মার্কিন সরকারের নতুন শুল্কনীতিতে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কানাডা, মেক্সিকো এবং চীন ট্রাম্প প্রশাসনের নতুন নীতির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইতোমধ্যে। মেক্সিকো ও কানাডার জন্য ২৫ শতাংশ এবং চীনের পণ্যের জন্য ১০ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ২০১৮ সালেও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ করেছেন তিনি। চীনা পণ্যে ২৫ শতাংশ কর বসিয়েছিলেন। সেবারও চীন পাল্টা ২৫ শতাংশ করা বসিয়েছে আমেরিকান পণ্যে। সমানে সমান। এবার শুধু চীন নয়। দুই প্রতিবেশী ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকেও এ তালিকায় আনছেন ট্রাম্প। ফলে বিশ্বের পরাশক্তির সঙ্গে সম্পর্ক কোন দিকে যাবে তা কঠিন সমীকরণের বিষয়। 


মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেনবাউম ও চীনের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থার হুমকি দিলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতোমধ্যে ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে দিয়েছেন। তাৎক্ষণিকভাবে ৩০ বিলিয়ন ডলারের ওপর শুল্ক কার্যকর হলেও বাকি ১২৫ বিলিয়ন ডলারের মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে ২১ দিনের মধ্যে।
বিশ্বের অনেক বড় ক্রেতা আটলান্টিক পারের দেশটি। আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ অনেক। ২০২১ সালে দেশটির আমদানি ও রপ্তানির ব্যবধান ছিল আট লাখ ৮৪ হাজার ৭০ মিলিয়ন ডলার। ২০২২ সালে ৯ লাখ ৪৪ হাজার ৭৬২ ডলার। ২০২৩ সালে ৭ লাখ ৮৪ হাজার ৮৯০ ডলার। ২০২৩ সালে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেছে ৩ দশমিক শূন্য ৭ ট্রিলিয়ন ডলারের পণ্য ও সেবা; যার বিপরীতে তারা আমদানি করেছে তিন দশমিক ৮৫ ট্রিলিয়ন ডলারের। সেবা ও সার্ভিসে আমেরিকা এগিয়ে থাকলেও পণ্যের (গুডস) জন্য নির্ভরশীল থাকতে হয় অন্যান্য দেশের ওপর। আমদানি পণ্যের ৪০ শতাংশের যোগান দেয় চীন, কানাডা ও মেক্সিকো। এই সময়ে চীন, ব্রাজিল, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও ব্রিকসের অন্যান্য দেশে প্রায় ২৯৫ বিলিয়ন ডলারের পণ্য জোগান দেয়। এসব দেশ থেকে আমদানি করা হয় প্রায় ৬৫০ বিলিয়ন ডলারের পণ্য। ২০২৩ সালের চীনের রপ্তানি তথ্যের হিসাবে আমেরিকা তাদের তৃতীয় শীর্ষ রপ্তানি বাজার। তবুও পরস্পরের মধ্যে চলছে পাল্টাপাল্টি শুল্ক আরোপ যুদ্ধ!


অল্প কিছুদিন আগে পুরো বিশ্ব একটি মহামারি মোকাবিলা করেছে। করোনা মহামারির ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্বের অনেক দেশ। ভেঙে পড়া অর্থনীতির মেরুদণ্ড সোজা করতে শুরু করার দেশগুলোর জন্য ব্যাপক ভোগান্তি অপেক্ষা করছে এই নতুন বাণিজ্য যুদ্ধের দামামায়। তার ওপর মধ্যপ্রাচ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষত বহন করতে হচ্ছে পুরো বিশ্বকে। চলমান এবং নিকট অতীতের দগদগে ক্ষতগুলোর মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হলে ফসল উৎপাদনকারী দেশগুলো নিজেদের চাহিদার বাইরে আর উৎপাদন করবে না। বাণিজ্য বিপণন সংকোচনের কারণে উৎপাদনকারী দেশগুলো যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ভোক্তা দেশগুলোর গ্রাহকদের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যাবে। শুল্কবৃদ্ধি করে উৎপাদিত পণ্যের বাজার সংকুচিত করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকেও সংকটের মুখোমুখি দাঁড় করাচ্ছে কিনা তাও ভাবনার বিষয়। 
ভোক্তা, ব্যবসায়ী এবং উৎপাদনকারী তিন পক্ষের ব্যাপক ক্ষতির শুধু আশঙ্কা নয়, নিশ্চয়তাই হচ্ছে বৈশ্বিক বাণিজ্যিক যুদ্ধ।


সর্বশেষ বাণিজ্য যুদ্ধ ধরা হয় ২০১৮ সালে চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ২৫ শতাংশ শুল্ক আরোপকে। চীনা পণ্যের ওপর ৩ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। জবাবে চীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৪৫টি পণ্যের ওপর একই হারে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে; যার আর্থিক পরিমাণ প্রায় ৩ হাজার ৪০০ কোটি ডলার ছিল। তখনকার বাণিজ্য যুদ্ধে পশ্চিমা বিশ্বে জিন্স, মোবাইল ফোন, ছাতা, খেলনা, নিত্যপ্রয়োজনীয় ও গৃহস্থালি সামগ্রী এমনকি যৌন সামগ্রীর দামও বেড়ে যায় হুহু করে। প্রভাব পড়ে বিশ্বের অপরাপর দেশগুলোর ওপরও। এবারের মার্কিন শুল্কের চাপ যেহেতু শুধু চীন নয় মেক্সিকো এবং কানাডার ওপরও দেওয়া হয়েছে তাই শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত এবং ভিয়েতনামের জন্য বাণিজ্যে প্রবৃদ্ধির সম্ভাবনার দরজা খুলতে পারে। এ দেশগুলোর বিপণন ঝুড়িতে যেসব সামগ্রী রয়েছে তার বেশির ভাগই যুক্তরাষ্ট্র আমদানি করত চীন থেকে। কারণ যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী এরা জোগান নিশ্চিত করতে পারে না। 

বর্তমান সময়ে বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্তমান বিশ্বের অর্থনৈতিক দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্টের নতুন নীতিতে যুক্ত হয়েছে মেক্সিকো, কানাডা আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। পুরোনো বাণিজ্যিক বৈরিতার পাশাপাশি চীনের সঙ্গে দ্বন্দ্বকে নতুন মেয়াদে দায়িত্ব নিয়েই আরও এক ধাপ উস্কে দিলেন ট্রাম্প। পুরো বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি সারা দুনিয়ার জন্য কতটা বিপর্যয় ডেকে আনবে তা কেবল সময় বলতে পারে। 


প্রথম বিশ্বযুদ্ধকে বিশ্বায়নের ধস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে বিশ্বায়নের পুনরুত্থান দাবি করা হয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বনেতাদের আন্তরিক এবং সম্মিলিত প্রচেষ্টার ফলে বিশ্ব বাণিজ্যের বাধাগুলো পুরোপুরি দূর করা না গেলেও চেষ্টা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের বাধাগুলো কমে আসতে শুরু করে। 
১৯৮৬-১৯৯৪ সালে উরুগুয়ে সম্মেলনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও; যার মূল লক্ষ্য ছিল বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে সবার জন্য সমান ক্ষেত্র প্রস্তুত করা। বিশ্ব বাণিজ্য সংস্থা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে বিশ্ব বাণিজ্যের প্রসার; মুক্ত বাণিজ্যের প্রসার; বাণিজ্যের অশুল্ক বাধাগুলো দূর করা; বাণিজ্য বাধা দূর করা; এবং বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করা–এ পাঁচটি বিষয়কে উল্লেখ করলেও মার্কিন প্রশাসনের এই নতুন শুল্ক নীতিতে কী করতে পারবে তা দেখার অপক্ষা করতে হবে। খুব বেশি কিছু করতে পারবে এমনটা আশা করাটাও বোকামি হতে পারে। তবুও আশা করতে দোষ নেই। প্রত্যাশা মানুষকে নিয়ে, মানুষের জন্য চলমান থাকুক মানবিক অর্থনীতির চাকা।


মো: আবু সাঈদ: ফ্রিল্যান্স সাংবাদিক

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ শ ল ক আর প আম র ক র জন য দ র কর আমদ ন উৎপ দ

এছাড়াও পড়ুন:

রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার, বাড়ছে দুর্নীতি

দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশে সক্রিয় দুর্নীতি দমন কমিশন (দুদক), জনপ্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগীয় প্রতিষ্ঠান। কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিলে এসব প্রতিষ্ঠান ব্যবহারে বিস্তার ঘটছে দুর্নীতির। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে ১৫ বছর বড় বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং অর্থ পাচারের চাক্ষুষ প্রমাণ সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে।

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪’ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ প্রতিবেদন তুলে ধরেন। আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

২০২১ সালের নভেম্বর থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ওপরের দিকেই রয়েছে বাংলাদেশ। ২০২৩ সালের ১০ম থেকে ২০২৪ সালে অবস্থান ১৪তম। চার ধাপ এগোলেও টিআইর ভাষ্য, বাংলাদেশে দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। ব্যাখ্যায় বলা হয়, দুর্নীতির সূচক স্কেলে ১০০ স্কোরের মধ্যে ২০২৩ সালে বাংলাদেশ পেয়েছিল ২৪, এবার তা ২৩। বাংলাদেশের স্কোর কমলেও অন্য দেশ বেশি খারাপ করায় তালিকায় চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। স্কোর কমায় দুর্নীতির ধারণা সূচকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৫১তম, যা ২০২৩ সালে ছিল ১৪৯। এবার বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৫১তম কঙ্গো ও ইরান।

সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে যেসব সংস্থা করা হয়েছে, তাদের নিষ্ক্রিয়তার কারণে অর্থ পাচার ও দুর্নীতির বিস্তার ঘটেছে।’ সরকারি প্রকল্পের কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত কর্তৃত্ববাদী সরকার (আওয়ামী লীগ) মুখে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকলেও বাস্তবে প্রশ্রয় এবং লালন করেছে। এমনকি দুর্নীতি সংঘটনে সহায়তা ও অংশ নিয়েছে। দুর্নীতিবাজদের রাষ্ট্রীয়ভাবে তোষণ, আইনের সঠিক প্রয়োগ না করা ও সার্বিক কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশের অবস্থানের ক্রমাবনতি হয়েছে।’

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘দুর্নীতিবিরোধী বাগাড়ম্বর ছাড়া এ নিয়ে পতিত আওয়ামী সরকারের কোনো বিকার বা চিন্তা দেখা যায়নি। এমনকি দুর্নীতি দমনে দায়িত্বপ্রাপ্ত দুদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও প্রকৃত ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে।’ 

এক প্র‌শ্নের জবাবে তিনি ব‌লেন, ‘অন্তর্বর্তী সরকা‌রের সম‌য়ও দখলদারি-চাঁদাবাজি বহাল র‌য়ে‌ছে; শুধু লোক বদল হ‌য়ে‌ছে। তবে দুদক বড় বড় দুর্নী‌তিবাজ‌কে নি‌য়ে কাজ শুরু ক‌রে‌ছে। দেখা যাক তারা কতটুকু সফল হ‌য়। সফল হলে পরের তালিকায় ফল পাওয়া যাবে।’

সিপিআই অনুযায়ী, দুর্নীতির ধারণার মাত্রাকে শূন্য থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়। এ পদ্ধতি অনুসারে স্কেলের শূন্য স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০কে ব্যাপকতা সর্বনিম্ন ধারণা করা হয়। ২০২৪ সালে সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে। বিপরীতে সবচেয়ে বেশি দুর্নীতির মাত্রা ছিল দক্ষিণ সুদানে।
১০০ স্কোরের মধ্যে বৈশ্বিক গড় স্কোর ৪৩। অর্থাৎ, বৈশ্বিক গড় স্কোরের চেয়েও বাংলাদেশের স্কোর ২০ কম, যে কার‌ণে অত্যন্ত গুরুতর দুর্নীতি সমস্যাযুক্ত ১০১ দে‌শের ম‌ধ্যে বাংলা‌দেশ একটি। শুধু তাই নয়, গত ১৩ বছরের মধ্যে এবার সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে দুর্নীতির তালিকায় বাংলাদেশের পরে আছে শুধুই আফগানিস্তান। দুর্দশাগ্রস্ত ভঙ্গুর অর্থনীতির পাকিস্তানও ওপরে রয়েছে বাংলাদেশের।

প্রতিবেদনে বলা হয়, তালিকার শীর্ষে থাকা দক্ষিণ সুদানের স্কোর মাত্র ৮। তালিকায় তাদের পরে যথাক্রমে– সোমালিয়া (৯) ও ভেনেজুয়েলা (১০)। বিপরীতে সবচেয়ে কম দুর্নীতির ডেনমার্কের স্কোর ৯০। এ সারিতে ৮৮ নম্বর নিয়ে ফিনল্যান্ড দ্বিতীয়, ৮৪ নিয়ে সিঙ্গাপুর তৃতীয়, ৮৩ নিয়ে নিউজিল্যান্ড চতুর্থ ও ৮১ স্কোর নিয়ে যৌথভাবে লুক্সেমবার্গ, নরওয়ে ও সুইজারল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। ১৮তম অবস্থানে তাদের স্কোর ৭২। ২০২৩ সালের চেয়ে ভুটানে দুর্নীতি কমেছে। ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশেই গত বছর দুর্নীতি বেড়েছে।

দুদক শক্তিশালী করার সুপারিশ
দুর্নীতি কমাতে টিআইর পক্ষ থেকে কিছু সুপারিশ করা হয়েছে। এগুলোর মধ্যে প্রথমে দুদককে শক্তিশালী করার কথা বলা হয়েছে। এ জন্য দুর্নীতি দমন সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে সংস্থাটি পুনর্গঠন করতে হবে। চাক্ষুষ প্রমাণ রয়েছে– এমন শীর্ষ দুর্নীতিবাজ ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে বিচারের আওতায় আনতে হবে। দুদক, জনপ্রশাসন, আইন ও বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদার সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে। সরকারি কেনাকাটা, ব্যাংক, ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ-জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা, ভূমি ও অবকাঠামো খাতকে রাজনৈতিক এবং ব্যক্তিস্বার্থ থেকে মুক্ত রাখতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি ও চর্চায় জনবান্ধব পরিবর্তন আনার সুপারিশ করেছে টিআই।

তবু তারা কম দুর্নীতিগ্রস্ত
বাংলাদ‌েশে থে‌কে পাচার অর্থ যেসব দে‌শে যায়, তাদের অবস্থানও কম দুর্নীতির তা‌লিকায় র‌য়ে‌ছে। সিঙ্গাপুর ৮৪ প‌য়েন্ট নি‌য়ে ভালোর দিকে তৃতীয়, সুইজারল্যান্ড ৮১ স্কোরে পঞ্চম, অস্ট্রেলিয়া ১০ম, কানাডা ১৫তম, হংকং ১৭তম, যুক্তরাজ্য ২০তম, সংযুক্ত আরব আমিরাত ২৩তম, যুক্তরাষ্ট্র ২৮তম, মালয়েশিয়া ৫৭তম ও ভারত ৯৬তম। এ বিষয়ে ইফতেখারুজ্জমান বলেন, ‘দেশগুলোর প্রাতিষ্ঠানিক দুর্নীতি কম হলেও আইনের কিছু সুযোগ নিয়ে বাংলাদেশের দুর্নীতিবাজরা পাচার অর্থ বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করে।’
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘জীবনে ফেলে আসা রাতগুলোর মধ্যে ওইটায় জঘন্যতম রাত’
  • ‘জীবনে ফেলা আসা রাতগুলোর মধ্যে ওইটায় জঘন্যতম রাত’
  • ছাত্রলীগের নির্যাতনের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুলপরী লিখেছেন, ‘কর্মফল নিশ্চয়ই হয়েছে’
  • শবে বরাত উপলক্ষে গরুর মাংসের বাজারে ভিড়, কত দামে মিলছে বাজারে
  • দুর্নীতির ধারণা সূচক: লাগামছাড়া দুর্নীতি, সামলানো সম্ভব?
  • জন এফ কেনেডি হত্যাকাণ্ডের হাজারো নথির সন্ধান পাওয়ার দাবি এফবিআইয়ের
  • নারী ক্রিকেটেও ফিক্সিং কলঙ্ক
  • রবির পর্ষদ সভা আগামী সোমবার
  • রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার, বাড়ছে দুর্নীতি