কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি ও কিশমিশ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বিজিবির নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান চালানো হয়। গতকাল বুধবার বিকেলে রসুলপুর রেলওয়ে স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রতন কুমার দত্তের উপস্থিতিতে বিজিবি এবং পুলিশের সমন্বয়ে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫টি বিভিন্ন ধরনের ভারতীয় বাজি ও ৫৯ কেজি কিশমিশ জব্দ করা হয়।

জব্দ করা ভারতীয় পণ্যের বাজারমূল্য প্রায় ৮৭ লাখ ১৫ হাজার টাকা। এসব অবৈধ দ্রব্যসামগ্রী বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দা সরকারের

‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে চলার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। 

রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ধর্ষণ ধর্ষণই, ‘ধর্ষণ মানে ধর্ষণ, সেটা ৮ বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন একটি ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে।’ 

এতে আরও উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

সম্পর্কিত নিবন্ধ