একটি গাড়িতে তুলে হাতকড়া পরিয়ে মাথা কাপড় দিয়ে ঢেকে চোখ বেঁধে ফেলা হয়। ৪০ মিনিট পর তাকে গাড়ি থেকে নামিয়ে কোনো ভবনের একটি ঘরে রাখা হয়।

"প্রায় আধা ঘণ্টার পরে লোকজন একে একে ঘরে ঢুকতে শুরু করে আর প্রশ্ন করতে থাকে – তুমি কে? কী করো?" এরপরই মারধর শুরু হয়, বলেন তিনি।

"ওই জায়গার ভেতরে থাকা ছিল ভয়াবহ। মনে হচ্ছিল, আমি আর কোনোদিন বের হতে পারব না।"

রাসেল এখন থাকেন তার বোন ও ভগ্নিপতির সঙ্গে। ঢাকার একটি ফ্ল্যাটের ডাইনিং টেবিলে বসে তিনি তার বন্দি অবস্থায় কাটানো কয়েক সপ্তাহের বিশদ বর্ণনা দেন। তবে তার কণ্ঠে তেমন কোনো আবেগ ছিল না, যেন নিজের অভিজ্ঞতা থেকে নিজেকে তিনি আলাদা করে ফেলেছেন।

তিনিও মনে করেন, তার গ্রেফতার ছিল রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত– কারণ তিনি ছিলেন বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি)-র একজন ছাত্রনেতা, আর তার বাবা ছিলেন দলটির একজন জ্যেষ্ঠ সদস্য। বিদেশে থাকা তার ভাই নিয়মিত সামাজিক মাধ্যমে শেখ হাসিনার সমালোচনা করতেন।

রাসেল বলেন, তাকে কোথায় রাখা হয়েছিল তা জানার কোনো উপায় ছিল না। তবে চলতি বছরের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তিনটি আটক কেন্দ্র পরিদর্শন করতে দেখার পর তার ধারণা, তাকে ঢাকার আগারগাঁও এলাকায় রাখা হয়েছিল।

তবে আসলেই কতজন নিখোঁজ হয়েছেন সেই সংখ্যা হয়তো কখনও জানা যাবে না।

২০০৯ সাল থেকে বাংলাদেশে গুমের ঘটনা পর্যবেক্ষণ করে আসা একটি এনজিও অন্তত ৭০৯ জন গুম হওয়া ব্যক্তির তথ্য নথিভুক্ত করেছে। এদের মধ্যে ১৫৫ জন এখনও নিখোঁজ।

গত সেপ্টেম্বর থেকে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন ইতিমধ্যে এক হাজার ৬৭৬টির বেশি অভিযোগ পেয়েছে –এছাড়া প্রতিনিয়তই নতুন ভুক্তভোগীরা আসছে।

তবে এটি মোট সংখ্যার প্রতিনিধিত্ব করে না, যা বাস্তবে আরও অনেক বেশি বলে মনে করা হয়।

মীর আহমদ বিন কাসেমের মতো আরও অনেকের সঙ্গে কথা বলে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে পেরেছেন।

বন্দিদের বিভিন্ন জায়গায় রাখা হলেও তাদের অভিজ্ঞতার বর্ণনা আশ্চর্যজনকভাবে একই রকম।

শেখ হাসিনার আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কেউ যদি গুম হয়েও থাকে তবে সেটা বর্তমানে ভারতে নির্বাসিত হাসিনা কিংবা তার মন্ত্রিসভার কারও নির্দেশে ঘটেনি।

"এ ধরনের কোনো আটকের ঘটনা যদি ঘটে থাকে, তা সামরিক বাহিনীর অভ্যন্তরীণ জটিলতার কারণে হতে পারে", বলেন আরাফাত।

"তাদের গোপনে বন্দি রেখে আওয়ামী লীগ বা সরকারের কোনো রাজনৈতিক লাভ আমি দেখি না।"

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন, "সেনাবাহিনীর এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে তাদের কিছু জানা নেই।"

"সেনাবাহিনী কোনো ধরনের গোপন আটক কেন্দ্র পরিচালনা করে – এমন অভিযোগ আমরা সরাসরি অস্বীকার করছি", বিবিসিকে বলেন লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।

তাজুল ইসলাম বিশ্বাস করেন, এসব কারাগারে আটক ব্যক্তিরাই আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ।

"যাদের আটক করা হয়েছিল, তারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ ছিলেন আর তারা কেবল তৎকালীন সরকারের বিরুদ্ধে কথা বলেছিল –সেই কারণেই তাদের এখানে নিয়ে আসা হয়।"

এখন পর্যন্ত ১২২টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু কোনো অভিযুক্তকেই এখনও বিচারের মুখোমুখি আনা সম্ভব হয়নি।

এ কারণেই ৭১ বছর বয়সী ইকবাল চৌধুরীর মতো ভুক্তভোগীরা মনে করেন, তারা এখনও নিরাপদ নন। চৌধুরী বাংলাদেশ ছেড়ে চলে যেতে চান। ২০১৯ সালে মুক্তি পাওয়ার পর কয়েক বছর পর্যন্ত তিনি বাড়ি থেকে বের হননি, এমনকি বাজারেও যাননি। বন্দিদশা নিয়ে মুখ না খুলতে তাকে কঠোরভাবে হুঁশিয়ার করা হয়েছিল।

"যদি তুমি কখনও বলো যে কোথায় ছিলে বা তোমার সঙ্গে কী হয়েছিল আর যদি আবার ধরা পড়ো – তাহলে কেউ তোমাকে আর কোনোদিন খুঁজে পাবে না কিংবা দেখতে পাবে না। তুমি এই পৃথিবী থেকেই মুছে যাবে", এমনটাই তাকে বলা হয়েছিল বলে জানান তিনি।

ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগের কারণেই তাকে নির্যাতন করা হয় বলে জানান চৌধুরী।

"আমাকে পেটানোর পাশাপাশি ইলেকট্রিক শক দেয়া হয়েছে। ইলেকট্রিক শক দেয়ার কারণে আমার একটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়ে আর আগের মতো জোর পাই না – পুরো শরীরেরই শক্তি হারিয়ে ফেলেছি।"

শারীরিক নির্যাতনের কারণে পূর্ণবয়স্ক পুরুষ বন্দিদের চিৎকার, কান্না ও আর্তনাদের আওয়াজ তিনি এখনো স্পষ্টভাবে মনে করতে পারেন।

"আমি এখনও ভয়ে আছি," বলেন চৌধুরী। 

'মৃত্যু পর্যন্ত এই ভয় থাকবে'

২৩ বছর বয়সী রাহমতুল্লাহ এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন। "তারা আমার জীবনের দেড় বছর কেড়ে নিয়েছে। সেই সময় কখনই ফিরে আসবে না," বলেন তিনি।

"তারা আমাকে এমন জায়গায় ঘুমাতে বাধ্য করেছিল যেখানে কোনো মানুষের থাকার কথা না।"

২০২৩ সালের ২৯শে আগস্ট মধ্যরাতে র‍্যাব সদস্যরা তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাদের কেউ ছিল ইউনিফর্মে আর কেউ সাদা পোশাকে। সেসময় তিনি ইলেকট্রিশিয়ানের প্রশিক্ষণ নেবার পাশাপাশি পাশের শহরে রান্নার কাজ করতেন।

একাধিক জিজ্ঞাসাবাদের পর রাহমতুল্লাহ বুঝতে পারেন সামাজিক মাধ্যমে ভারতবিরোধী এবং ইসলামপন্থি কিছু পোস্ট দেয়ার কারণে তাকে আটকে রাখা হয়েছে।

কাগজ-কলম ব্যবহার করে তিনি তার সেলের নকশা এঁকে দেখান। এতে একটি খোলা নর্দমাও ছিল, যেখানে তাকে তার প্রাকৃতিক কাজ সারতে হতো।

"ঢাকার ওই জায়গার কথা ভাবলেও আমার গা শিউরে ওঠে। শোয়ার মতোও জায়গা ছিল না, আমাকে গুটিশুটি হয়ে ঘুমাতে হতো। পা সোজা করে শোয়ার উপায় ছিল না।"

বিবিসি আরও দুজন সাবেক বন্দি মাইকেল চাকমা ও মসরুর আনোয়ার-এর সঙ্গে কথা বলেছে। গোপন বন্দিশালা এবং সেসব জায়গায় কী হতো এ ব্যাপারে তারাও তাদের একই রকম অভিজ্ঞতা জানিয়েছেন।

কিছু ভুক্তভোগী আজও শারীরিক ক্ষতের সঙ্গে বেঁচে আছেন। কিন্তু সবার কথায় সবচেয়ে বেশি উঠে এসেছে মনস্তাত্ত্বিক নির্যাতনের ছায়া – যা কখনোই তাদের পিছু ছাড়ে না।

বছরের পর বছর ধরে চলা স্বৈরাচারী শাসনের পর দেশ বিনির্মাণের চেষ্টায় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। দেশটির গণতান্ত্রিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে এসব অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সঠিক বিচার পরিচালনা।

তাজুল ইসলাম বিশ্বাস করেন, এটি হতে পারে এবং অবশ্যই ঘটতে হবে।

"আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি থামাতে হবে এবং ভুক্তভোগীদের প্রতি আমাদের ন্যায়বিচার করতে হবে। তারা অনেক কষ্ট সহ্য করেছে।"

নিজের কংক্রিটের সেলের অবশিষ্টাংশে দাঁড়িয়ে কাসেম বলেন, যত দ্রুত সম্ভব বিচার হওয়া উচিত যাতে দেশ এই অধ্যায়টি শেষ করতে পারে।

তবে রাহমতুল্লাহর জন্য এটি এত সহজ নয়।

"ভয় চলে যায়নি। যতদিন আমি বেঁচে থাকবো, ভয় থাকবে।"

সম্পর্কিত নিবন্ধ