Samakal:
2025-03-16@20:48:03 GMT

নালা নির্মাণকাজে নানা অনিয়ম

Published: 13th, February 2025 GMT

নালা নির্মাণকাজে নানা অনিয়ম

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নালা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দরপত্রে উল্লিখিত নিয়মে কাজ হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। 
মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গত কয়েক দিন ধরে হাসমত এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করে। সেই কাজে অনিয়ম ধরা পড়ে। এতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে নির্মাণকাজে কোনো অনিয়ম হচ্ছে না বলে দাবি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।
জানা যায়, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পানি নিষ্কাশনের জন্য ফুট ওভারব্রিজ থেকে শুরু করে শহীদ মজনু পার্ক পর্যন্ত নালা ও গুরুত্বপূর্ণ চারটি স্থানে আরসিসি ঢালাইয়ের জন্য দরপত্র আহ্বান করে। পরে হাসমত এন্ড ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ৬ কোটি ৬৮ লাখ টাকায় কার্যাদেশ পায়। ২০ দিন আগে তারা নির্মাণকাজ শুরু করে। নির্মাণকাজের শুরু থেকে এ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে অনিয়ম করে যাচ্ছে। 
স্থানীয়রা জানান, কার্যাদেশ মেনে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ করছে না। নালার মাটি সরিয়ে তারা বিক্রি করে দিয়েছে। নালার দু’পাশের দেয়াল ঢালাইয়ের পর ফাঁকা অংশে নালা থেকে তোলা মাটি ব্যবহার করে ভরাট করার কথা থাকলেও তা না করে পাশের খাল থেকে পলিথিন মিশ্রিত কাদা মাটি এনে ভরাট করা হচ্ছে। নালা নির্মাণকাজে ৬ ইঞ্চি স্লাব ও ঢালাই দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৫ ইঞ্চি। ১২ মিলিমিটার রডের স্থলে ব্যবহার হচ্ছে ১০ মিলিমিটার রড। নালার সলিংয়ে তিন ইঞ্চি সিসি ঢালাই না দিয়ে দেওয়া হয়েছে মাত্র এক ইঞ্চি। 
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ মেনে যেভাবে কাজ করার কথা, সেভাবে কাজ করছে না। ৭-৮টি গ্রামে পানি নিষ্কাশনের জন্য এ নালা ব্যবহার করা হবে। নিম্নমানের কাজ করা হলে অল্প সময়ের মধ্যে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ নির্মাণকাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঠিক নজরদারি থাকলে অনিয়ম হতো না।
হাবিবপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান রিটন বলেন, নালা ঢালাইয়ে কিউরিং না করেই আবর্জনা দিয়ে ঢালাইয়ের ফাঁকা স্থান ভরাট করা হচ্ছে। অনিয়ম বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বাড়ি মজলিস গ্রামের আশরাফুল আলম বলেন, নির্মাণকাজে অনিয়ম থাকলে নালাটি বেশিদিন স্থায়ী হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম রোধে প্রশাসনের নজরদারি দরকার বলে মন্তব্য তাঁর।
হাসমত এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী হাসমত আলী হাসু অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, কার্যাদেশ মেনে নালার নির্মাণকাজ করছেন। নির্মাণকাজে অনিয়ম হচ্ছে না। কার্যাদেশে ঢালাইয়ের ফাঁকা অংশে বালুর ব্যবহারের উল্লেখ নেই। 
সোনারগাঁর ইউএনও ফারজানা রহমানের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল রাজী নিলয় বলেন, ঠিকাদারি কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। কার্যাদেশ মেনেই কাজ করতে হবে। অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবহ র ক জ কর হ সমত

এছাড়াও পড়ুন:

ধর্ষণ বন্ধে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই : মামুনুর রশীদ

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মামুনুর রশীদ বলেছেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সম্প্রতি মাগুরার শিশু আছিয়া ধর্ষণের ঘটনা জাহিলিয়া যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। এসব জগন্য অপরাধ থেকে সমাজ তথা দেশকে মুক্ত করতে হলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই। 

রোববার (১৬ মার্চ) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় মারকাজুন নূর মাদ্রাসা মিলনায়তনে নাসিক ২ নং ওয়ার্ড খেলাফত মজলিস আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাওলানা মামুনুর রশীদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আলেফ উদ্দিন নামক র‌্যাব কর্মকর্তা এক বন্দির স্ত্রীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে তা যথাযথ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের পাশাপাশি অনেকই হত্যার শিকার হচ্ছে। আবার লোকলজ্জা ও বিচার না পেয়ে অনেকই আত্মহত্যা করছে।

সরকারের কাছে আমাদের দাবি আইনের মাধ্যমে দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিত করা। পাশাপাশি নারী শ্লীলতাহানি ও ইভটিজিং বন্ধে কার্যকর আইনি প্রদক্ষেপ গ্রহণ করা।  

নাসিক ২ নং ওয়ার্ড খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা হাশমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলমের সঞ্চালনায় এ মাহফিলে প্রধান আলোচক ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হুসাইন আহমেদ। বিষেশ বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ডা: আল-আমিন রাকিব, ঢাকা মহানগর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রিযওয়ান হুসাইন। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি দেলোয়ার আল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী, প্রচার সম্পাদক মুফতি ইমরান শফি, সিদ্ধিরগঞ্জ থানা খেলাফত মজলিসের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম আদনান,সম্পাদক মাওলানা উমর ফারুক, যুব মজলিস সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা আল আমিন মাহমুদ, ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোস্তফা কামাল, ইসলামী ছাত্র শিবিরের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রিফাত আহমেদ ও মাওলানা লোকমান হুসাইন, মাওলানা রিয়াজুল ইসলাম প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সড়কের পাশে গর্ত করে মাটি কাটার হিড়িক
  • ডিবি পরিচয়ে গাড়ি থামিয়ে কোটি টাকা লুটের অভিযোগ
  • নাহার চেস একাডেমির স্বাধীনতা দিবস দাবায় আনান চ্যাম্পিয়ন
  • ধর্ষণ বন্ধে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই : মামুনুর রশীদ
  • ১৮ মাসের প্রেম, গৌরীকে যেভাবে আড়ালে রেখেছিলেন আমির
  • পুতিন নাকি ট্রাম্প: কার হাতে ইউক্রেনে যুদ্ধবিরতির লাগাম
  • ইরানে নারীদের পোশাকবিধি মানতে বাড়ানো হচ্ছে ডিজিটাল নজরদারি
  • নারীদের পোশাকবিধি মানতে বাড়ানো হচ্ছে ডিজিটাল নজরদারি
  • নারীদের পোশাকে নজরদারি করতে মোবাইল অ্যাপ, সিসিটিভি, ড্রোন ব্যবহার করছে ইরান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বালুমহাল ইজারা পেলেন যুবলীগ নেতা