ব্রুনেই দেবে ডিপ্লোমা–আন্ডারগ্র্যাজুয়েট–পোস্টগ্র্যাজুয়েটে বৃত্তি, আইইএলটিএসে ৬, টোয়েফলে ৫৫০–এ আবেদন
Published: 14th, February 2025 GMT
ব্রুনেই দারুসসালাম সরকার ডিপ্লোমা, আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি ও পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার্স) পর্যায়ের বৃত্তি দেবে। ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-ভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য আবেদন করতে হবে। এ বৃত্তিতে দেশটির পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ মিলবে। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আবেদনের শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।
বিশ্ববিদ্যালয়গুলো হলো—Universiti Brunei Darussalam (UBD);
Universiti Islam Sultan Sharif Ali (UNISSA);
Universiti Teknologi Brunei (UTB);
Kolej Universiti Perguruan Ugama Seri Begawan (KUPU SB);
Politeknik Brunei (PB).
১. বয়স: আন্ডারগ্র্যাজুয়েট ও ডিপ্লোমার জন্য আবেদনের সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে। পোস্টগ্র্যাজুয়েটের জন্য আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ হতে হবে। যে বছর কোর্স বা প্রোগ্রাম শুরু হবে, সেই বছরের ১ জুলাই এ বয়স হতে হবে।
২. ইংরেজি ভাষায় দক্ষতা
ইংরেজিতে দক্ষতার জন্য আইইএলটিএসে স্কোর প্রয়োজন ৬ অথবা টোয়েফলে স্কোর ৫৫০ থাকতে হবে।
ফাইল ছবিউৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, আইইএলটিএসে ৭ স্কোরে বৃত্তির আবেদন
বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৬-২৭ সেশনের আবেদন আহ্বান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ শিক্ষা কার্যক্রমে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা বিনা খরচে দেশটির স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পেয়ে থাকেন। এ শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য; সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান; বুদ্ধিবৃত্তিক সংগঠন ও এনজিওতে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্যপর্যায়ের কর্মকর্তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার লক্ষ্যে দেশটির সরকারের আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচি ফুলব্রাইট প্রোগ্রাম।
ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিস, বিজনেস, ইকোনমিকস, পাবলিক পলিসি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, আরবান প্ল্যানিং দ্য আর্টস, সাইকোলজি ও সিকিউরিটি স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জনে ফুলব্রাইট বৃত্তি দেওয়া হবে।
আরও পড়ুনতুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটির বৃত্তি, আইইএলটিএসে ৬.৫ হলে আবেদন ০৮ মার্চ ২০২৫কারা আবেদন করতে পারবেন—বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন;
আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি কিংবা বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি নন;
বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থেকে আগে স্নাতকোত্তর ডিগ্রি নেননি (তবে যাঁরা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, তাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন);
যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সেই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। ইন্টারনেটভিত্তিক (আইবিটি) টোফেলে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএস-এ ন্যূনতম ৭ (সাত) স্কোর থাকতে হবে
আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে।
আরও পড়ুনপাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ১৭ মার্চ ২০২৫ফুলব্রাইট নিয়ে আমেরিকায় পড়ার সুযোগ, টোফেলে ৯০ বা আইইএলটিএসে ৭ স্কোর থাকতে হবে