চলছে একুশে গ্রন্থমেলা ২০২৫। মেলায় প্রকাশিত নতুন বই নিয়ে আয়োজনের দ্বিতীয় পর্ব...
প্রবন্ধ
তোমার কথা হেথা কেহ তো বলে না– মফিদুল হক, বিদ্যাপ্রকাশ।। সক্রাতেসের তিন বাগড়া– দেসদিমোনা খান ও সলিমুল্লাহ খান, মিজান পাবলিশার্স।। ঐতিহ্য ও সংস্কৃতি: অনুসন্ধানী প্রতিবেদন– তরুণ সরকার, বেঙ্গল বুকস।। ব্রাহ্মসমাজে ইসলাম: সাহিত্যের সক্রিয়তাবাদ ও অন্যান্য– মোজাফ্ফর হোসেন, বিদ্যাপ্রকাশ।। সহজ কথায় অর্থনীতি– বিরূপাক্ষ পাল, আলোঘর প্রকাশনা।। নোবেল বিজয়ী ড.
কথাসাহিত্য
আবুল হাসানের স্মৃতি– আবিদ আজাদ, ঐতিহ্য প্রকাশন।। শ্রেষ্ঠ গল্প– মোহিত কামাল, বিদ্যাপ্রকাশ।। ডিয়ার ট্রিনিটি– নির্ঝর নৈঃশব্দ, চন্দ্রবিন্দু প্রকাশন।। মানুষরতন– মুম রহমান, বেঙ্গল বুকস।। বখতিয়ারের বানরগুলি– নাসরীন জাহান, বিদ্যাপ্রকাশ।। পুরানা আমলের এই ভেদের কোনো মীমাংসা আসে নাই– আকিমুন রহমান, বেঙ্গল বুকস।। খালাস– আনি আর্নো, অনুবাদ: মুম রহমান, ঐতিহ্য প্রকাশনী।। নির্বাচিত ২০টি গল্প– হামিরউদ্দিন মিদ্যা, বেঙ্গল বুকস।। নয়পৌরে– সুহান রিজওয়ান, চন্দ্রবিন্দু প্রকাশন।। তোড়ায় তেরোটি– সালেহা চৌধুরী, বেঙ্গল বুকস।। ঘোড়াগুলো ঘুমাবে– সুমন মজুমদার, বিদ্যাপ্রকাশ।। দূর পৃথিবীর গন্ধে– মাসউদ আহমাদ, বেঙ্গল বুকস।। রূপকুমার ও হরবোলাসুন্দরীর অসমাপ্ত পালা– প্রশান্ত মৃধা, বেঙ্গল বুকস।। নির্বাসিত দৃশ্যের অরণ্য– স্বরলিপি, বেঙ্গল বুকস।। আঠার বছর পর একদিন– মনি হায়দার, বেঙ্গল বুকস।। উপন্যাসসমগ্র ১– হোসেনউদ্দীন হোসেন, বিদ্যাপ্রকাশ।। নিঃশব্দ জ্যোৎস্না ভেতর– মঈন আহমেদ, বিদ্যাপ্রকাশ।। এক হাজার ছয়শ আঠার নম্বর শহর– দীপেন ভট্টাচার্য, বিদ্যাপ্রকাশ।। ধ্রুব সত্য ধ্রুব মিথ্যা– ধ্রুব এষ, বিদ্যাপ্রকাশ।। প্রাক্তন– রুমানা বৈশাখী, বিদ্যাপ্রকাশ।। কনফেশন: স্বীকারোক্তি– লিও তলস্তয়, ইমরান খান, বেঙ্গল বুকস।
কবিতা
পিপাসার বালুচরে– আল মাহমুদ, মিজান পাবলিশার্স।। হরিণ ঠেকানোর তিন– মিনহাজুল হক, বিদ্যাপ্রকাশ।। পণ্যপুঁজি কিছু নেই– হাসান হাফিজ, মিজান পাবলিশার্স।। জাতীয় পাখি বন্দি শিকে— সিদ্দিকী বাপ্পী, ঐতিহ্য।। তোমার সঙ্গে যাব বলে হয়েছিলাম দলছুট– ফজলুল পলাশ, সংযোগ।। শব্দের নৈবেদ্য– এ এন এম নূরুল হক, ঐতিহ্য।। কবিতা সংকলন: ছাড়পত্র (১ম পর্ব)– জাকের আদিত্য, ওর্দি পাবলিকেশন্স।। ওপরে ওঠার সিঁড়ি– মাহবুব কবির, বাতিঘর। v
উৎস: Samakal
কীওয়ার্ড: বইম ল ম জ ন প বল শ র স
এছাড়াও পড়ুন:
ইজিবাইক সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০, টেটাবিদ্ধ ৩
হবিগঞ্জে ইজিবাইক সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে টেটাবিদ্ধ ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার টঙ্গিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামের আফজল আলীর সঙ্গে রামনগর গ্রামের আইয়ুব আলীর ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) গাড়ির সাইড দেওয়া নিয়ে শনিবার ঝগড়া হয়। তাৎক্ষণিক স্থানীয়রা সালিশে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার উদ্যোগ নেন।
রবিবার রাতে সালিশের আগেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত বাকিরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
ঢাকা/মামুন/টিপু