স্ত্রী-সন্তানদের দেশে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন কোহলিরা
Published: 14th, February 2025 GMT
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলের ওপর বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করেছে। তারই ধারাবাহিকতায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটাররা স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার সুযোগ পাবেন না।
বিসিসিআইয়ের নতুন ভ্রমণনীতিতে বলা হয়েছে, ন্যূনতম ৪৫ দিনের সফরে ক্রিকেটারদের পরিবারের সদস্যরা সর্বোচ্চ ১৪ দিন সঙ্গে থাকতে পারবেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সফর তিন সপ্তাহের হওয়ায় ক্রিকেটারদের পরিবারকে সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিনিয়র-জুনিয়র সবার জন্যই এই নিয়ম কার্যকর হবে। বিসিসিআইয়ের এক সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, 'নিয়মে পরিবর্তন হলে সেটা ভিন্ন বিষয়। তবে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকার অনুমতি নেই। যেহেতু সফরের মেয়াদ এক মাসের কম, তাই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনো ক্রিকেটার পরিবারকে সঙ্গে রাখতে চান, তাহলে তার খরচ নিজেকেই বহন করতে হবে।'
বোর্ডের এমন সিদ্ধান্ত ক্রিকেটারদের জন্য নতুন অভিজ্ঞতা হতে চলেছে। কেননা, এর আগে বড় টুর্নামেন্ট বা দীর্ঘ সিরিজে পরিবারকে সঙ্গে রাখার সুযোগ পেয়েছেন তারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র ট ক হল পর ব র
এছাড়াও পড়ুন:
ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৫৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ থেকে ১৭ এপ্রিল) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশি কমেছে ১.৫৪ শতাংশ।
শনিবার (১৭ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৫৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১৫ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ কমেছে।
এর আগের সপ্তাহের (৬ থেকে ১০ এপ্রিল) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৭৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমেছে।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.৯৯ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.০৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৭৬ পয়েন্ট, টেক্সটাইল খাতে ৯.৭৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১০.৫২ পয়েন্টে, আর্থিক খাতে ১০.৬৫ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.১২ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১২.৭৪ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১৩.০৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.১০ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.০৯ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৫.০৬ পয়েন্টে, আইটি খাতে ১৬.৪২ পয়েন্টে, বিবিধ খাতে ১৮.৩৪ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৮.৯৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ২৬.৩৭ পয়েন্ট, পাট খাতে ২৬.৬০ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৯.৩৪ পয়েন্টে এবং সিরামিক খাতে ১০৮ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা