কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, প্রয়োজন আইইএলটিএস বা টোয়েফল, আবেদন করুন দ্রুত
Published: 14th, February 2025 GMT
কানাডায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী পড়তে যাচ্ছেন। ২০২২ সাল পর্যন্ত দেশটিতে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেছেন। অভিবাসনের নীতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য কানাডাকে বেছে নিচ্ছেন। দেশটির ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে।
কানাডার অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান। এটি দেশটির সরকারি গবেষণাপ্রতিষ্ঠানও। বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা ক্ষেত্রে গবেষণায় অবদানের জন্যও পরিচিত। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির একটি বৃত্তি ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঅক্সফোর্ডের উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আইইএলটিএসে ৭–এ আবেদন১৪ ডিসেম্বর ২০২৪সুযোগ–সুবিধাকানাডিয়ান সংস্কৃতি অন্বেষণ ও কানাডায় উচ্চশিক্ষা অর্জনের জন্য সুযোগ।
নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হবে।
আবেদনের যোগ্যতাআন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
স্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
ইংরেজিতে দক্ষ হতে হবে। ইংরেজিতে দক্ষতা পরীক্ষার স্কোর (আইইএলটিএস ও টোয়েফল) জমা দিতে হবে।
আরও পড়ুনআইইএলটিএস ছাড়া সুইডেনের যে ১০ বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে০১ ডিসেম্বর ২০২৪আবেদনের শেষ তারিখ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আরও পড়ুনকানাডায় বিনা মূল্যে লেখাপড়ার সুযোগ যে ৯ বৃত্তিতে১৭ মার্চ ২০২৪আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনকারীকে তাঁর ভর্তি–ইচ্ছুক একটি প্রোগ্রাম খুঁজে নিতে হবে। তারপরে ভর্তির প্রয়োজনীয় সব বিষয় জেনে আবেদন করতে হবে।
আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনযে ১০ বিদেশি ভাষা শিক্ষা উন্নত ক্যারিয়ার গঠনে এগিয়ে রাখবে আপনাকে১৬ এপ্রিল ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র জন য
এছাড়াও পড়ুন:
সেন্ট মার্টিন উপকূল থেকে ২১৪ রোহিঙ্গা বোঝাই ট্রলার জব্দ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে উপকূলে অভিযান চালিয়ে ২১৪ জন রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ মঙ্গলবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপ থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে সাগরে নৌবাহিনীর জাহাজ ‘দুর্জয়’ অভিযান চালিয়ে এফবি কুলসুমা নামের ট্রলারটি জব্দ করে।
বিকেলে ২১৪ রোহিঙ্গাসহ ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাছ ধরার ট্রলারে করে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় অবৈধভাবে পাঠানো হচ্ছিল। ট্রলারের ২১৪ যাত্রীর মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮টি শিশু রয়েছে। সবাই মিয়ানমারের রোহিঙ্গা। ৭ এপ্রিল দিবাগত রাত দুইটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর সৈকত দিয়ে ট্রলারটি যাত্রা শুরু করে। আটক ২১৪ জন রোহিঙ্গাকে ওই সৈকত দিয়ে ট্রলারে তোলা হয়। এরপর ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল লোক বোঝাই ট্রলারটি গভীর বঙ্গোপসাগর দিয়ে যাত্রার সময় নৌবাহিনীর জাহাজ দুর্জয়ের নজরে পড়ে। এ সময় ট্রলারটির গতি রোধ করে রোহিঙ্গাসহ ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারটিতে জীবন রক্ষার ন্যূনতম সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষাব্যবস্থা ছিল না, যার ফলে গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় দেখা দিত। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় ঠেকানো সম্ভব হয়েছে।