Samakal:
2025-03-16@08:44:16 GMT

২০২৪ সালে রেকর্ড সাংবাদিক নিহত

Published: 13th, February 2025 GMT

২০২৪ সালে রেকর্ড সাংবাদিক নিহত

বিশ্বজুড়ে গত বছর রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। 

বুধবার প্রকাশিত সিপিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব নিহতের ঘটনার প্রায় ৭০ শতাংশের পেছনে এককভাবে দায়ী ইসরায়েল। ২০২৪ সালে বিশ্বের ১৮টি দেশে অন্তত ১২৪ সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৩ সালে সংখ্যাটি ছিল ১০২ জন। আর ২০২২ সালে ৬৯ জন।

তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিক আর সংবাদমাধ্যমের ওপর আঘাতের তথ্য সংরক্ষণ করছে সিপিজে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, তাদের হিসাব রাখার পর থেকে এর আগে এক বছরে এত বেশিসংখ্যক সাংবাদিক নিহতের ঘটনা ঘটেনি। আলজাজিরা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে লিন্ডে বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড গত ২০২৪ অর্থবছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ দেবে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ–সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ৪ সেপ্টেম্বর লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪ হাজার ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে, যে লভ্যাংশ ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। চূড়ান্ত লভ্যাংশ নিয়ে কোম্পানিটি মোট ৪ হাজার ৫০০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে।

ডিএসইতে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, সর্বশেষ বছরে কোম্পানিটি এক্সট্রা অর্ডিনারি আয়সহ শেয়ারপ্রতি আয় করেছে ৪২১ টাকা ৯৪ পয়সা। এ সময়ে মূল ব্যবসা থেকে শেয়ারপ্রতি আয় হয়েছে ২৪ টাকা ৯২ পয়সা, যা আগের বছর ১৫ টাকা ২ পয়সা ছিল।

২০২৪ সালে শেয়ারপ্রতি আয় বা মুনাফা বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, এই সময় কোম্পানিটি শেয়ার বিক্রি করে মুনাফা করেছে। বিশেষ আয় ব্যতীত সাধারণ আয় বৃদ্ধির কারণ সম্পর্কে বলা হয়েছে, গত বছর এই সময় কোম্পানির শেয়ার বিক্রি বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হওয়া।

৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৯ টাকা ৩৪ পয়সা, আগামী ২৯ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।

গত এক বছরে লিন্ডে বিডির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৮০০ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৮৭১ টাকা ২০ পয়সা। এর আগে ২০২৩ সালে কোম্পানিটি ১ হাজার ৫৪০ শতাংশ, ২০২২ সালে ৪২০ শতাংশ, ২০২১ সালে ৫৫০ শতাংশ ও ২০২০ সালে ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ইবির ‘ডি’ ইউনিটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১১ মে
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড শুরু
  • লিন্ডের ৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
  • ৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে লিন্ডে বিডি
  • প্রাইম ব্যাংকের ১৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • দালালের জালে তরুণরা, স্বপ্ন দেখিয়ে সর্বনাশ
  • নোবিপ্রবিতে ২ ছাত্রদল নেতার জন্য মাস্টার্স চালু
  • মোবাইলে ইন্টারনেট গ্রাহক কমেছে ১.৩২ কোটি 
  • ২৩ কোটি রুপির চাপ টের পাচ্ছেন কলকাতা অলরাউন্ডার
  • ঢাকার বাতাস আজ ছুটির দিনেও অস্বাস্থ্যকর