ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি
Published: 14th, February 2025 GMT
দীর্ঘদিন ধরে সহিংসতা ও সাংবিধানিক সংকটে থাকা ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর বয়ানে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রায় ২১ মাস ধরে মণিপুরে সংঘর্ষ, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় অন্তত ২৫০ জন প্রাণ হারিয়েছেন। বারবার রাজ্যের পরিস্থিতি সামলাতে ব্যর্থতার মুখে ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। এর চার দিনের মাথায় মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি হলো।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১৫ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ রোববার ভোরে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সম্পর্কে বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভীষণ সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তাঁরা যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তাঁদের মধ্য ২ জন শিশু, ৯ জন নারী ও ৪ জন পুরুষ।
আবদুল মান্নান বলেন, আজ ভোরে সীমান্তে টহলের সময় ওই ১৫ জনকে দেখতে পান বিজিবি সদস্যরা। এ সময় তাঁদের আটক করে ক্যাম্পে আনা হয়। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাঁদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, পুশ-ইনের শিকার বাংলাদেশি নাগরিকেরা পুলিশের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।