১২ বিঘা জমিতে গড়ে ওঠা ফুলবাগানে ফুটে আছে জারবেরা, চন্দ্রমল্লিকা, গোলাপ, গাঁদাসহ হরেক জাতের ফুল। বিদেশি জারবেরার রঙবাহার চোখে পড়ার মতো। এই ফুল লাল, সাদা, হলুদ, গোলাপিসহ ৮টি রঙে রঙিন করে রেখেছে বন্ধু এগ্রো ফার্মের বাগানটি। বাগানটির অবস্থান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গায়। মঙ্গলবার বিশেষ নজরদারিতে ঘ্রাণহীন জারবেরার পরিচর্যা চলছিল। অপরূপা এই ফুলের কোনোটি ফুটন্ত, কোনটি অর্ধেক ফুটেছে, কোনোটি সবেমাত্র কুঁড়ি। পরিচর্যার উদ্দেশ্য ফেব্রুয়ারিজুড়ে চলা তিনটি বিশেষ দিন সামনে রেখে।
বন্ধু এগ্রো ফার্মটি সাত বন্ধুর উদ্যোগে গড়ে তোলা হয় ২০২১ সালে। বর্তমানে পরিচালক হিসেবে এর সার্বিক দেখভাল করেন বালিয়াডাঙ্গার বাসিন্দা শেখ রাসেল আহম্মেদ। ছাত্রাবস্থায় অন্য বন্ধুদের নিয়ে নতুন কিছুর পরিকল্পনা করেছিলেন। রাসেল আহম্মেদ জানালেন, ফেব্রুয়ারিতে পহেলা ফাল্গুন, ভ্যালেনটাইনস ডে ও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের ব্যাপক চাহিদা থাকে। এ সময় ফুলের কাটতিও প্রচুর। তাঁর বাগান থেকে সব মিলিয়ে চলতি বছর ৪০-৫০ লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন।
ফুল উৎপাদনে দেশজুড়ে খ্যাতি রয়েছে কালীগঞ্জের। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর পরই ফুলপ্রেমীদের কাছে নজর কেড়েছে এ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম। এখান থেকে সারাদেশে পাঠানো হয় হরেক রকমের ফুল। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, দেশে ফুলের চাহিদার অর্ধেকই এই দুই উপজেলার চাষিরা পূরণ করেন।
চলতি বছরে কালীগঞ্জের প্রায় ১০০ হেক্টর জমিতে চাষ হয়েছে ফুলের। এর মধ্যে বিদেশি জাতের লিলিয়াম, জারবেরা, চন্দ্রমল্লিকা, থাই গোলাপ, গ্লাডিওলাসের পাশাপাশি রয়েছে দেশীয় জাতের রজনীগন্ধা, গোলাপ, চন্দ্রমল্লিকা, ভুট্টাফুল, গাঁদাসহ বাহারি ফুল। তিনটি উল্লেখযোগ্য দিবস সামনে রেখে উপজেলার ফুলবাগানগুলোতে এখন রাজ্যের কর্মব্যস্ততা। চাষিরা এই সময়ের মধ্যে আনুমানিক ৬ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন।
বালিয়াডাঙ্গার মডার্ন এগ্রো ফার্মের আওতায় ২৯ বিঘা জমি। প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমানের ভাষ্য, তিনি গাঁদা, গোলাপ, রজনীগন্ধাসহ অন্যান্য ফুলের চাষ করেন। এবার ১০ লাখ টাকার ফুল বিক্রি হতে পারে।
উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ডুমুরতলা গ্রামের চাষি মিজানুর রহমান চাষ করেন গাঁদা ফুলের। ওই এলাকার অনেকেই এই ফুল চাষে জড়িত। মিজানুর বললেন, দড়িতে ফুল গেঁথে ঝোপা তৈরি করা হয়। একটি ঝোপায় ৬৫০-৭০০টি গাঁদা ফুল থাকে। প্রতি ঝোপা গাঁদা বিক্রি করে এবার সর্বোচ্চ ৭০০ টাকা পর্যন্ত পাচ্ছেন। দর কম থাকলে তাদের লোকসানও গুনতে হয়।
জেলার প্রথম ফুল চাষের দাবিদার ত্রিলোচনপুর গ্রামের টিপু সুলতান। এ চাষে জড়িয়ে আছেন প্রায় ৩০ বছর। ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ২৩ বিঘা জমিতে তাঁর বাগান। এর মধ্যে দুই বিঘা জমিতেই গোলাপ চাষ করেন। এ ছাড়া ৬ বিঘা জমিতে জারবেরা, দুই বিঘাতে গ্লাডিওলাস, তিন বিঘা জমিতে ভুট্টা ফুল, দুই বিঘায় চন্দ্রমল্লিকা ফুলের আবাদ রয়েছে। এ ছাড়া বোতাম ফুল, জিপসি ফুলেরও চাষ করেন তিনি। চলতি মৌসুমে ৫০ লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন টিপু সুলতান। ঢাকায় তাঁর ফুলের ব্যবসা দেখাশোনা করেন ছোট ভাই।
ঢাকার শেরেবাংলা নগর ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতি লিমিটেডের সহসভাপতি পদে আছেন টিপু সুলতান। তিনিই সর্বপ্রথম এদেশে গ্লাডিওলাস ফুলের চাষ শুরু করেন বলে জানান। তাঁর ভাষ্য, গ্লাডিওলাসের পর জারবেরার চাষও শুরু করেন। সর্বশেষ ২০১৭ সালে দেশে আনেন নেদারল্যান্ডসের লিলিয়াম ফুল। সেখান থেকে ২৯ লাখ টাকায় ৬০ হাজার পিস লিলিয়াম ফুলের বীজ কেনেন। জাহাজ ভাড়াসহ এই ফুলের জন্য তাঁর মোট খরচ হয় প্রায় ৪৬ লাখ টাকা। প্রথম বছরে এই ফুল খুব একটা বিক্রি করতে পারেননি। তবে পরের বছর থেকে পুরোদমে লিলিয়াম ফুল বিক্রি হতে থাকে।
টিপু সুলতানের বাগান দেখাশোনায় স্থায়ী কর্মী আছেন সাতজন। এর বাইরেও দিনে ১৫-২০ জন দৈনিক পারিশ্রমিকে কাজ করেন। স্থায়ী কর্মীদের মাসে ১০-১৫ হাজার টাকা বেতন দেন। অন্যদের দিনে ২০০ টাকা হাজিরা দেন। পরিচর্যা, সেচ, সার, ওষুধ, পরিবহনসহ প্রতিবছর তাঁর বাগানের জন্য খরচ হয় ২৪-২৫ লাখ টাকা। ৫০ লাখ টাকার ফুল বিক্রি করলে এসব খরচ বাদ দিয়েও ২৫-৩০ লাখ টাকা মুনাফা হয় তাঁর।
ব্যবসায়ী টিপু সুলতানের ভাষ্য, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ফুলের ব্যবসা ভালো হয়। এ সময় ফুলের দামও মেলে ভালো। কয়েক দিনের মধ্যে ভ্যালেনটাইনস ডে, পহেলা ফাল্গুন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পড়ে ফেব্রুয়ারিতে। এই সময়ের মধ্যে তিনি একাই ১০-১৫ লাখ টাকার ফুল বিক্রি করতে পারেন। চলতি বছর কালীগঞ্জ থেকে এই তিনটি দিবস সামনে রেখে ৬-৭ কোটি টাকার ফুল বিক্রি হতে পারে।
এদিকে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গার পাশের লাউতলা বাজারে গড়ে উঠেছে ফুল বিক্রির বাজার। মঙ্গলবার সরেজমিন বালিয়াডাঙ্গা বাজার ও কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে দেখা যায়, দুপুর থেকেই শত শত কৃষক ক্ষেতে উৎপাদিত ফুল নিয়ে আসছেন ভ্যান, স্কুটার ও ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহনে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আশপাশ ছেয়ে যায় বাহারি ফুলে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির ভাষ্য, পুরো জেলার মধ্যে কালীগঞ্জেই ফুলের চাষ সবচেয়ে বেশি। চলতি বছর উপজেলার প্রায় ১০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের চাষ হয়েছে। এতে সম্পৃক্ত ৭-৮শ চাষি। কৃষি বিভাগ থেকে তাদের সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: চ ষ কর ন উপজ ল র এই ফ ল ব যবস
এছাড়াও পড়ুন:
চুন–সুরকির শতবর্ষী মসজিদ গরমের সময় ঠান্ডা আর শীতে উষ্ণ থাকে
কক্সবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলাকার সড়কে দাঁড়িয়ে পূর্ব দিকে তাকালে নজরে পড়ে শতবর্ষী দৃষ্টিনন্দন মসজিদ। এলাকায় মসজিদটি গায়েবি মসজিদ নামে পরিচিত। সম্পূর্ণ চুন-সুরকির এই মসজিদটি গরমের সময় ঠান্ডা আর শীতের সময় গরম থাকে।
সোনালি গম্বুজ ও সাদার মাঝে গোলাপি নকশায় অপরূপ এই মসজিদ দেখতে দূর থেকেও দর্শনার্থী আসেন। আয়তনে ছোট হলেও এর স্থাপত্যশৈলী ও গঠন দৃষ্টিনন্দন। মসজিদের উত্তর পাশে রয়েছে বিশাল এক দিঘি। মসজিদটির উত্তর-দক্ষিণে লম্বা ৩৪ ফুট, পূর্ব-পশ্চিমে ২৬ ফুট। চারটি পিলার বা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে মসজিদটি। মসজিদের দরজা একটি। এর উচ্চতা পাঁচ ফুট। দুটি জানালার উচ্চতা সাড়ে চার ফুট, প্রস্থ তিন ফুট। মসজিদের দেয়াল পাঁচ ফুট চওড়া। প্রাচীন মসজিদটি সম্পূর্ণ চুন-সুরকি দিয়ে তৈরি। মসজিদের বিশালাকৃতির একটি গম্বুজ তৈরি হয়েছে লোহাবিহীন চুন-সুরকি দিয়ে।
মসজিদটির নির্মাণ কাল নিয়ে নানা মতভেদ রয়েছে। এর মুঘল ধাঁচের নির্মাণ শৈলী দেখে অনেকের ধারণা এটি সুবেদার শাহ সুজার সময়কালে (১৬১৬ -১৬৬১) তৈরি হয়েছিল। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, প্রকৃত অর্থে গায়েবি মসজিদটি কে তৈরি করেছিলেন, তার সঠিক তথ্য-প্রমাণ কিংবা ইতিহাস কারও জানা নেই। তবে এটির বয়স ৪০০ বছর হতে পারে।
৫ নম্বর ওয়ার্ড এলাকার কিছু মানুষ মনে করেন, মুঘল শৈলীর হলেও সাচী চৌধুরী নামে এলাকার একজন দানশীল মানুষ ১৮৬১ খিষ্টাব্দের দিকে এই মসজিদ তৈরি করেছেন। এ কারণে মসজিদের নামকরণ হয়েছে সাচী চৌধুরী মসজিদ নামে। সাচী চৌধুরীর আদি নিবাস ছিল চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।
জানা যায়, ১৮৫৪ খ্রিষ্টাব্দে কক্সবাজার মহকুমায় উন্নীত হওয়ার পরেই সাচী চৌধুরী আনোয়ারা থেকে কক্সবাজারে এসে বসবাস শুরু করেন। তাঁর নামে গ্রামের নামকরণ হয়েছে চৌধুরী পাড়া। কয়েক বছর আগে মসজিদের সংস্কারকাজ করা হয়েছে। নামাজ পড়ার পরিসর বাড়ানো হয়েছে।
জানা যায়, ১৯৬০ ও ১৯৯১ সালের দুটি বড় ঘূর্ণিঝড় ক্ষতি করতে পারেনি মসজিদটির। অথচ, ওই দুই ঝড়ে আশপাশের সবকিছু বিধ্বস্ত হয়েছিল। এ কারণে লোকমুখে মসজিদটি নাম হয়েছে গায়েবি মসজিদ।
মসজিদের দীর্ঘ কয়েক বছর ইমামতি করেন স্থানীয় মাওলানা আবুল হোছাইন। তাঁর ছেলে নুরুল হুদা (৫৫) বলেন, তাঁর বাবার মুখ থেকে মসজিদ নিয়ে অনেক জনশ্রুতি শুনেছেন তাঁরা। গভীর রাত পর্যন্ত মসজিদে মুসল্লিরা আসেন। ইবাদত করেন। এর থেকে অনেকে বিশ্বাস করেন, এখানে জিনেরা নামাজ পড়ে।
কক্সবাজারের ইতিহাস-ঐতিহ্যের জড়িত এই মসজিদের সংরক্ষণ জরুরি বলে উল্লেখ করেন মসজিদের খতিব মাওলানা আমান উল্লাহ। তিনি বলেন, ১৯৬০ ও ৯১ প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে বিশাল এলাকা লন্ডভন্ড হলেও গায়েবি মসজিদ অক্ষত অবস্থায় ছিল। এ সময় মসজিদের আশপাশের লোকজনের শত শত পাকা ঘরবাড়ি অবকাঠামো বিধ্বস্ত হয়েছিল। মসজিদটি রক্ষা পাওয়ায় লোকজনের কাছে মসজিদটি গায়েবি মসজিদ নামে পরিচিতি পায়। গায়েবি অর্থ অলৌকিক শক্তি। এ মসজিদের আরেকটি বৈশিষ্ট্য হলো, প্রচণ্ড গরমেও ভেতরে পরিবেশ থাকে ঠান্ডা-শীতাতপ। আবার শীতকালে গরম অনুভূত হয়।