স্বামী-স্ত্রীর মর্মস্পর্শী এক ভালোবাসার স্মারক ‘লাভ পয়েন্ট’
Published: 14th, February 2025 GMT
স্বামী ছিলেন সাঁতারু। জিতেছিলেন বিভিন্ন ইভেন্টে পদকও। কিন্তু, সাঁতার না জানা স্ত্রীকে বাঁচাতে হ্রদে ঝাঁপ দিয়ে স্ত্রীর সঙ্গে বরণ করছিলেন মৃত্যু। মৃত্যুর আগ পর্যন্ত জড়িয়ে ধরে রেখেছিলেন স্ত্রীকে। তিনদিন পর যখন তাদের মরদেহ ভেসে উঠে, তখন দেখা যায় স্বামী-স্ত্রী দুইজনই আলিঙ্গনরত।
মৃত্যুও যেন আলাদা করতে পারেনি তাদের। স্বামী-স্ত্রীর ভালোবাসার এই স্মৃতি ধরে রাখতে রাঙামাটিতে স্থাপন করা হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট। যেখানে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেন।
সেদিন কী ঘটেছিল?
২০১৪ সালের ১৯ মার্চের এক চৈত্রের দুপুর। যুক্তরাষ্ট্র প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী তার সদ্য বিবাহিতা স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ভ্রমণে বের হন।
নৌকা যখন হ্রদের ঠিক মধ্যখানে, সে সময় কালবৈশাখীর ঝড় উঠে। বাতাসের তীব্র বেগের কারণে তাদের নৌকাটি দুলতে শুরু করলে লিমা ভয়ে পানিতে ঝাঁপ দেন। স্ত্রীকে বাঁচাতে আলাউদ্দিনও হ্রদের পানিতে লাফিয়ে পড়েন। এভাবেই কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তারা।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ স্বামী-স্ত্রীকে উদ্ধারে হ্রদে অভিযান শুরু করে। দুদিন অনেক খোঁজাখুঁজির পরেও তাদের সন্ধান মেলেনি। ২২ মার্চ সকালে তাদের মরদেহ ভেসে উঠে। উদ্ধারকারী দল দুজনের মরদেহ হ্রদের তীরে নিয়ে আসলে এলাকাবাসী তাজ্জব হয়ে যায়। স্বামী-স্ত্রী দুজনই আলিঙ্গনরত।
প্রত্যক্ষদর্শী আরিফ আহমেদ নামে একজন বলেন, ‘‘সেদিন দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখে মনে হচ্ছিল, মৃত্যুও যেন তাদের আলাদা করতে পারেনি। মৃত্যুর সময় জড়িয়ে থাকার কারণে এবং দুদিন পানিতে থাকায় শক্ত হয়ে যাওয়ায় স্বামী-স্ত্রীর মরদেহ আলাদা করতে উদ্ধারকারীদের বেগ পেতে হয়েছিল। ভালোবাসার এমন বিরল দৃশ্য আপ্লুত করেছিল উপস্থিত সবাইকে।’’
আলাউদ্দিনের বড় ভাই সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, তার ভাই সাঁতারু ছিল। সাঁতারে তার পদক থাকার পরও স্ত্রীকে বাঁচাতে না পেরে নিজেও মৃত্যুকে আলিঙ্গন করেছেন।
দেশের প্রথম লাভ পয়েন্ট
আলাউদ্দিন-লিমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে জায়গায় তাদের মরদেহ দুটি উদ্ধার করে রাখা হয়, সেই স্থানে ২০১৮ সালে নির্মিত হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট।
শুধু এই দম্পতি নয়, সারা পৃথিবীর সব প্রেমিক-প্রেমিকার চিরন্তন ভালোবাসার প্রতি সহমর্মিতা জানিয়ে এই স্থাপনাটি নির্মিত হয়েছে। পর্যটকরা ঘুরতে এসে লাভ পয়েন্টের পাশে আলাউদ্দিন-লিমার শোকগাঁথার কাহিনী পড়ে আবেগে আপ্লুত হন।
রাজশাহী থেকে বেড়াতে আসা ডা.
ঢাকা থেকে ঘুরতে আসা মো. জালাল বলেন, ‘‘খুবই হৃদয়বিদারক ঘটনা। এদের ভালোবাসা থেকে বর্তমান প্রেমিক-প্রেমিকা কিংবা সংসার জীবনে স্বামী-স্ত্রীরও অনেক কিছু শেখার আছে।’’
লাভ লক
লাভ পয়েন্টের আরেকটি বিশেষত্ব হলো লাভ লক। নিজেদের ভালোবাসার অমরত্ব প্রার্থনা করে প্রেমিক-প্রেমিকরা বা দম্পতিরা এই লাভ পয়েন্টে তালা ঝুলিয়ে তার চাবি কাপ্তাই হ্রদে ফেলে দেন। লাভ পয়েন্টে গেলে চোখে পড়বে শত শত তালা ঝুলে আছে। প্যারিসের শিন নদীর উপরের লাভ লক ব্রিজের ধারণা থেকেই এখানে লাভ লক গড়ে তোলা হয়েছে।
উল্লেখ্য, পোল্যান্ডের ক্রোকো, আয়ারল্যান্ডের ডাবলিন, ইতালির ভ্যানিস, ইংল্যান্ডের লন্ডন, ফ্রান্সের প্যারিসসহ পৃথিবীর বিভিন্ন দেশে লাভ পয়েন্ট থাকলেও বাংলাদেশে নির্মিত এটিই দেশের প্রথম লাভ পয়েন্ট। তবে, পরবর্তীতে দেশের আরো অনেক স্থানেই লাভ পয়েন্ট নির্মিত হয়েছে।
ঢাকা/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ট্রাইব্যুনালের মামলায় সেই আনসার সদস্য কারাগারে
গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক আনসার সদস্য ওমর ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আজ শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০ মার্চ ওমর ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁকে আটকের পর প্রথমে তাঁকে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এবং তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ মে।
শুনানির সময় ওমর ফারুককে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
পরে সাংবাদিকদের এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে ওমর ফারুক কোনো উসকানি ছাড়া একটি গেটের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর গুলি ছোড়েন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সময় বাড়ল
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি মো. মধু মিয়া তালুকদারকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার সারমর্ম জমা দেওয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে সময় চেয়ে আবেদন করলে তা মঞ্জুর হয়। আগামী ১৮ জুন এই মামলার সারমর্ম জমার দেওয়ার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
শুনানিতে আজ প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নতুন। ফলে আগের সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তাই এই মামলার সারমর্ম জমা দেওয়ার জন্য সময় প্রয়োজন।
আরও পড়ুনভিডিও দেখে ছাত্র-জনতার আন্দোলনে ‘সরাসরি গুলি করা’ আনসার সদস্য গ্রেপ্তার২০ মার্চ ২০২৫