রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছে—বললেন দি মারিয়া
Published: 13th, February 2025 GMT
আনহেল দি মারিয়া হলেন সেই সব সৌভাগ্যবান ফুটবলারের একজন, যাঁরা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দুজনের সঙ্গেই খেলেছেন। তবে আর্জেন্টাইন হিসেবে এবং দীর্ঘ সময় একসঙ্গে খেলার সুবাদে মেসির প্রতিই দি মারিয়ার দুর্বলতা বেশি থাকার কথা। সেটা আছেও। আর তাই তো মেসিকে সেরা আখ্যা দিয়ে এই আর্জেন্টাইন বলেছেন, রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছেন।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা দি মারিয়ার মুখে ‘সংখ্যা’কে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা শুনে কারও কারও শুরুতে উল্টোটা মনে হতে পারে। কারণ, রোনালদোই গোলের সূত্রে সংখ্যার বিষয়টি প্রায়ই সামনে এনে থাকেন। ৯২৫ গোল করা এই পর্তুগিজ তারকা এখন ১ হাজার গোলকে পাখির চোখ করেছেন।
আর্জেন্টিনার সাবেক ফুটবলার আনহেল দি মারিয়া.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট
এছাড়াও পড়ুন:
স্ত্রীসহ হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তাঁর স্ত্রী আফরোজা হকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। এদিকে দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।
মো. আক্তার হোসেন বলেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর চারটি ব্যাংক হিসাবে ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। আরেক মামলায় হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। হাসানুল হক ইনুর উপার্জিত অর্থ দিয়ে তাঁর স্ত্রী সম্পদশালী হয়েছেন।
গত বছরের ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন নিতেন শেখ সেলিম
এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার কাজ পছন্দের ঠিকাদারদের পাইয়ে দিয়ে সেখান থেকে ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক।
গত বছরের ২০ আগস্ট ফজলুল করিম সেলিম (শেখ সেলিম) ও তাঁর পরিবারের ৯১টি ব্যাংক হিসাব ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।