কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় ‘আগামীর অনন্যা’ আয়োজন
Published: 13th, February 2025 GMT
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে কিশোর আলো ও ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের আয়োজনে আজ বৃহস্পতিবার রাজধানীর লেক সার্কাস কলাবাগান বালিকা উচ্চবিদ্যালয়ে ‘আগামীর অনন্যা’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলো শিশু-কিশোরদের মানসিক বিকাশে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিকিৎসক পাপিয়া আফরোজ উপস্থিত কিশোরীদের পিরিয়ডবিষয়ক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
এরপর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে উপস্থিত কিশোরীদের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন সৌজন্য হিসেবে দেওয়া হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুর্শেদা খাতুন বলেন, আগামীর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রেখে ভালো মানুষ হতে হবে এবং সৃজনশীল বই পড়তে হবে।
ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে এমজিআইয়ের হাইজিন প্রোডাক্টের জাতীয় বিক্রয় ব্যবস্থাপক তোফায়েল আহমেদ বলেন, ‘মেয়েরা মায়ের জাতি, মা ভালো থাকলে পরিবার ভালো থাকে, সংসার ভালো থাকে, একটা দেশ ভালো থাকে। তাই প্রতিটি মেয়ের উচিত নিজেদের যত্ন নেওয়া।’ পাশাপাশি তিনি ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’-এর বিভিন্ন ভালো দিক আলোচনা করেন।
প্রথম আলো ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান কিশোরীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে জোর দেন। পাশাপাশি সাহিত্যচর্চা ও বিজ্ঞানচর্চা করতে সবাইকে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘জীবনে টিকে থাকতে হলে যেমন ভালোভাবে পাঠ্যপুস্তক পড়াতে হবে, তেমনি আমাদের আশপাশে কী কী হচ্ছে, সেদিকেও খেয়াল রাখতে হবে।’
অনুষ্ঠানে লেক সার্কাস কলাবাগান বালিকা উচ্চবিদ্যালয়ে একটি ‘সুরক্ষা বক্স’ স্থাপন করা হয়, যেখান থেকে স্কুলের কিশোরীরা সাশ্রয়ী মূল্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন কিনতে পারবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ র শ অনন য অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দা সরকারের
‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে চলার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ধর্ষণ ধর্ষণই, ‘ধর্ষণ মানে ধর্ষণ, সেটা ৮ বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন একটি ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে।’
এতে আরও উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।