‘তোর দুই নাতির মাথার দাম তিন লাখ টাকা, পুলিশ জানলে গুলি করে মারব’
Published: 13th, February 2025 GMT
কুষ্টিয়ার কুমারখালীতে উড়োচিঠি দিয়ে রেজাউল ইসলাম (৫৭) নামের এক গামছা বিক্রেতা হকারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার মধ্যে টাকা না দিলে বা পুলিশকে জানালে হকারসহ তাঁর দুই নাতিকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
হুমকি পাওয়া রেজাউল ইসলাম উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার আবদুল গফুরের ছেলে। তিনি ফুটপাতে হকারি করে গামছা বিক্রি করেন। এ ঘটনায় রেজাউল দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন। এ নিয়ে দুই মাসে উড়োচিঠিতে তিনবার চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
লিখিত অভিযোগে রেজাউল উল্লেখ করেন, তিনি একজন ছোটখাটো ফুটপাতের গামছা ব্যবসায়ী। বুধবার দিবাগত রাত দুইটার দিকে কে বা কারা তার বাড়ির জানালা ভেঙে দেয়। জানালা ভাঙার শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন, অজ্ঞাত ব্যক্তির হাতে লেখা একটি চিঠি। চিঠিতে অজ্ঞাত ব্যক্তি তাঁর কাছে তিন লাখ টাকা দাবি করেছেন। রাত ১২টার মধ্যে টাকা না দিলে দুই নাতিকে হত্যা করবে। বিষয়টি পুলিশ বা কাউকে জানালে তাঁকেও গুলি করে হত্যার হুমকি দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক থেকে ২০০ মিটার দূরে রেজাউলের চার কক্ষবিশিষ্ট টিনশেডের আধা পাকা ঘর। সেখানে স্ত্রী, ছেলে, পুত্রবধূ, মেয়ে, দুই নাতিসহ সাতজনের বসবাস। ঘরের একটি কাচের জানালা ভাঙা।
রেজাউলের মেয়ে রিমা খাতুন বলেন, ‘কারও সাথে শত্রুতা নেই। তবু কে বা কারা চিঠি দিয়ে চাঁদা দাবি করে হত্যার হুমকি দিচ্ছে। গত দুই মাসে তিনবার এ ঘটনা ঘটেছে। এতে আমরা আতঙ্কিত।’
দুর্বৃত্তের ফেলে যাওয়া চিঠিতে ভাঙা ভাঙা হাতের লেখা হয়েছে, ‘ভয় নাই আজ মারবো নানে। চলে গেলাম। তোর দুই নাতি ছেলের মাথার দাম ধরা হয়েছে তিন লাখ টাকা। আগামীকাল রাত ১২টার মধ্যে তিন লাখ টাকা নিয়ে চলে আসবি। আর এটা আমার এলাকা। তাই পুলিশ বা অন্য কোনো ঝামেলা না করলে তোর ভালো হবে। আর যদি কিছু করিস। তাহলে রেজাউল তুই বাড়ির বাইরে আসলে আগে তোকে পাখির মতো গুলি করে মারব মনে রাখিস। আজ গুলি করে মারতে পারতাম। কিন্তু মারিনি একটা সুযোগ দিলাম। মনে রাখিস, আগামীকাল রাত ১২টার মধ্যে টাকা নিয়ে চলে আসবি।’
ভুক্তভোগী রেজাউল বলেন, ‘কারা কেন এমন করছে জানি না। পরিবার নিয়ে খুব ভয়ে আছি। বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। এর আগে ২০২৪ সালের ২ ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম।’
উড়োচিঠিতে চাঁদা দাবি ও হত্যার হুমকির বিষয়ে লিখিত অভিযোগের কথা স্বীকার করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আলাদীনস পার্কে সংঘাতের বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ঢাকার ধামরাইয়ে আলাদীনস পার্ক নামে বিনোদনকেন্দ্রে শিক্ষার্থী-পার্ক কর্মচারীদের মধ্যে সংঘাতের প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় সংঘর্ষের ঘটনাস্থল আলাদীনস পার্ক পরিদর্শনে গিয়ে এই প্রতিবাদ জানান ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
ঘটনাস্থল পরিদর্শনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধামরাই শাখার আদনান আহমেদ হাসান, নূর আলম নয়ন, আসাদ, পিয়াসহ অন্তত ২০-২৫ জন।
আরো পড়ুন:
সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে ৩ স্কুলছাত্র নিখোঁজ
বিদ্যালয়ে আগুনে পুড়ে শিক্ষার্থীর মৃত্যু, ৮ শিক্ষক বরখাস্ত
সেখানে তারা বলেন, পিকনিক করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে পার্কের কর্মচারীদের সংঘাতের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এমন ঘটনা কোনোভাবে কাম্য নয়। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা লকারের নিরাপত্তাহীনতার প্রতিবাদ জানিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পার্ক কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে তাগিদ দেওয়া হয়।
বুধবার বিকেলের দিকে লকার থেকে মোবাইল হারানোকে কেন্দ্র করে সংঘাতে জড়ান ঢাকার মিরপুরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের শিক্ষার্থী ও পার্ক কর্মচারীরা। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় বুধবার রাতে কলেজের শিক্ষক আবদুল হাই বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা/সাব্বির/রাসেল