প্রিয় মানুষকে ভালোবাসার নির্ধারিত দিনক্ষণ না থাকলেও বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি পালিত হয়ে থাকে ‘ভালোবাসা দিবস’। দিনটিতে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন। এ উপলক্ষে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

রাইজিংবিডি: ভালোবাসা দিবস কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন?
সাবিলা নূর: দিনটিকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে ১৪ ফেব্রুয়ারি কোনো শুটিং নেই। ইচ্ছা আছে বরের সঙ্গে সময় কাটানোর।

রাইজিংবিডি: ভালোবাসা দিবস উদযাপনকে কীভাবে দেখেন?
সাবিলা নূর: ভালোবাসা উদযাপনের নির্ধারিত কোনো দিনক্ষণ নেই। এটি প্রতিদিনই উদযাপনের ব্যাপার। সুতরাং ১৪ ফেব্রুয়ারিকে যে বিশেষভাবে দেখি ঠিক তা না। তবে এদিন সাধারণত কাজ থাকে না। বলা যায়, বিরতির দিন। যার ফলে বর কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ তৈরি হয়।

রাইজিংবিডি: একটি সম্পর্কের ভিত্তি কী বলে মনে করেন?
সাবিলা নূর: সম্মান, বিশ্বাস এবং সেই সঙ্গে আস্থা ও বন্ধুত্বের জায়গা। আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে মনে হয়, বিশ্বাস একটি বড় ব্যাপার। সেই সঙ্গে সম্মানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিয়ে হওয়ার আগেও আমার বর আমার বন্ধু ছিল। বিয়ের পরও সেই বন্ধুত্ব, বোঝাপড়া এবং আস্থার জায়গাটা ঠিক রেখেছি।

রাইজিংবিডি: আপনারা সংসার জীবনের দায়িত্ব কীভাবে পালন করেন?
সাবিলা নূর: অন্য যারা সংসার করছেন, তারা যেভাবে করেন আমরাও একইভাবে করার চেষ্টা করি। কিন্তু ব্যস্ততার কারণে কিছু কিছু কমতি থেকে যায়। মূলত, সময়ের অভাবে অনেক জায়গায় অনেক কিছু মেইনটেইন করার সুযোগ পাই না। বর ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমার এক ধরনের বোঝাপড়া আছে। যার ফলে খুব সুন্দরভাবে মেইনটেইন করতে পারছি।

রাইজিংবিডি: আপনার প্রথম প্রেম নিয়ে জানতে চাই—  
সাবিলা নূর: আমার প্রথম প্রেম শাহরুখ খান। ছোটবেলার ক্রাশ বলতে শাহরুখ খানকেই বুঝি।   

রাইজিংবিডি: আপনার জীবনে একতরফা ভালোবাসার কোনো ঘটনা জানতে চাই।
সাবিলা নূর: নেই।

রাইজিংবিডি: ভালোবাসা দিবসে কী বার্তা দিতে চান—
সাবিলা নূর: ভালোবাসা উদযাপনের জন্য একটি দিন আছে, এটা ভালো! ভালোবাসা বা মানুষের প্রতি মানুষের দয়ার অনুশীলন প্রতিদিনই হোক। আমরা একে অপরকে ভালোবাসব, সহযোগিতা করব, মানুষের খারাপ সময়ে পাশে থাকব— এরকম একটি সমাজ দেখতে চাই।

রাইজিংবিডি: আপনার বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
সাবিলা নূর: সামনে ঈদুল ফিতর। তাই ঈদকে সামনে রেখে কাজের কিছু পরিকল্পনা করছি। আশা করছি, ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারব।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আপন র

এছাড়াও পড়ুন:

বন্দরে তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্দর উপজেলা ও থানার অসহায় ও সুবিধা বঞ্চিত এক হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

শনিবার ( ২৯ মার্চ) সকাল দশটায় বন্দর উপজেলার হাই সাহেবের মোড় ও এগারোটায় বন্দর থানার কবিলের মোড়ে পৃথক পৃথক ভাবে বন্দর থানা ও উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। 

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির সরদার, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ