ময়মনসিংহের চারটি উপজেলা ও তিনটি পৌরসভায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলার হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি, ধোবাউড়া উপজেলা বিএনপি, ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

প্রায় দুই বছর পর গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কমিটিগুলো প্রকাশ করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। কমিটি ঘোষণার পর তাৎক্ষণিকভাবে আনন্দমিছিল ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

হালুয়াঘাটে আসলাম মিয়াকে আহ্বায়ক ও আবুল হাসনাত বদরুল কবিরকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির ১১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৯২ সদস্যবিশিষ্ট হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে হানিফ মোহাম্মদ শাকের উল্লাহকে এবং সদস্যসচিব করা হয়েছে আবদুল আজিজ খানকে। ধোবাউড়া উপজেলা বিএনপিতে জি এম আজহারুল ইসলামকে আহ্বায়ক ও আনিসুর রহমানকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ঈশ্বরগঞ্জে লুৎফুল্লাহেল মাজেদকে আহ্বায়ক ও আমিরুল ইসলাম ভূঁইয়াকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির ১০২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌরসভা বিএনপির ৮৪ সদস্যবিশিষ্ট কমিটিতে সায়েদুল হককে আহ্বায়ক ও নূরে আলমকে সদস্যসচিব করা হয়েছে। নান্দাইল উপজেলায় ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ও মো.

এনামুল কাদিরকে সদস্যসচিব করে ১১২ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। ৮১ সদস্যবিশিষ্ট নান্দাইল পৌর বিএনপির কমিটিতে এ এফ এম আজিজুল ইসলামকে আহ্বায়ক ও মো. রফিকুজ্জামান ভূঁইয়াকে সদস্যসচিব করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌরসভায়, ৪ নভেম্বর ধোবাউড়ায়, ৫ নভেম্বর হালুয়াঘাট উপজেলা ও পৌরসভায় কর্মী সভা করে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপি। দফায় দফায় নান্দাইল উপজেলা ও পৌরসভায় কর্মিসভার তারিখ দিলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ২০১৪ সালে করা কমিটি ২০২৩ সালের ৪ জানুয়ারি বিলুপ্ত করে উত্তর জেলা বিএনপি। ওই ঘটনার প্রায় দুই বছর পর কমিটি ঘোষণা করায় উচ্ছ্বসিত নেতা-কর্মীরা। তবে দীর্ঘদিন কমিটি না থাকায় একাধিক পক্ষ তৈরি হওয়ায় কাঙ্ক্ষিত পদবঞ্চিত নেতাদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, আড়াই বছর আগে কমিটি গঠন উপলক্ষে উত্তর জেলার উপজেলাগুলোয় কর্মিসভা করলেও আন্দোলনের কারণে কমিটি দেওয়া সম্ভব হয়নি। দলের ঐক্য, নির্বাচনমুখী রাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে কমিটি গঠন জরুরি হয়ে পড়ে। এ জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাঁরা সাংগঠনিক প্রক্রিয়া শুরু করেছেন। দ্রুত উত্তর জেলার অন্যান্য ইউনিটের কমিটি ঘোষণা করা হবে। তিনি বলেন, দলকে ঐক্যবদ্ধ করতে সব পক্ষের লোকজন নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র ব এনপ প রসভ য় ব এনপ র র কম ট ই বছর গঠন ক উপজ ল

এছাড়াও পড়ুন:

ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী

দেশে গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হয়েছে। এর আগে ৫ এপ্রিল একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে রোগটিতে ১৬ জনের মৃত্যু হলো। শনিবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। তাদের মধ্যে ১০ জনই বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন এলাকার ছয়, ঢাকা বিভাগে চার ও চট্টগ্রাম বিভাগে দু’জন রয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ৪৬৬ জন বরিশালের, এর পর চট্টগ্রামে ৩৯৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৬২, উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৫৫, ঢাকা বিভাগে ৩৫৩, খুলনায় ১১৬, রাজশাহীতে ৬২, ময়মনসিংহে ৫১, রংপুর ও সিলেট বিভাগে ছয়জন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ডেঙ্গুতে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এর পর বরিশাল ও খুলনা বিভাগে দু’জন করে চারজন। চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৯ জন, আর ৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ভর্তি রোগীদের মধ্যে ১ হাজার ৩৬১ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৩ জন। 

২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

সম্পর্কিত নিবন্ধ

  • সালিশে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
  • সালিসে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
  • কয়েকশত লোক বাড়ি হামলা করে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা
  • ১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার
  • দুই হাত কেটে ফেলেও বাঁচানো গেল না সাদাফকে
  • পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না ময়মনসিংহ মিনি চিড়িয়াখানার অসুস্থ ভালুকটি
  • ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
  • অধস্তন আদালত তদারকি কমিটি পুনর্গঠন
  • ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
  • নিজের জন্য ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন