‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে নরসিংদীতে বিএনপি অফিসে ভাঙচুর
Published: 13th, February 2025 GMT
নরসিংদীর রায়পুরায় বিএনপির একটি কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় কার্যালয়টির দেয়ালে তারা লিখে যায়, ‘মরার জন্য অপেক্ষা কর।’
অজ্ঞাত হামলাকারী বিএনপির এই অফিসের আসবাবপত্র ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। তারপর দাউ দাউ করে জ্বলতে থাকে কার্যালয়টি।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরসুবুদ্দির বাজারে বিএনপি কার্যালয়ে এই ঘটনা ঘটে।
চরসুবুদ্দির ইউনিয়ন বিএনপির সভাপতি দানিছ মিয়া বলেন, একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। তারা ‘জয় বাংলা’, ‘মরার জন্য অপেক্ষা কর’সহ বিভিন্ন কথা দেয়ালে লিখে আগুন ধরিয়ে দিয়ে গেছে।
কার্যালয়টিতে আগুন দেখে স্থানীয়রা পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, বলেন দানিছ মিয়া।
তিনি আরো বলেন, “এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এই ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।”
রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, “বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিক তদন্তও করেছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বিদেশিদের আগ্রহ বেড়েছে: শাকিব
‘একটা সময় ছিল আমাদের দেশের সিনেমা নিয়ে শুধু দেশের মানুষই রিভিউ করতেন। এখন সেই জায়গা পরিবর্তন হয়েছে। বেশ কয়েক বছর হল দেখছি, বাংলাদেশের সিনেমা নিয়ে বিদেশিরা রিভিউ দিচ্ছে এবং সেটা দিনকে দিন বেড়েই চলছে। বিশেষ করে আমার সিনেমার টিজার-গান ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা ও ইউরোপসহ বিভিন্ন দেশের মানুষরা রিভিউ করছে। এটার অর্থ হল বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বিদেশিদের আগ্রহের জায়গা বেড়ে গেছে।’
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই সনদপ্রাপ্তি ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
এসময় উপস্থিত ছিলেন, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিব আহসান, অভিনেত্রী, বিদ্যা সিনহা মিম, শবনম ফারিয়া, কেয়া পায়েল অভিনেতা মামনুন ইমনসহ আরও অনেকে।
আসছে ঈদের সিনেমা নিয়ে শাকিব খান বলেন, ‘বরবাদের পোস্টার, টিজার ও গান সবার ভালো লেগেছে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দারুণ আগ্রহের জায়গা তৈরি হয়েছে। নিসন্দেহে এটা আমার জন্য ভালো লাগার বিষয়।’
এর আগে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কথা বলেন শাকিব খান। তার কথায়, ‘ইউরোপ-আমেরিকায় স্থাপিত গবেষণাগারে পণ্যের গুনগত মান উন্নয়নের জন্য পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন দেশে স্থাপিত কারখানার মাধ্যমে গুনগত মান ঠিক রেখে পণ্য উৎপাদন করে যাচ্ছে রিমার্ক।’
তিনি আরও বলেন, ‘রিমার্ক-হারল্যান বিশ্বাস করে পরিশুদ্ধতায়। আর তাই রিমার্ক হারল্যান কাজ করছে পণ্যের হালাল সার্টিফিকেশন নিয়ে। এখন ৮ টি পণ্যের জন্য মিলেছে হালাল সার্টিফিকেট। এই বছরের শেষ নাগাদ এই সংখ্যা নিশ্চিতভাবে যেন ১০০ অতিক্রম করে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আর এইভাবে একদিন বাংলাদেশের রিমার্ক বিলিয়ন ডলারের হালাল মার্কেটে নেতৃত্বস্থানীয় স্থানে পৌছাবে।’