৪৪তম বিসিএসে মৌখিক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে করণীয়
Published: 14th, February 2025 GMT
বিসিএসে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর পেলে ভালো ক্যাডার পাওয়ার সম্ভাবনা থাকে। মৌখিক পরীক্ষার শুরুতেই প্রার্থীর নিজের পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। তাই নিজের নামের অর্থ, বংশের পদবি থাকলে সেটির অর্থ ও নিজের পূর্বপুরুষদের নাম জেনে নিতে হবে। আপনার নামের সঙ্গে মিল আছে, এমন বিখ্যাত ব্যক্তিদের নাম ও কীর্তি, নিজ গ্রাম, থানা ও জেলার সাধারণ তথ্য যেমন নামকরণের ইতিহাস, প্রাচীন জনপদে অবস্থান, আয়তন ও জনসংখ্যা সম্পর্কে জেনে নিতে হবে।
নিজ জেলা ও আশপাশের বিখ্যাত এলাকা বা পর্যটন স্থানের ইতিহাস ও বর্তমান অবস্থা, নিজের শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ তথ্য যেমন কত সালে স্থাপিত, স্থাপনার পেছনের ইতিহাস, বর্তমান প্রতিষ্ঠান প্রধান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে। নিজের পঠিত বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। আপনার পঠিত বিষয় দেশে কীভাবে ভূমিকা বা অবদান রাখছে, সেটির ইতিবাচক উত্তর প্রস্তুত রাখতে হবে।
বিশেষ কোনো বিষয়ে পড়েও যদি জেনারেল ক্যাডার পছন্দ তালিকায় রাখেন, তবে সেটির জন্য সুন্দর উত্তর আগে থেকে তৈরি রাখুন। যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে আপনি প্রশাসন বা পুলিশ ক্যাডার পছন্দক্রমের শীর্ষে রাখতেই পারেন। কিন্তু কেন রাখলেন, তা সুন্দরভাবে যেন ব্যাখ্যা করতে পারেন। নিজের পঠিত বিষয় কীভাবে চাকরিক্ষেত্রে কাজে লাগাবেন, সেটির উত্তরও তৈরি রাখুন।
আরও পড়ুনবিসিএসের গেজেট থেকে প্রার্থী বাদ না দেওয়ার আইন করছে পিএসসি১৩ ফেব্রুয়ারি ২০২৫ভাইভা বোর্ডে ‘গল্প, উপন্যাস ও কবিতা জানেন কি না’—প্রশ্নের উত্তরে ‘জানি’ উত্তর দিলে যে যে লেখার রেফারেন্স দেবেন, সেগুলো ভালোভাবে পড়ে যাবেন, যেন পরীক্ষক চরিত্রের বা পটভূমির বিস্তারিত জানতে চাইলে তা বলতে পারেন। সাম্প্রতিক পটভূমিতে জুলাই অভ্যুত্থানে আপনার এলাকার উল্লেখযোগ্য ঘটনা বা নিহতের সংখ্যা ইত্যাদি সম্পর্কে জেনে নিতে হবে।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ধাপভিত্তিক আন্দোলনে (১৯৪৭-১৯৭১) ছাত্রসমাজের ভূমিকা ও গুরুত্ব, বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ছাত্র আন্দোলন সম্পর্কে পড়তে হবে। এ ক্ষেত্রে খুব বেশি তথ্য জানতে না পারলেও উল্লেখযোগ্য দু–তিনটি ঘটনা জেনে যাবেন।
অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, কাজের পরিধি ও এ দুটির মধ্যে পার্থক্য দেখে যাবেন। জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা, বৈধতা (ডকট্রিন অব নেসেসিটি), চ্যালেঞ্জ ও সুযোগ ইত্যাদি বিষয় পড়বেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তারিখ, উল্লেখযোগ্য উপদেষ্টাদের নাম ও দপ্তর ও প্রধান উপদেষ্টার বিষয়ে বিস্তারিত তথ্য পড়বেন। গ্রামীণ ক্ষুদ্রঋণ, এনজিও, অর্থনীতির বিভিন্ন দিক, থ্রি জিরো ও সামাজিক ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
আরও পড়ুনবিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ১২ ফেব্রুয়ারি ২০২৫পরীক্ষার আগের রাতে সর্বশেষ ঘটনাগুলোয় চোখ বুলিয়ে যাবেন। অহেতুক দুশ্চিন্তা করবেন না। রাতে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন। দুশ্চিন্তা বা কম ঘুমানোর প্রভাব চেহারায় পড়বে এবং ভাইভা বোর্ডে ইতিবাচক কিছু আনবে না। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র একটি ফাইলে আগের রাতে গুছিয়ে রাখবেন। সম্ভব হলে আগে থেকেই ক্রম অনুযায়ী সাজিয়ে রাখবেন। পরীক্ষার দিন সকালে জাতীয় দৈনিক থেকে উল্লেখযোগ্য সংবাদগুলো দেখে নেবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র ব স এস সরক র
এছাড়াও পড়ুন:
বিসিএস পরীক্ষার্থীদের আজ ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি পরীক্ষার্থীদের। এ জন্য তারা গতকাল বুধবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।
এদিকে একই দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী তাদের ফেসবুক পেজে এ ঘোষণা দিয়ে কর্মসূচি সফল করতে সবাইকে আহ্বান জানিয়েছেন।
গতকাল তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন। এর আগে গত মঙ্গলবার রাতে তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের উদ্দেশ্যে আগারগাঁও পিএসসি ভবন থেকে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছান। সেখানে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। গতকাল তারা স্মারকলিপি দিতে পেরেছেন।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ ও অবস্থান করেন চাকরিপ্রার্থীরা। বিকেলের দিকে পিএসসির প্রতিনিধি দলের সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে সমাধান হয়নি। আন্দোলনকারীরা সমকালকে জানান, পিএসসি সিদ্ধান্তে অনড়।
কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত পরীক্ষার প্রশ্ন ছাপানো ও নিরাপত্তা সমস্যায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা যথাসময়ে নিতে হবে।
চাকরিপ্রার্থীদের দাবি, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করতে হবে। আগে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়া হোক।
গত ৮ এপ্রিল থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন এক দল চাকরিপ্রার্থী। তাদের দাবির মুখে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পিছিয়েছে পিএসসি। একই সঙ্গে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া কারও ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা পড়লে তা স্থগিত থাকবে বলে জানিয়েছে। তবে পিএসসির এ সিদ্ধান্ত মানতে নারাজ চাকরিপ্রার্থীরা।