চবি প্রক্টরকে লাঞ্ছনা ও ধর্ম অবমাননার অভিযোগে ১১ ছাত্রীসহ ১২ জনকে বহিষ্কার
Published: 13th, February 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে শারীরিক লাঞ্ছনা, ধর্ম অবমাননার অভিযোগে ১২ ছাত্রীসহ ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল তিনটায় উপাচার্যের দপ্তরের সম্মেলনকক্ষে এ সভা হয়। সভা শেষে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আলাদীনস পার্কে সংঘাতের বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ঢাকার ধামরাইয়ে আলাদীনস পার্ক নামে বিনোদনকেন্দ্রে শিক্ষার্থী-পার্ক কর্মচারীদের মধ্যে সংঘাতের প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় সংঘর্ষের ঘটনাস্থল আলাদীনস পার্ক পরিদর্শনে গিয়ে এই প্রতিবাদ জানান ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
ঘটনাস্থল পরিদর্শনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধামরাই শাখার আদনান আহমেদ হাসান, নূর আলম নয়ন, আসাদ, পিয়াসহ অন্তত ২০-২৫ জন।
আরো পড়ুন:
সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে ৩ স্কুলছাত্র নিখোঁজ
বিদ্যালয়ে আগুনে পুড়ে শিক্ষার্থীর মৃত্যু, ৮ শিক্ষক বরখাস্ত
সেখানে তারা বলেন, পিকনিক করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে পার্কের কর্মচারীদের সংঘাতের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এমন ঘটনা কোনোভাবে কাম্য নয়। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা লকারের নিরাপত্তাহীনতার প্রতিবাদ জানিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পার্ক কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে তাগিদ দেওয়া হয়।
বুধবার বিকেলের দিকে লকার থেকে মোবাইল হারানোকে কেন্দ্র করে সংঘাতে জড়ান ঢাকার মিরপুরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের শিক্ষার্থী ও পার্ক কর্মচারীরা। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় বুধবার রাতে কলেজের শিক্ষক আবদুল হাই বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা/সাব্বির/রাসেল