বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলাপ করেন তারা। 

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে দুবাইতে অবস্থানরত প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। 

আলোচনায় ড.

মুহাম্মদ ইউনূস ও ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাবের ওপর জোর দেন। বিশেষ করে এ সুবিধা বাংলাদেশের যুব সমাজ, নারীসহ প্রত্যন্ত  এলাকার মানুষের জীবনমানে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে বলে তারা মত দেন। 
কীভাবে উচ্চগতি ও কম খরচের ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নকে শক্তিশালী এবং লাখ লাখ ছোট ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশ্বজুড়ে প্রবেশাধিকার দিতে পারে এ নিয়ে আলোচনা করেছেন তারা। 

অধ্যাপক ইউনূস বলেন, স্টারলিংকের সংযোগ বাংলাদেশের অবকাঠামোয় যুক্ত হলে লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে। তিনি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি-চালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচনে মাস্কের সঙ্গে কাজ করার জন্য উৎসাহ প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণফোনের একটি সম্প্রসারণ। এটি গ্রামের নারী ও তরুণদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করার পথিকৃৎ হিসেবে কাজ করবে। এতে তারা বৈশ্বিক উদ্যোক্তা হয়ে উঠবে। 

ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেলের প্রশংসা করেন এবং দারিদ্র্য বিমোচনে এর বিশ্বব্যাপী প্রভাবের বিষয়টিও তুলে ধরেন। বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণফোন উভয়ের কাজের সঙ্গে পরিচিত বলেও জানান টেসলার প্রতিষ্ঠাতা। 

ইলন মাস্ক মনে করেন, স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। 

অধ্যাপক ইউনূস স্টারলিংক পরিষেবা চালুর সম্ভাব্য লক্ষ্যে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ইলন মাস্ক এ আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, আমি এর জন্য অপেক্ষা করছি। 

এই বৈঠক বাংলাদেশে উন্নত স্যাটেলাইট সংযোগ আনার দেশব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনকে উৎসাহিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার-বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজির প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং স্পেসএক্সের পক্ষে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস উপস্থিত ছিলেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ইলন ম স ক ইউন স

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সঙ্গে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেন (৪০)। মন্টু শেখের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায়। আর আরিফের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহদৎ হোসেন বলেন, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাস। বাসটি কাশিয়ানীর হিরণ্যকান্দি এলাকায় সাম্পান রেস্টুরেন্টে প্রবেশের সময় সোহান পরিবহনের একটি বাসকে প্রথমে পেছনে ধাক্কা দেয়। পরে সজোরে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চালক ও সুপারভাইজারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুব্রত সাহা বলেন, ঘটনাস্থল থেকে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে দুজন মৃত ছিলেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ