স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের প্রস্তাবকে স্বাগত বিএনসিওএর
Published: 13th, February 2025 GMT
সম্প্রতি প্রকাশিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত ‘বাংলাদেশ পরিসংখ্যান কমিশন’ হিসেবে গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিবিএসের নন-ক্যাডার কর্মকর্তারা।
বৃহস্পতিবার বিবিএস নন-ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএনসিওএ) সভাপতি মো.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারুণ্যের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে ও বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি শুভ কামনা জানিয়ে এতে বলা হয়, অতীতে বিবিএসের কাজে নানাভাবে প্রভাব খাটানোর মতো ঘটনা ঘটতে দেখা গেছে। ফলে পেশাদারিত্বের জায়গায় অনেকটা পিছিয়ে পড়ে দেশের প্রধান এ সরকারি পরিসংখ্যান সংস্থাটি। অতীতের শত অর্জন ফিকে হয়ে যায় এসব কারণে। বিবিএস হয়ে যায় গুটিকয়েক ব্যক্তির দ্বারা সংখ্যাগরিষ্ঠের ওপর বৈষম্য ও বঞ্চনার আঁতুড়ঘর।
এ সব বিষয়কে সুন্দরভাবে অনুধাবন করে ছাত্রজনতার বৈষম্যবিরোধী মূল চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ, গতিশীল ও স্বাধীন বাংলাদেশ পরিসংখ্যান কমিশন গঠনের যে প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশন দিয়েছে সেজন্য কমিশকে ধন্যবাদ জানিয়েছে বিবিএসের নন-ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশন। এ সুপারিশ ও প্রস্তাব বাস্তবায়ন হলে সব উন্নত দেশের মতো বাংলাদেশও পাবে একটি স্বাধীন, রাজনৈতিক প্রভাবমুক্ত এবং গবেষণাধর্মী জাতীয় পরিসংখ্যান সংস্থা (এনএসও)। সংবাদ বিজ্ঞপ্তি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ল দ শ পর স খ য ন ব য র ব ব এস পর স খ য ন ব ব এস
এছাড়াও পড়ুন:
ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দা সরকারের
‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে চলার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ধর্ষণ ধর্ষণই, ‘ধর্ষণ মানে ধর্ষণ, সেটা ৮ বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন একটি ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে।’
এতে আরও উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।