প্রায় দুই বছর পর ময়মনসিংহের সাত ইউনিটে বিএনপির নতুন কমিটি
Published: 14th, February 2025 GMT
ময়মনসিংহের চারটি উপজেলা ও তিনটি পৌরসভায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলার হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি, ধোবাউড়া উপজেলা বিএনপি, ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
প্রায় দুই বছর পর গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কমিটিগুলো প্রকাশ করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। কমিটি ঘোষণার পর তাৎক্ষণিকভাবে আনন্দমিছিল ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
হালুয়াঘাটে আসলাম মিয়াকে আহ্বায়ক ও আবুল হাসনাত বদরুল কবিরকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির ১১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৯২ সদস্যবিশিষ্ট হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে হানিফ মোহাম্মদ শাকের উল্লাহকে এবং সদস্যসচিব করা হয়েছে আবদুল আজিজ খানকে। ধোবাউড়া উপজেলা বিএনপিতে জি এম আজহারুল ইসলামকে আহ্বায়ক ও আনিসুর রহমানকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ঈশ্বরগঞ্জে লুৎফুল্লাহেল মাজেদকে আহ্বায়ক ও আমিরুল ইসলাম ভূঁইয়াকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির ১০২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌরসভা বিএনপির ৮৪ সদস্যবিশিষ্ট কমিটিতে সায়েদুল হককে আহ্বায়ক ও নূরে আলমকে সদস্যসচিব করা হয়েছে। নান্দাইল উপজেলায় ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ও মো.
দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌরসভায়, ৪ নভেম্বর ধোবাউড়ায়, ৫ নভেম্বর হালুয়াঘাট উপজেলা ও পৌরসভায় কর্মী সভা করে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপি। দফায় দফায় নান্দাইল উপজেলা ও পৌরসভায় কর্মিসভার তারিখ দিলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ২০১৪ সালে করা কমিটি ২০২৩ সালের ৪ জানুয়ারি বিলুপ্ত করে উত্তর জেলা বিএনপি। ওই ঘটনার প্রায় দুই বছর পর কমিটি ঘোষণা করায় উচ্ছ্বসিত নেতা-কর্মীরা। তবে দীর্ঘদিন কমিটি না থাকায় একাধিক পক্ষ তৈরি হওয়ায় কাঙ্ক্ষিত পদবঞ্চিত নেতাদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, আড়াই বছর আগে কমিটি গঠন উপলক্ষে উত্তর জেলার উপজেলাগুলোয় কর্মিসভা করলেও আন্দোলনের কারণে কমিটি দেওয়া সম্ভব হয়নি। দলের ঐক্য, নির্বাচনমুখী রাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে কমিটি গঠন জরুরি হয়ে পড়ে। এ জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাঁরা সাংগঠনিক প্রক্রিয়া শুরু করেছেন। দ্রুত উত্তর জেলার অন্যান্য ইউনিটের কমিটি ঘোষণা করা হবে। তিনি বলেন, দলকে ঐক্যবদ্ধ করতে সব পক্ষের লোকজন নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প র ব এনপ প রসভ য় ব এনপ র র কম ট ই বছর গঠন ক উপজ ল
এছাড়াও পড়ুন:
মহাসড়কে আগুনরাঙা পলাশের শোভা
সড়কের বিভাজকজুড়ে লাগানো গাছগুলোর পাতা ঝরছে। পাতাশূন্য গাছে ফুটে আছে আগুনরাঙা পলাশ। শীত চলে যাওয়ার পর বসন্ত যে এসেছে, জানান দিচ্ছে পলাশ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে যেতে যেতে চোখে পড়বে সড়ক বিভাজকে শোভা ছড়ানো পলাশ ফুল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়কের ৫০ কিলোমিটার অংশে এমন দৃশ্য চোখে পড়ে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন হওয়ার পর সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধনে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়