Samakal:
2025-04-04@22:49:09 GMT

টঙ্গীতে ঝুটের গুদামে আগুন

Published: 14th, February 2025 GMT

টঙ্গীতে ঝুটের গুদামে আগুন

গাজীপুরে টঙ্গীর মিলগেট এলাকায় জুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ ঝুট মালামাল ও দোকান পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, মিলগেট এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী গুদামে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ৭টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আগুন নির্বাপণের কাজ চলছে। 

তিনি বলেন, ঘটনাস্থলে কিছু ঝুট গুদাম ছিল, রঙ এর গুদাম ছিল, কাঁচামাল ও মুদির মালসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মুসাকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএ প্রেসিডেন্ট

অভ্যুত্থানে গুলিবিদ্ধ বাসিত খান মুসাকে (৭) দেখতে গতকাল শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান নাদিয়া সুলতানা। তিনি বাংলাদেশ নৌবাহিনী পরিবারকল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট। হাসপাতালে পৌঁছে মুসার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকের সঙ্গে আলোচনা করে শিশুটির স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে জানেন নাদিয়া। তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন। শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন। সেই সঙ্গে দেশবাসীকে শিশুটির দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর মেরাদিয়া হাট এলাকায় বাসার নিচে দাদির সঙ্গে আইসক্রিম কিনতে যায় মুসা। দু’জন গুলিবিদ্ধ হয়। পরদিন দাদি মারা যান। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশে যায়। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২৬ আগস্ট সিএমএইচে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২২ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফেরে মুসা।

সম্পর্কিত নিবন্ধ