ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ
Published: 13th, February 2025 GMT
গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লা আল মামুন মণ্ডলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে তার লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ধাপেরহাট বন্দরসংলগ্ন জামদানি ঘাটে মামুনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুনকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা তার লাশ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে যোগ দেন মামুন মণ্ডলের গ্রাম খামারপাড়া এলাকার মানুষ। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে লাশ নিয়ে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাবেক সংসদ সদস্য ইয়াহইয়াকে আটক করে পুলিশে দিলেন ছাত্র–জনতা
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীসহ পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, ইয়াহইয়া চৌধুরীকে উত্তরা পশ্চিম থানায় আটক রাখা হয়েছে। তাঁর বিষয়ে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া চলছে।
ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ে হত্যার অভিযোগে গত ১২ নভেম্বর ইয়াহইয়া চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব। প্রায় এক মাস পর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।
ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটিতে নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।
আরও পড়ুনসিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী ঢাকা থেকে গ্রেপ্তার১২ নভেম্বর ২০২৪