পাচার অর্থ অবরুদ্ধ করতে প্রয়োজন দ্রুত পদক্ষেপ
Published: 14th, February 2025 GMT
শেখ হাসিনা সরকারের সময় রাজনীতিক, আমলা ও প্রভাবশালী ব্যবসায়ীদের পাচার করা অর্থ জরুরিভিত্তিতে অবরুদ্ধ (ফ্রিজ) করতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধানী প্রতিবেদনে তা বলা হয়।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে গত বুধবার এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সুপারিশে বলা হয়, যেসব দেশে অর্থ পাচার হয়েছে সে দেশগুলোর উচিত অবৈধ এসব অর্থ দ্রুততার ভিত্তিতে অবরুদ্ধ করা। এর পর একটা স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া। মহাদুর্নীতি এবং ব্যাংক ঋণের অর্থ আত্মসাতের মাধ্যমে অর্জিত এসব অর্থ ফেরত এনে বাংলাদেশের ভুক্তভোগী জনগোষ্ঠীর প্রয়োজনে ব্যবহার করা উচিত। মানবাধিকারের স্বার্থে জনগণের অর্থের এ রকম ব্যবহার খুব প্রয়োজন।
প্রতিবেদনে অর্থনৈতিক সুশাসন অংশে আরও বলা হয়, অবৈধ উপায়ে অর্জিত অর্থ দেশের বাইরে পাচার করে দেওয়া হয়েছে। যে সব দেশে এসব অর্থ পাচার করা হয়েছে সে সব দেশের উচিত অবৈধ এসব অর্থ দ্রুততম সময়ের মধ্যে জব্দ ও অবরুদ্ধ করে যথাযথ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। কোথায় পাচারের কত টাকা রাখা হয়েছে তা দ্রুত খুঁজে বের করা দরকার। যথাযথ আইন মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় অর্থ দেশে আনতে বাংলাদেশের কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
প্রতিবেদনে দুর্নীতি প্রসঙ্গে বলা হয়, দুর্নীতিবিরোধী আইন যাতে কঠোর এবং সমভাবে প্রয়োগ হয় তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত রাজনীতিক, পদস্থ আমলা, বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রভাবশালী ব্যবসায়ীদের বিচারের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করা হয়। এ জন্য দুর্নীতি দমন কমিশন-দুদককে স্বাধীন এবং সক্ষম করার কথা বলা হয়। একই সঙ্গে দুদকের সদস্যের স্বাধীনতা এবং স্বাধীনভাবে কাজ করার মতো সব ধরনের প্রযুক্তি সুবিধা লোকবল থাকতে হবে। অর্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষেরও একই সুবিধা এবং স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয় প্রতিবেদনে।
এতে ভোক্তার অধিকার সংরক্ষণের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে বাজারব্যবস্থা নির্দিষ্ট কয়েকটি ব্যবসায়ী গ্রুপের হাতে সীমাবদ্ধ। অন্যায্যভাবে এদের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এদের আধিপত্যের কারণে পণ্যমূল্য নিয়ে ভোক্তাদের ভুগতে হয়। এ ধরনের ব্যবস্থা ভেঙে দিতে জরুরি আইনগত এবং নির্বাহী পদক্ষেপ প্রয়োজন।
শ্রমিক অধিকার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা এবং তাদের সংঘটিত হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরির নিশ্চয়তা বিধান করতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠায় এ বিষয়ক উদ্বেগগুলো দূর করতে বাংলাদেশের মানবাধিকার কমিশনের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। এ ব্যাপারে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন শ চ ত কর ব যবস থ অবর দ ধ
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়াকে খর্বশক্তির মানতে নারাজ স্মিথ
আজ (২২ ফেব্রুয়ারি, ২০২৫) লাহোরে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে লড়াই দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া। আইসিসির যেকোন বৈশ্বিক আসরেই অন্যতম ফেবারিট অজিরা। তবে কাগজে-কলমে স্মরনকালে সবচেয়ে দুর্বল স্কোয়াড নিয়েই এবারের আইসিসি বৈশ্বিক আসরে এসেছে অজিরা।
খর্বশক্তির অস্ট্রেলিয়া এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে চোটের কারণে পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স সহ নিয়মিত একাদশের ৫ ক্রিকেটারকে। তাছাড়া অলরাউন্ডার মিচেল মার্শ, পেসার জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্ক ছিটকে গিয়েছেন চোটের কারণে। অন্যদিকে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।
ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা স্টিভেন স্মিথ অবশ্য নিজেদের খর্ব শক্তির মানতে নারাজ। উল্টো স্মরণ করিয়ে দিলেন আইসিসির আসরে নিজেদের শক্ত মানসিকতার কথা। স্মিথ বলেন, “আমার মনে হয়, অস্ট্রেলিয়ার সেরাটা বের হয়ে আসে বড় টুর্নামেন্টের চাপে। যদিও বিগত ১০ বছর আমরা প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারিনি। যেমন, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমি বেশ রিল্যাক্সড আছি। আন্তর্জাতিক ক্রিকেটে ও বড় টুর্নামেন্টে সবসময়ই চাপ থাকে। অবশ্যই আমরা দারুণ কয়েকজন ফাস্ট বোলারকে পাচ্ছি না। তবে সেসব নিয়ে আমরা চিন্তিত নই।”
আরো পড়ুন:
অনভিজ্ঞ অজি বোলিংয়ের সামনে ক্ষুধার্ত ইংল্যান্ড
‘যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে আমরা পারিনি’
গত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম ২ ম্যাচ হেরে গিয়েছিল তারা। তবে ৩ ম্যাচের গ্রুপ পর্বের চ্যাম্পিয়নস ট্রফিতে সেই সুযোগ নেই। তাই ভিন্ন কৌশ্লের কথা জানালেন স্মিথ, “আমরা জানি যে, কখনও কখনও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে নিজেদের ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় লাগে আমাদের, গত কয়েকটি বিশ্বকাপে যেমন হয়েছে। তবে চ্যাম্পিয়নস ট্রফি সংক্ষিপ্ত টুর্নামেন্ট। মাত্র তিনটি লিগ ম্যাচ এখানে। একদম প্রথম থেকেই তাই সজাগ থাকতে হবে। দলের ভেতরে তাই আমাদের জন্য বার্তা হলো, আমরা শুরু করছি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে।”
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে দুই ম্যাচের সিরিজে খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। যেখানে হোয়াইটওয়াশ হয় স্মিথ বাহিনী। তবে এই খর্বশক্তির অজিদেরও সমীহ করছে ইংল্যান্ড। ইংলিশ কাপ্তান জস বাটলার। এই কিপার-ব্যাটারের ধারণা বদলি অজি ক্রিকেটারদের সামর্থ্য আছে ভালো কিছু করার। বাটলার বলেন, “তাদের (নিয়মিত পেসারদের বদলে যারা এসেছে) খুব ভালো সামর্থ্য আছে ওই ঘাটতি পূরণের।”
এই ম্যাচে যে দল জিতবে, তাদের সামনেই বেশি সুযোগ সেমি ফাইনালে ওঠার। কারণ অন্যদুই প্রতিপক্ষ যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। কন্ডিশন বিবেচনায় প্রোটিয়াদের হারানো বেশ কঠিনই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের জন্য। তাই দুদলই চাচ্ছে আজকের ম্যাচটা জিতে শেষ চারের দৌড়ে এগিয়ে থাকার।
ঢাকা/নাভিদ