মিডল অর্ডার ব্যাটসম্যান। ভালো ছক্কা মারতে পারেন। টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেটটাও সব সময় ভালোই থাকে। তাই বলে ভারত টি-টোয়েন্টি দলের আলোচনায় থাকেন, তেমনটাও নয়। ভারতের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে ৩টিই টেস্ট, ১টি ওয়ানডে।

বোঝাই যাচ্ছে, যার সম্পর্কে কথা বলা হচ্ছে, সেই রজত পতিদার ওই অর্থে ভারতের ক্রিকেটে ‘হাইপ্রোফাইল’ কেউ নন। এমন একজনই এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন। তাঁর অধীনে খেলবেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোনরা।

প্রশ্ন তাই স্বাভাবিকভাবেই ওঠে—এতজন অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় থাকতে পতিদার কেন অধিনায়ক? দলে ভারত জাতীয় দলকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া কোহলি আছেন। ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্বও দিয়েছেন। তবে ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান নিজেই আর অধিনায়কত্বে ফিরতে চান না। চার বছর আগে দায়িত্ব ছাড়ার সময়ই সেটা বলে দিয়েছেন।

কোহলি অধিনায়কত্ব করতে চান না.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক আমিরুল মৃধাকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আমিরুল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ জুন ফরিদপুর পৌরসভার কমলাপুর পিয়ন কলোনিতে ধর্ষণের শিকার হয় শিশুটি। ওই দিন শিশুটি স্কুল থেকে বাসায় ফেরার পর তার মামার দোকানে চিপস কেনার জন্য যায়। ওই সময় আমিরুল দোকানে উপস্থিত ছিলেন। তিনি শিশুটিকে কলোনির একটি হোস্টেলের পিছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির মা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মামলা করেন। 

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট। এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য। 

সম্পর্কিত নিবন্ধ