ভারতে প্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি
Published: 13th, February 2025 GMT
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার দুপুরে ভারতের মানিকখাড়ী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের হরিপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৬ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করায় কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই দুজনকে আটক করেন বলে বিজিবি সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিরা হলেন রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)। পরে বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিজিবি আটক দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাঁদের ফেরত দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে বিএসএফের ফেরত দেওয়া দুই ব্যক্তিকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। পরে তাঁদের নামে মামলা হয়েছে। আগামীকাল তাঁদের আদালতে পাঠানো হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এসএফ
এছাড়াও পড়ুন:
মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সুজন বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
শুক্রবার (১৪ মার্চ) মহেশপুর বিজিবির ভারপ্রাপ্ত কোয়াটার মাষ্টার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে মহেশপুরের রুলি গ্রামের মানিকতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সুজন বিশ্বাস ভারতের কুচবিহার জেলার হাজড়াপাড়া বাদের পাড় গ্রামের জগেশ বিশ্বাসের ছেলে।
বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ সামান্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৪/১-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মোমিনতলা এলাকায় বিজিবির নায়েক সৈয়দ হুমায়ূুন কবিরের নেতৃত্বে নিয়মিত টহলের সময় ভারতীয় নাগরিক সুজনকে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে মহেশপুরের মাটিলা বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৩/এমপি’র নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এবং প্রতিপক্ষ ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশ গ্রহণ করেন।
সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়াা, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়।
আলোচনা শেষে বিজিবি ও বিএসএফ সীমান্তের জিরো লাইন ধরে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে পরিদর্শন করেন।
ঢাকা/শাহরিয়ার/টিপু