গত বছরের অক্টোবরে নির্বাচনের পর বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটি হলেও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়নি। ২০২৪ সালের ৯ নভেম্বর নির্বাচিত কমিটির প্রথম সভায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নিজের কাঁধে রাখলেও অন্য সদস্যদের নাম চূড়ান্ত করেননি সভাপতি তাবিথ আউয়াল। তিন মাসের বেশি সময় পর গতকাল ন্যাশনাল টিমস কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১১ সদস্যের কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। ডেপুটি চেয়ারম্যান করা হয়েছে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে। 

বাংলাদেশের ফুটবলের গুরুত্বপূর্ণ কমিটি হলো জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচ নিয়োগ, ফুটবলারদের সুযোগ-সুবিধাসহ আরও নানা বিষয় জড়িত থাকে। সাধারণত চেয়ারম্যানসহ ফেডারেশনের স্ট্যান্ডিং কমিটির সদস্য সংখ্যা হয় ৯ জন। এবার তা বাড়িয়ে করা হয়েছে ১১ জন। 

এই কমিটিতে অবশ্য সাবেক ফুটবলারদের সঙ্গে ক্লিন ইমেজের ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেছেন সভাপতি তাবিথ। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ফর্টিস গ্রুপের কর্ণধার মোহাম্মদ শাহাদাত হোসেন। যাকে ফেডারেশনের নির্বাচনে সহসভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সদস্য হিসেবে আছেন সাবেক ফুটবলার মো.

ইকবাল হোসেন, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ, সাঈদ হাছান কানন, আমের খান, সাখাওয়াত হোসেন ভূইয়া (শাহীন), মো. মনজুর আলম ও মুকিতুর রহমান। তবে মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে থাকায় অনেকেই বিস্মিত হয়েছেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল র কম ট র সদস য

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ চেম্বারের নতুন সভাপতি দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূইয়া বা দিপু ভূঁইয়া। এ ছাড়া সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি হয়েছেন যথাক্রমে মোরশেদ সারোয়ার ও মোহাম্মদ আবু জাফর।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নতুন এ নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষণা করেন। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০২৫-২৭) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থীকে পরিচালক নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচিত ব্যক্তিদের মধ্যে ছিলেন জেনারেল গ্রুপ থেকে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বা দিপু ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আবদুল্লাহ আল-মামুন।

এ ছাড়া অ্যাসোসিয়েট গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। আর ট্রেড গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন বিকাশ চন্দ্র সাহা।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ডেভিল হান্টে’ ধরা আরও ৫৩২ জন
  • নারায়ণগঞ্জ চেম্বারের নতুন সভাপতি দিপু ভূঁইয়া
  • ছেলের ফেসবুক লাইভের জেরে বিএনপি নেতার বাড়িতে দুই দফায় হামলা
  • খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হামলার সঙ্গে ছাত্রদল জড়িত নয়