যৌন নিপীড়নের ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে স্থায়ীভাবে বরখাস্ত
Published: 13th, February 2025 GMT
ফাইল ছবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসনপ্রতি লড়বেন ৪২ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদের) ভর্তি পরীক্ষা শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ডি ইউনিটের ৫৯০ আসনের বিপরীতে মোট ২৪ হাজার ৯৫৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। ফলে একটি আসনের বিপরীতে লড়বেন ৪২ জন।
দুটি আলাদা পালায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পালায় পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টায়। দ্বিতীয় পালায় পরীক্ষা হবে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটায়।
ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। এর মধ্যে বহুনির্বাচনী অংশ থাকবে ২৪ নম্বর, লিখিত পরীক্ষা হবে ৪৮ নম্বরের। আর এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১২ নম্বর এবং এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১৬ নম্বর রাখা হয়েছে।
ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদের) অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা আয়োজনে আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এর আগে আরও একটি ইউনিটের পরীক্ষা হয়েছে আমাদের কেন্দ্রে। আগামীকাল দুই শিফটের মাধ্যমে পরীক্ষা শেষ হবে। পরীক্ষায় লিখিত অংশে ৪৮ নম্বর, বহুনির্বাচনী প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ থাকবে। তবে বহুনির্বাচনী প্রশ্নে কোনো নেগেটিভ নম্বর থাকবে না।’
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সানজিদা ফারহানা বলেন, ‘ভর্তি পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করছি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবেন। এ ছাড়া অভিভাবকদের বসার জন্য বাহাদুর শাহ পার্কে ৫০০ আসনের ব্যবস্থা রাখা হয়েছে এবং ওয়াসার ৪টি সুপেয় পানির ট্যাংক স্থাপন করা হয়েছে।’
১৫ ফেব্রুয়ারি (কলা অনুষদ) বি ইউনিটের, ২২ ফেব্রুয়ারি (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের) এ ইউনিট এবং ২৮ ফেব্রুয়ারি (ব্যবসায় শিক্ষা অনুষদ) সি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ৩১ জানুয়ারি ই ইউনিট (চারুকলা অনুষদ) দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। চার বছর পর এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।