হুমায়ুন ফরীদির জীবনে কত গল্প...
Published: 13th, February 2025 GMT
২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি আজকের দিনে অগণিত ভক্তকে কাঁদিয়ে অনন্তকালে যাত্রা করেন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। আজ প্রিয় অভিনেতার ১৩তম মৃত্যুবার্ষিকী। অভিনেতার প্রতিটি কথা, বাক্য, জীবনদর্শন এখনো গেঁথে আছে ভক্তদের হৃদয়ে। সেটে সবাইকে কৌতুকে মাতিয়ে রাখতেন। থাকতেন সবার মধ্যমণি হয়ে।
জীবনে অনেক পাগলামি করেছেন হুমায়ুন ফরীদি। দেশ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাবার নিয়ে মজাচ্ছলে গল্প বলেছেন ভক্তদের কাছে। কই মাছের গল্প দিয়ে সাক্ষাৎকারটি শুরু করেন অভিনেতা। গল্পটা অনেকটা এ রকম, হুমায়ুন ফরীদি সিনেমা নিয়ে তখন দারুণ ব্যস্ত। সেটে একদিন বাবুর্চি অভিনেতার কাছে জানতে চাইলেন, তিনি কী খাবেন দুপুরে? হুমায়ুন ফরীদি উত্তরে বলেছিলেন, তোমরা যা দাও, তখন বাবুর্চি বলে উঠলেন, আপনি কখনো কিছু বলেন না, আপনি কিছু বলেন, আমরা সেটা বানাই। তখন হুমায়ুন ফরীদি বাবুর্চিকে বলেন, ‘ভাই কই মাছ খাওয়াইও যদি পারো।’ এর পর থেকে সিনেমার শুটিং থাকলে হুমায়ুন ফরীদির জন্য কই মাছ থাকতই। শুধু সিনেমাতেই নয়, নাটকেও কই মাছই পরিবেশন করা হতো প্রিয় অভিনয়শিল্পীর জন্য।
ঝাল পছন্দ হুমায়ুন ফরীদির। এমনকি অবাক তথ্যও দিয়েছিলেন শিল্পী। তিনি বলেন, বিদেশে গেলেও আমার পকেটে কাঁচা মরিচ থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকার সময়ে বন্ধুর বোন খাবার নিয়ে গিয়েছিল, বন্ধু গোসলের পর খাবেন, তার আগেই বন্ধুদের নিয়ে হুমায়ুন ফরীদি সেই খাবার খেয়ে সাবাড় করে খালি বক্স রেখে এসেছিলেন বন্ধুর রুমে। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ঈদে কোরবানির জন্য কেনা স্যারের গরুও চুরি করেছেন বন্ধুরা মিলে। সেই গরু সাভার থেকে কসাই এনে ২০ জনের জন্য ১৫ কেজি রান্না করা হয়েছিল, বাকিটা স্যারকে দিয়েছিলাম। সার তো হতভম্ব। ঈদের দিন সকালেই নতুন গরু কিনেছিলেন তিনি।
টেলিভিশন নাটকের দৃশ্যে সুবর্ণা ও হুমায়ুন ফরীদি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ওভাল অফিসের চেহারা পাল্টে দিচ্ছেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ফেডারেল সরকারকে নাটকীয়ভাবে পুনর্গঠনের জন্য কাজ করছেন, তখন তিনি প্রেসিডেন্টের আরেকটি ঐতিহাসিক দিক: ওভাল অফিসের চেহারা বদলে দিচ্ছেন।
হোয়াইট হাউসে ফিরে আসার প্রায় আট সপ্তাহ পর, ট্রাম্প তার অফিসের দেয়ালে ঝুলন্ত ছবির সংখ্যা তিনগুণ বাড়িয়েছেন। দেয়ালে তাক, পতাকা, মূর্তি ও অলঙ্কার দিয়ে সাজিয়েছেন। কয়েক দশক ধরে তিনি যে স্টাইলটি মেনে চলেছেন তার সাথে সঙ্গতি রেখে, সর্বত্র সোনার দেখা মেলে: ম্যান্টলে নতুন সোনার সিঁদুরের মূর্তি এবং ফায়ারপ্লেসের ওপর পদক, পাশের টেবিলে সোনার ঈগল, দরজায় সোনালী রোকোকো আয়না এবং দরজার উপরের পেডিমেন্টে অবস্থিত, মার-এ-লাগো থেকে আনা ছোট সোনার মূর্তি। এমনকি হলের নীচে টেলিভিশনের রিমোট কন্ট্রোলটিও সোনালী রঙে মোড়ানো।
তার পরিকল্পনার সাথে পরিচিত দুজন ব্যক্তির মতে, ওভাল অফিসে একটি ঝাড়বাতি ঝুলানোর ধারণাটিও ট্রাম্প তার মাথায় রেখেছিলেন, যদিও এখন তা অসম্ভব বলে মনে হচ্ছে।
এসব কিছুর ফলে হোয়াইট হাউস ক্রমশ ট্রাম্পের দক্ষিণ ফ্লোরিডার বাড়ির মতো হয়ে উঠছে। ট্রাম্পের রোজ গার্ডেনকে ঘাসের উপর পাকা করে প্যাটিও-স্টাইলের বসার জায়গায় রূপান্তরিত করার পরিকল্পনার কাজ কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে বলে আশা করা হচ্ছে, ঠিক যেমন মার-এ-লাগোতে তিনি করেছেন। প্রেসিডেন্ট সম্প্রতি হোয়াইট হাউসের কিউরেটরদের সাথে রোজ গার্ডেনের পরিকল্পনাগুলি ব্যক্তিগতভাবে পর্যালোচনা করেছেন।
সফররত প্রতিনিধিদলের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প দক্ষিণ পোর্টিকো ধরে হেঁটে যাওয়ার সময় সফররত রাষ্ট্রপ্রধানদের সাথে ফার্স্ট লেডি এলেন উইলসনের ডিজাইন করা বহিরঙ্গন স্থানের জন্য তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছিলেন।
দক্ষিণ লনে প্রেসিডেন্ট রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজনের জন্য একটি নতুন বলরুম তৈরি করতে যাচ্ছেন, যা মার-এ-লাগোর আদলে তৈরি করা হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি একাধিক ব্লুপ্রিন্ট পর্যালোচনা করেছেন, দর্শনার্থীদের সেগুলো দেখিয়েছেন এবং নকশাগুলোতে পরিবর্তন করেছেন।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলেছেন যে তিনি নিজেই এই নির্মাণের খরচ বহন করবেন - এমনকি ওবামা প্রশাসনের সময়ও তিনি এটি নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন - কিন্তু ঐতিহাসিক ভিত্তিতে প্রকল্পটি এগিয়ে যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ট্রাম্পের ভাষ্য, “এটা সুন্দর হবে।”
ঢাকা/শাহেদ