চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি লিটন দাসের। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে জাতীয় দলের এই অভিজ্ঞ ওপেনারকে রাখা হয়নি মূল দলে। তবে দলের বাইরে থেকেও বাংলাদেশের প্রতি তার সমর্থন অটুট।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিটন জাতীয় দলকে শুভকামনা জানিয়ে লেখেন, 'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর এই অসাধারণ দলকে শুভকামনা। আমার বিশ্বাস, আকর্ষণীয় এই টুর্নামেন্টে দল নিজেদের সেরাটা দিয়ে খেলবে। টাইগাররা কীভাবে খেলে, সেটি পুরো বিশ্বকে দেখিয়ে দাও!'

স্কোয়াডে না থাকা নিয়ে তিনি আরও লেখেন, 'আমি দলে নেই, কিন্তু বিষয়টি আমাকে দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করব। তোমরা ভিন্ন ভূমিকায় তোমাদের এই ১৬তম সদস্যকে পাবে!'

এদিকে, আজ মধ্যরাতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্ব শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে লাহোরে খেলবে টাইগাররা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন দ স

এছাড়াও পড়ুন:

শান্তদের প্রতি ‘১৬তম সদস্য’ লিটনের বিশেষ বার্তা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি লিটন দাসের। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে জাতীয় দলের এই অভিজ্ঞ ওপেনারকে রাখা হয়নি মূল দলে। তবে দলের বাইরে থেকেও বাংলাদেশের প্রতি তার সমর্থন অটুট।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিটন জাতীয় দলকে শুভকামনা জানিয়ে লেখেন, 'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর এই অসাধারণ দলকে শুভকামনা। আমার বিশ্বাস, আকর্ষণীয় এই টুর্নামেন্টে দল নিজেদের সেরাটা দিয়ে খেলবে। টাইগাররা কীভাবে খেলে, সেটি পুরো বিশ্বকে দেখিয়ে দাও!'

স্কোয়াডে না থাকা নিয়ে তিনি আরও লেখেন, 'আমি দলে নেই, কিন্তু বিষয়টি আমাকে দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করব। তোমরা ভিন্ন ভূমিকায় তোমাদের এই ১৬তম সদস্যকে পাবে!'

এদিকে, আজ মধ্যরাতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্ব শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে লাহোরে খেলবে টাইগাররা।

সম্পর্কিত নিবন্ধ