সীমান্তজুড়ে বিএসএফের বাড়তি নজরদারি, আতঙ্ক
Published: 13th, February 2025 GMT
কুড়িগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নিয়ম লঙ্ঘন করে বসানো সিসিটিভি ক্যামেরা সরালেও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাড়িয়েছে নজরদারি। ঘন ঘন টহলের পাশাপাশি বিএসএফ জওয়ানের সংখ্যাও দেখা গেছে বেশি। এতে সীমান্তঘেঁষা জমিতে কাজ করতে যেতে আতঙ্ক বোধ করছেন বাংলাদেশের কৃষকরা।
এর আগে ৯ ফেব্রুয়ারি রাত ২টার দিকে জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর ৯-এস সাব পিলারের কাছের একটি গাছে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। এটি একটি পুরোনো মসজিদের দিকে ঘোরানো ছিল। ব্রিটিশ আমল থেকেই যেখানে ভারত-বাংলাদেশের বাসিন্দারা একসঙ্গে নামাজ আদায় করেন।
এ নিয়ে উত্তেজনা ছড়ালে গত মঙ্গলবার পতাকা বৈঠক করে বিএসএফ-বিজিবি। আলোচনার পর বিএসএফ রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি সরায়। তবে পরদিন সকাল থেকেই কুড়িগ্রামের সঙ্গে ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ নজরদারি শুরু করে বিএসএফ। অবশ্য নদীপথের ৪০ কিলোমিটারে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থায় দেখা যায়।
বুধবার সরেজমিন জেলার সীমান্ত এলাকায় দেখা যায়, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী অংশে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে বাড়তি বিএসএফ সদস্য। নদীপথে নৌকায় চলছে টহল। ভূরুঙ্গামারীর সোনাহাট ও রৌমারীর তুরা স্থলবন্দরেও চলছে বিশেষ তল্লাশি। ফুলবাড়ীর শিমুলবাড়ি এলাকায় কৃষকদের পড়তে হয় নানা প্রশ্নের মুখে। এ ছাড়া নাগেশ্বরীর নারায়ণপুর চরে কাঁটাতারের বেড়া না থাকায় স্থানীয়রা আছেন আতঙ্কে।
ভূরুঙ্গামারীতে ঝাকুয়াটারি নামে যে মসজিদ এলাকায় ক্যামেরা বসানো নিয়ে ঘটনার শুরু, সেখানে মুসল্লিদের চলাফেরায় নজরদারি ও কড়াকড়ি আরোপ করছে বিএসএফ। মসজিদের মুয়াজ্জিন আলমগীর হোসেন বলেন, লোকজন আতঙ্কিত। ক্যামেরা সরালেও বিএসএফ পাহারা দিচ্ছে।
স্থানীয় খোকন আলী বলেন, ‘ক্যামেরা সরানোর পর হামরা খুশি হইছি। কিন্তু সকাল থাকি যেভাবে জওয়ানরা পায়চারি করতেছে মনে হচ্ছে, তারা ঝগড়া করার জন্য রেডি হয়া আছে।’ কুড়িগ্রামে ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, জেলাজুড়ে ৩৭টি বিওপি ক্যাম্পে টহল জোরদার করেছে বিজিবি।
উৎস: Samakal
কীওয়ার্ড: নজরদ র ব এসএফ আতঙ ক
এছাড়াও পড়ুন:
সীমান্তের ইছামতি নদীতে ভাসছে যুবকের লাশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে। সীমান্তের হুদাপাড়া গ্রামের ইছামতি নদীর ভারতীয় অংশে শুক্রবার (১১ এপ্রিল) বিকেল পর্যন্ত লাশটি ভাসতে দেখার কথা জানান স্থানীয়রা।
লাশটি নদীর যে অংশে রয়েছে সেটি ভারতের নদীয়া জেলার ধানতলা থানার হাবাসপুর এলাকা।
এলাকাবাসী জানান, আজ দুপুরের পর হুদাপাড়া গ্রামের এক কৃষক নদীর পাড়ের মাঠে যান। এসময় তিনি নদীতে লাশ ভাসতে দেখেন। পরে বিজিবি ঘটনাস্থলে এসে লাশের বিষয়টি নিশ্চিত হয়। লাশ নদীতে ভাসতে থাকায় তার নাম বা পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে ৩ জনের বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ১
রাজশাহীতে নিখোঁজ স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
এলাকাবাসীর ধারণা, ওই যুবক বাংলাদেশি নাগরিক হতে পারেন। তার বাড়ি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসিপাড়ায় হতে পারে। তারা মনে করছেন, তিনদিন আগে বাঘাডাঙার ওয়াসিমসহ আরো তিনজন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এসময় বিএসএফ তাদের ধাওয়া করে। বিএসএফের হাতে আটক হন ওয়াসিম আলী।
এ বিষয়ে জানতে খালিশপুর ৫৮ বিজিবি’র পরিচালক রফিকুল ইসলামের মোবাইলে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “ইছামতী নদীর ভারতীয় অংশে একটি লাশ পড়ে আছে শুনেছি। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। নিয়মানুযায়ী এ ধরণের ঘটনায় বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করে ব্যবস্থা নিয়ে থাকে। কাজেই বিজিবি কোনো কিছু না জানানো পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করে বলতে পারব না। বিজিবির কাছ থেকে চূড়ান্ত তথ্য পাওয়ার পরে আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ