ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার দুপুরে ভারতের মানিকখাড়ী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের হরিপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৬ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করায় কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই দুজনকে আটক করেন বলে বিজিবি সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিরা হলেন রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)। পরে বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিজিবি আটক দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাঁদের ফেরত দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে বিএসএফের ফেরত দেওয়া দুই ব্যক্তিকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। পরে তাঁদের নামে মামলা হয়েছে। আগামীকাল তাঁদের আদালতে পাঠানো হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এসএফ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশির লাশ হস্তান্তর করল ভারতীয় পুলিশ

সুনামগেঞ্জর মধ্যনগর উপজেলার মোহনপুর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আব্দুল মালেক নামে এক বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এ পতাকা বৈঠক হয়। 

মালেক উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রংপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। গত কয়েক  দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

রোববার বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের দেড় কিলোমিটার অভ্যন্তরে গংগানগর নামক স্থানে মালেকের লাশ উদ্ধার করে দেশটির পুলিশ। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিজিবিকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিএসএফ। মধ্যনগর থানার ওসি সজীব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালেকের মৃত্যু হয়ে থাকতে পারে।

সম্পর্কিত নিবন্ধ

  • সীমান্তজুড়ে বিএসএফের বাড়তি নজরদারি, আতঙ্ক
  • সীমান্তে শূন্যরেখায় মাকে শেষবিদায় জানালেন শরীফা
  • কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি সরাল বিএসএফ
  • কুড়িগ্রাম সীমান্তে লাগানো সিসি ক্যামেরা সরিয়ে ফেলেছে বিএসএফ
  • কুড়িগ্রামের বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ
  • বাংলাদেশির লাশ হস্তান্তর করল ভারতীয় পুলিশ
  • কুড়িগ্রামের বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাতে বিএসএফের সম্মতি
  • কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা খুলে নিতে সম্মতি দিয়েছে বিএসএফ
  • কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা খুলে নিতে রাজি বিএসএফ