মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। আর তাই অনেকেই নিয়মিত চ্যাটবটটি ব্যবহার করেন। কিন্তু চ্যাটজিপিটির ‘অথেনটিকেশন’ প্রযুক্তিতে নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছেন এমিরকিং নামের এক রুশ হ্যাকার। এই নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে এরই মধ্যে চ্যাটজিপিটির দুই কোটি ব্যবহারকারীর লগইন তথ্য সংগ্রহ করার দাবিও করেছেন তিনি।

এমিরকিং নামে পরিচিত হ্যাকার রুশ ভাষায় এক বিবৃতিতে বলেন, ‘যখন বুঝলাম, ওপেনএআই হয়তো একসঙ্গে অনেক অ্যাকাউন্ট যাচাই করতে পারে, তখন নিশ্চিত হলাম আমার পাসওয়ার্ড গোপন থাকবে না। আমার হাতে ওপেনএআইয়ের দুই কোটির বেশি অ্যাকসেস কোড রয়েছে। আগ্রহী কেউ চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটি এক বিশাল সম্পদ।’

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটস এক প্রতিবেদনে জানিয়েছে, এত বিপুলসংখ্যক লগইন তথ্য ফিশিং আক্রমণের মাধ্যমে সংগ্রহ করা কঠিন। যদি হ্যাকারের দাবি সত্যি হয়, তবে তিনি ওপেনএআইয়ের সাবডোমেইনের নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে বা অ্যাডমিন অ্যাকসেস হাতিয়ে নিয়ে এই তথ্য সংগ্রহ করেছেন। যদিও এখন পর্যন্ত ওপেনএআই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ফাঁস হওয়া ওপেনএআইয়ের লগইন তথ্য সাইবার অপরাধীদের হাতে গেলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা রয়েছে। এর ফলে লক্ষ্যভিত্তিক ফিশিং আক্রমণ, আর্থিক প্রতারণা ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া ফাঁস হওয়া অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) অননুমোদিতভাবে ব্যবহার করা হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

জাপানে ৩ থেকে ৬ মাসের ইন্টার্নশিপ, দিনে মিলবে ২৪০০ ইয়েন, আবেদন করুন দ্রুত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপান। দেশটির ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ওআইএসটি) এ সুযোগ বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের জন্য। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ রিচার্স ইন্টার্নশিপে।

ওআইএসটি বছরে দুবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয়। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার যাচাই করে দেওয়া হয় এই ইন্টার্নশিপ। ২০২৫ সালের ইন্টার্নশিপের আবেদন চলছে। আবেদনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল, ২০২৫। ২০২৫ সালের ১ অক্টোবর শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

সুযোগ-সুবিধাসমূহ—

*রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্তদের প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন (১ হাজার ৮৫১ টাকা, ১ ইয়েন সমান শূণ্য দশমিক ৭৭ পয়সা ধরে) মিলবে;

*ফ্রি ভিসা সাপোর্ট;

*ওআইএসটির শাটল বাসের পাস;

*ইন্টার্নশিপের জন্য জাপানে যাতায়াত বিমান টিকিট;

*আবাসনসুবিধা ও

*ইনস্যুরেন্সের সুবিধাও মিলবে ইন্টার্নশিপে।

আবেদনের যোগ্যতাসমূহ—

*যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে;

*ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথি—

*স্টেটমেন্ট অব পারপাস লিখতে হবে। লিখতে হবে ৪০০ শব্দে;

*আবেদনকারীর ছবি

*শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে);

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

*রিকমেন্ডেশন লেটার।

আরও পড়ুনজার্মানিতে পড়তে যেতে চান, নজরে রাখুন এই ৮ বিষয়২০ নভেম্বর ২০২৪

আবেদনপ্রক্রিয়া—

আনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের ওআইএসটির ওয়েবসাইটের লিংক থেকে ইন্টার্নশিপ-সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে। ওয়েবসাইটে লগইন করার পরই ফরম পূরণ করে আবেদন করতে হবে।

*আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল, ২০২৫ সাল।

*লগইন করতে এখানে ক্লিক করুন

*ওয়েবসাইট লিংকের জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কি১২ এপ্রিল ২০২৪আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই ১৮-২৯ বয়সীদের সুযোগ২০ মে ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট আনতে যাচ্ছে ওপেনএআই
  • জাপানে ৩ থেকে ৬ মাসের ইন্টার্নশিপ, দিনে মিলবে ২৪০০ ইয়েন, আবেদন করুন দ্রুত