সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলা তাঁতীলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক (৪৬) ও মাসুদ হোসেন (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাদঘাটা ও চুনাবিজ্র এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে তাঁতীলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

উপজেলার গাবুরায় গত ২৯ নভেম্বর সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের সড়ক থেকে মাসুদ হোসেনকে আটক করা হয়। পরে তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় এবং শুক্রবার সকালে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

মাসুদ হোসেন শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের বাসিন্দা আলহাজ মুজিবর রহমানের ছেলে। জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিছিল চলাকালে তিনি যুবলীগ ও ছাত্রলীগের হামলায় মারাত্মক আহত হয়েছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য মনগর উপজ ল

এছাড়াও পড়ুন:

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। 

গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি। 
 

সম্পর্কিত নিবন্ধ