গানটি কলকাতার গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয়। প্রায় দেড় দশক ধরে গানটি শ্রোতাদের মধ্যে আবেদন ধরে রেখেছে। বসন্ত এলেই কানে আসে, ‘বসন্ত এসে গেছে।’

এ গান দিয়েই রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন কলকাতার গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। ২০১৪ সালে মুক্তি পাওয়া সৃজিত মুখোপাধ্যায়ের ‘চতুষ্কোণ’ সিনেমায় ‘বসন্ত এসে গেছে’ গানটি গেয়েছেন লগ্নজিতা। গানটি লিখেছেন অনুপম রায়, সুরও তাঁর।

গানটির আরেক সংস্করণে অনুপম রায়কেও শোনা গেছে, তবে অনুপমের গাওয়া গানটি সিনেমায় ছিল না। ফলে লগ্নজিতার কণ্ঠেই গানটি ছড়িয়ে পড়েছিল। এরপর আর ‘বসন্ত এসে গেছে’ লগ্নজিতার পিছু ছাড়েনি।

লগ্নজিতা চক্রবর্তী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তরুণীকে মারধর মামলায় কফি হাউজের দুই কর্মচারী রিমান্ডে 

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজ’-এ এক তরুণীকে মারধরের মামলায় দুই কর্মচারীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। 

রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন-আপন কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক মো. মহসিন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। 

শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ডের আদেশ দেন।

রামপুরা থানার (নারী-শিশু) আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর জাহিদুল ইসলাম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী ওই তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।

এ ঘটনায় গতকাল সোমবার তাদের আটক করে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইন ও ৩২৩ ধারায় মামলা দেয় রামপুরা থানা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, আপন কফি হাউজে গত ১১ এপ্রিল বিকাল ৫টা ২০ মিনিটে অজ্ঞাতনামা এক তরুণীর সাথে অসৌজন্যমূলক আচরণসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেয়।

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ