সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা স্বপন জুলাই আহত এর মামলায় গ্রেপ্তার
Published: 13th, February 2025 GMT
ডেভিল হান্ট অপারেশনে সিদ্ধিরগঞ্জে ২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক স্বপন আলী বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্য বিরোধী আন্দোলনে গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাকে গুলিতে আহত ফজলুর রহমান ভূঁইয়া বাদী হয়ে দায়ের করা মামলায় স্বপন আলী ৬১ নম্বর আসামি।
বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার স্বপন আলীকে উক্ত মামলায় যুবলীগের সক্রিয় কর্মী পরিচয় আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
স্বপন আলীর পরিবার জানায়, সে ২০১৩ সাল থেকে ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছে। করোনা মহামারির পর স্বপন আলী আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কখনো আওয়ামী লীগ কিংবা যুবলীগের রাজনীতির কর্মিত দূরের কথা সমর্থকও ছিলেন না। স্বপন আলী স্থানীয়ভাবে জমি-জমার ব্যবসা করতেন।
এই ব্যবসার বিরোধে কেউ তাঁকে হয়রানি করার জন্য মামলার আসামি বানিয়ে দিয়েছেন বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। তাঁরা আশা করেন পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বপন আলীকে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিবেন। আদালতের কাছেও তাঁরা ন্যায় বিচার দাবি করেছেন।
২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বলেছেন, স্বপন আলী দীর্ঘদিন আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল। সে ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারীর পর সে আর রাজনীতিতে সক্রিয় ছিল না।
তাঁকে কখনো আওয়ামী লীগ কিংবা যুবলীগ করতে আমরা দেখিনি। কেউ হয়তো তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনায় ফাঁসানোর চেষ্টা করেছে। সুষ্ঠুভাবে তদন্ত করলে এর রহস্য বের হয়ে আসবে বলে জাহাঙ্গীর আলম জানান।
বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে আহত ফজলুর রহমান ভূঁইয়া বাদী হয়ে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব জানান, গ্রেপ্তারকৃত স্বপন যুবদল নেতা বিষয়টি আমার জানা ছিলো না। আমি খোঁজ নিয়ে দেখবো। তবে তাকে মামলার সূত্রধরে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বদল য বদল ন র য়ণগঞ জ ত র কর র র জন য বদল
এছাড়াও পড়ুন:
খুলনায় উৎসবমুখর পরিবেশে বাংলা বর্ষবরণ
উৎসব মুখর পরিবেশে খুলনায় সোমবার বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। এ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী সকাল ৭টায় সার্কিট হাউজ সংলগ্ন টেনিস কমপ্লেক্সে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। ছিল গান, নাচ, আবৃত্তি ও শোভাযাত্রা। অনুষ্ঠানে যোগ দেন সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
খুলনা জেলা প্রশাসন সকাল ৮টায় রেলওয়ে স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল সোয়া ৭টায় বর্ষ আবাহন, সকাল ৯টায় কেন্দ্রীয় মাঠে মেলার উদ্বোধন, সকাল ১০টায় শোভাযাত্রা, পরে লাঠিখেলা ও ম্যাজিক শো এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার লোকজন জড়ো হন।
বিএনপি সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা উৎসব ও ১০টায় র্যালির আয়োজন করে। অনুষ্ঠানে মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে। নগরীর পার্ক, নদীর ঘাটসহ বিনোদন স্পটগুলোতে দিনভর ছিল তরুণ-তরুণীদের উপচেপড়া ভিড়।